গঙ্গাসাগর, 1 ডিসেম্বর: সংসারে অভাবের কারণে কয়েক মাস আগে অন্ধপ্রদেশের বিজয়াওয়াড়া কাজ করতে যান ৷ কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর ৷ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের বাসিন্দা স্বপন মণ্ডলের (22) ৷
জানা গিয়েছে, বিজয়াওয়াড়ায় পাইপ লাইনে বোরিং-এর কাজ করতেন স্বপন ৷ গত শনিবার বিজয়াওয়াড়ায় বৃষ্টির কারণে শ্রমিকরা কাজ বন্ধ করে দেন । সেই সময়, স্বপন মটরে থাকা ইলেকট্রিক লাইনের তার গোছানোর কাজ করছিল ৷ সেই সময়ে এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে ৷ বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা স্বপনকে মৃত বলে ঘোষণা করেন ৷
খবর পাওয়া মাত্র কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন ৷ রবিবার সন্ধ্যায় কফিনবন্দি স্বপনের দেহ বাড়িতে আসার কথা । এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় । এর আগেও ভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় কাজে গিয়ে মৃত্যু হয়েছে সাগরের একাধিক যুবকের ।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজ্যে কোনও কাজ না-থাকায় সংসার চালাতে অসুবিধা হচ্ছে স্থানীয় যুবকদের । তাই তাঁরা বাধ্য হয়ে কাজের জন্য অন্য রাজ্যে চলে যান ৷ রাজ্যে কাজ থাকলে হয়তো তাঁদের এই ভাবে ভিন রাজ্যে যেতে হত না । আর অকালে প্রাণ হারাতেও হত না । তাই সরকারের কাছে তাদের আবেদন, রাজ্যে কর্মসংস্থানের যোগান বাড়ানো হোক ৷ তাহলে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজে গিয়ে হয়তো কোনও যুবককে প্রাণ হারাতে হবে না ।