ETV Bharat / state

আলিপুরদুয়ারে আরএসপি প্রার্থী হোমমেকার, সম্পত্তিতে টেক্কা দিলেন তৃণমূল-বিজেপিকে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mili Oraon Property: আলিপুরদুয়ারে আরএসপি প্রার্থী মিলি ওরাও ৷ তাঁর সম্পত্তি ছাপিয়ে গিয়েছে এই লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থীকে ৷

ETV Bharat
আলিপুরদুয়ারে আরএসপি প্রার্থী মিলি ওরাও
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 11:22 AM IST

আলিপুরদুয়ার, 12 এপ্রিল: তিনি কিছুই করেন না ৷ রেভোলিউশনারি সোশালিস্ট পার্টি বা আরএসপি প্রার্থী একজন গৃহবধূ ৷ এদিকে সম্পত্তির পরিমাণ অবাক করার মতোই ৷ সম্পত্তির নিরিখে কেন্দ্রের তৃণমূল-বিজেপিকে হারিয়ে দিলেন আরএসপির মিলি ওড়াও ৷ 19 এপ্রিল এই কেন্দ্রে ভোট ৷

2024 সালের লোকসভা ভোটে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল, বিজেপি এবং আরএসপি প্রার্থীর সম্পত্তির পরিমাণ কত ? সম্পত্তির নিরিখে কে কাকে টেক্কা দিল, তার খোঁজ নিল ইটিভি ভারত ৷ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, তৃণমূলের প্রকাশ চিক বড়াইকের বিরুদ্ধে লড়ছেন আরএসপি-র মিলি ওড়াও ৷

বিজেপি ও আরএসপি প্রার্থীর তুলনায় সম্পত্তির নিরিখে অনেকটাই পিছিয়ে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক ৷ এদিকে আলিপুরদুয়ারে যথেষ্টই ধনী প্রার্থী আরএসপি-র মিলি ৷ উত্তরবঙ্গে প্রার্থী হলেও তিনি থাকেন কলকাতার গড়িয়াহাটে ৷ তাঁর আরও একটি পরিচয়, মিলি প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন আরএসপি সাংসদ মনোহর তির্কীর মেয়ে ৷

2024 সালে লোকসভা নির্বাচনে কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী

আরএসপি-র মিলি ওড়াওয়ের হাতে রয়েছে 10 হাজার টাকা

  • অস্থাবর সম্পত্তির পরিমাণ

একাধিক ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড এবং পোস্ট অফিসে 18টি কিষান বিকাশ পত্র ৷ এই সবকিছু মিলিয়ে মিলির 33 লক্ষ 46 হাজার 845 টাকার গচ্ছিত সম্পত্তি রয়েছে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ৷

এছাড়া 200 গ্রাম সোনা, যার মূল্য 12 লক্ষ 15 হাজার টাকা ৷ মিলি রোজগার করেন না ৷ তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই ৷

তার স্বামীর মোট অস্থাবর সম্পত্তির পরিমান 17 লক্ষ 79 হাজার 136 টাকা ৷

আরও পড়ুন:

  1. আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থীর নামে একাধিক মামলা, সম্পত্তির পরিমাণ কত ?
  2. টিগ্গাকে টক্কর দিয়ে কি আলিপুরদুয়ারে ঘাসফুলের প্রকাশ ঘটাতে পারবেন বরাইক ?

আলিপুরদুয়ার, 12 এপ্রিল: তিনি কিছুই করেন না ৷ রেভোলিউশনারি সোশালিস্ট পার্টি বা আরএসপি প্রার্থী একজন গৃহবধূ ৷ এদিকে সম্পত্তির পরিমাণ অবাক করার মতোই ৷ সম্পত্তির নিরিখে কেন্দ্রের তৃণমূল-বিজেপিকে হারিয়ে দিলেন আরএসপির মিলি ওড়াও ৷ 19 এপ্রিল এই কেন্দ্রে ভোট ৷

2024 সালের লোকসভা ভোটে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল, বিজেপি এবং আরএসপি প্রার্থীর সম্পত্তির পরিমাণ কত ? সম্পত্তির নিরিখে কে কাকে টেক্কা দিল, তার খোঁজ নিল ইটিভি ভারত ৷ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, তৃণমূলের প্রকাশ চিক বড়াইকের বিরুদ্ধে লড়ছেন আরএসপি-র মিলি ওড়াও ৷

বিজেপি ও আরএসপি প্রার্থীর তুলনায় সম্পত্তির নিরিখে অনেকটাই পিছিয়ে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক ৷ এদিকে আলিপুরদুয়ারে যথেষ্টই ধনী প্রার্থী আরএসপি-র মিলি ৷ উত্তরবঙ্গে প্রার্থী হলেও তিনি থাকেন কলকাতার গড়িয়াহাটে ৷ তাঁর আরও একটি পরিচয়, মিলি প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন আরএসপি সাংসদ মনোহর তির্কীর মেয়ে ৷

2024 সালে লোকসভা নির্বাচনে কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী

আরএসপি-র মিলি ওড়াওয়ের হাতে রয়েছে 10 হাজার টাকা

  • অস্থাবর সম্পত্তির পরিমাণ

একাধিক ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড এবং পোস্ট অফিসে 18টি কিষান বিকাশ পত্র ৷ এই সবকিছু মিলিয়ে মিলির 33 লক্ষ 46 হাজার 845 টাকার গচ্ছিত সম্পত্তি রয়েছে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ৷

এছাড়া 200 গ্রাম সোনা, যার মূল্য 12 লক্ষ 15 হাজার টাকা ৷ মিলি রোজগার করেন না ৷ তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই ৷

তার স্বামীর মোট অস্থাবর সম্পত্তির পরিমান 17 লক্ষ 79 হাজার 136 টাকা ৷

আরও পড়ুন:

  1. আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থীর নামে একাধিক মামলা, সম্পত্তির পরিমাণ কত ?
  2. টিগ্গাকে টক্কর দিয়ে কি আলিপুরদুয়ারে ঘাসফুলের প্রকাশ ঘটাতে পারবেন বরাইক ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.