ETV Bharat / state

যান্ত্রিক ত্রুটির কারণে ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে দুর্ভোগে যাত্রীরা - Kolkata Metro - KOLKATA METRO

Kolkata Metro: অফিস টাইমে ফের ব্যাহত হল মেট্রো পরিষেবা ৷ শোভাবাজার মেট্রো স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে গেল মেট্রো ৷ এর ফলে ডাউন লাইনে বন্ধ হয়ে যায় পরিষেবা ৷ চরম দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের ৷

Kolkata Metro
Kolkata Metro
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 12:33 PM IST

Updated : Apr 16, 2024, 1:40 PM IST

যান্ত্রিক ত্রুটির কারণে ফের মেট্রো বিভ্রাট

কলকাতা, 16 এপ্রিল: দিনের ব্যস্ত সময়ে আবারও বিভ্রাট দেখা দিল কলকাতা মেট্রোয় ৷ পরিষেবা বন্ধ হয়ে গেল ডাউন লাইনে ৷ এর ফলে অফিস টাইমে নাজেহাল হতে হল নিত্যযাত্রীদের ৷ পরিষেবা ব্যাহত হওয়ায় মেট্রো স্টেশনে মানুষের ভিড় জমে যায় ৷

মেট্রো সূত্রে খবর, আজ বেলা সাড়ে 11টা নাগাদ শোভাবাজার মেট্রো স্টেশনে পৌঁছে ডাউন লাইনের একটি মেট্রো রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ৷ এর ফলে সেখানেই মেট্রোটি বন্ধ হয়ে যায় এবং রেকটিকে পরে কোনওমতেই চালু করা সম্ভব হচ্ছিল না । কোচ নম্বর 3201 সমস্যা দেখা দিয়েছিল । ঘোষণার মাধ্যমে রেকটি খালি করে দিতে বলা হয় ৷ পাশাপাশি বারবার ঘোষণা করা হচ্ছিল যে ডাউন লাইনে এই মুহূর্তে আর যেন কোনও বুকিং যাতে নেওয়া না হয় ।

তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অর্থাৎ আপ লাইনে সেসময় পরিষেবা দেওয়া হচ্ছিল । পাশাপাশি ডাউন লাইনে দমদম থেকে দক্ষিণেশ্বর এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা চলছিল ৷ এরপরে গোলযোগ দেখা দেওয়া রেকটিকে লাইন থেকে কোনমতে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ 12টা 18 মিনিট থেকে ডাউন লাইনে আবার মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷

একদিকে দুপুরবেলার তীব্র রোদ ও গরম, তার মধ্যে অফিসের সময় ৷ মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ার জেরে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় । সপ্তাহের প্রথম দিকেই এই ধরনের বড়সর সমস্যার জন্য চূড়ান্ত নাকাল হতে হয় যাত্রীদের । কারণ শহর কলকাতার লাইফ লাইন মেট্রো ৷ লক্ষাধিক লোক মেট্রোর উপর নির্ভরশীল ৷ যদি দিনের সবচেয়ে ব্যস্ত সময় এভাবে মেট্রো বিভ্রাট দেখা দেয় স্বাভাবিকভাবেই দুর্ভোগ পোহাতে হয় নিত্য যাত্রীদের ।

আরও পড়ুন:

  1. মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা, ব্যস্ত সময়ে থমকে পরিষেবা
  2. মেট্রো রেকে ধোঁয়া, ব্যাহত পরিষেবা; পরে চালু
  3. এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে উপচে পড়া ভিড়; নেই বসার জায়গা, দাঁড়িয়েই অপেক্ষা মেট্রোর জন্য

যান্ত্রিক ত্রুটির কারণে ফের মেট্রো বিভ্রাট

কলকাতা, 16 এপ্রিল: দিনের ব্যস্ত সময়ে আবারও বিভ্রাট দেখা দিল কলকাতা মেট্রোয় ৷ পরিষেবা বন্ধ হয়ে গেল ডাউন লাইনে ৷ এর ফলে অফিস টাইমে নাজেহাল হতে হল নিত্যযাত্রীদের ৷ পরিষেবা ব্যাহত হওয়ায় মেট্রো স্টেশনে মানুষের ভিড় জমে যায় ৷

মেট্রো সূত্রে খবর, আজ বেলা সাড়ে 11টা নাগাদ শোভাবাজার মেট্রো স্টেশনে পৌঁছে ডাউন লাইনের একটি মেট্রো রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ৷ এর ফলে সেখানেই মেট্রোটি বন্ধ হয়ে যায় এবং রেকটিকে পরে কোনওমতেই চালু করা সম্ভব হচ্ছিল না । কোচ নম্বর 3201 সমস্যা দেখা দিয়েছিল । ঘোষণার মাধ্যমে রেকটি খালি করে দিতে বলা হয় ৷ পাশাপাশি বারবার ঘোষণা করা হচ্ছিল যে ডাউন লাইনে এই মুহূর্তে আর যেন কোনও বুকিং যাতে নেওয়া না হয় ।

তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অর্থাৎ আপ লাইনে সেসময় পরিষেবা দেওয়া হচ্ছিল । পাশাপাশি ডাউন লাইনে দমদম থেকে দক্ষিণেশ্বর এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা চলছিল ৷ এরপরে গোলযোগ দেখা দেওয়া রেকটিকে লাইন থেকে কোনমতে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ 12টা 18 মিনিট থেকে ডাউন লাইনে আবার মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷

একদিকে দুপুরবেলার তীব্র রোদ ও গরম, তার মধ্যে অফিসের সময় ৷ মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ার জেরে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় । সপ্তাহের প্রথম দিকেই এই ধরনের বড়সর সমস্যার জন্য চূড়ান্ত নাকাল হতে হয় যাত্রীদের । কারণ শহর কলকাতার লাইফ লাইন মেট্রো ৷ লক্ষাধিক লোক মেট্রোর উপর নির্ভরশীল ৷ যদি দিনের সবচেয়ে ব্যস্ত সময় এভাবে মেট্রো বিভ্রাট দেখা দেয় স্বাভাবিকভাবেই দুর্ভোগ পোহাতে হয় নিত্য যাত্রীদের ।

আরও পড়ুন:

  1. মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা, ব্যস্ত সময়ে থমকে পরিষেবা
  2. মেট্রো রেকে ধোঁয়া, ব্যাহত পরিষেবা; পরে চালু
  3. এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে উপচে পড়া ভিড়; নেই বসার জায়গা, দাঁড়িয়েই অপেক্ষা মেট্রোর জন্য
Last Updated : Apr 16, 2024, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.