ETV Bharat / state

মাথাভাঙার নির্যাতিতার সঙ্গে দেখা করতে কোচবিহারে জাতীয় মহিলা কমিশনের সদস্য - BJP Female Worker Molested

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 9:06 AM IST

National Commission for Women in Cooch Behar: বিজেপি করার অপরাধে প্রায় এক কিলোমিটার রাস্তা চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ ওঠে কিছুদিন আগে ৷ ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি ৷ এই আবহে এবার সেই নির্যাতিতার সঙ্গে দেখা করতে কোচবিহার পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা কংডুপ ৷

Delina Khongdup, National Commission for Women
জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা কংডুপ ৷ (নিজস্ব চিত্র)

কোচবিহার, 30 জুন: মাথাভাঙার মহিলা নির্যাতিতার সঙ্গে দেখা করতে এবার কোচবিহারে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা কংডুপ ৷ শনিবার রাতে কোচবিহার সার্কিট হাউজে পৌঁছন তিনি । রবিবার সকালে নির্যাতিতার সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর । ঘটনাটি যেখানে ঘটেছে, মাথাভাঙার সেই রামঠেঙ্গা এলাকাতেও যাবেন তিনি ৷ পাশাপাশি, এদিন পুলিশ সুপারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর ৷

সম্প্রতি, বিজেপি করার অপরাধে প্রায় এক কিলোমিটার রাস্তা চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ ওঠে ৷ অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটে কোচবিহার জেলার মাথাভাঙ্গা-2 নম্বর ব্লকের রুইডাঙ্গা অঞ্চলের রামঠেঙ্গা বাজার সংলগ্ন এলাকায় ৷ ঘটনার পর নির্যাতিতাকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

এদিকে, ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি ৷ শনিবার দুপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল ৷ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেন তাঁরা ৷ এই আবহে ওই নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করতে শনিবার রাতে কোচবিহারে এসে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা কংডুপ । তাঁর সঙ্গে দেখা করার জন্য শনিবার সার্কিট হাউসে পৌঁছন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা । সাংসদ জয়ন্ত রায় বলেন, "আগামীকাল উনি নির্যাতিতার সঙ্গে দেখা করবেন । পাশাপাশি পুলিশ সুপারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে । এছাড়া মাথাভাঙার যেই এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকাতেও যাবেন কংডুপ ।"

কোচবিহার, 30 জুন: মাথাভাঙার মহিলা নির্যাতিতার সঙ্গে দেখা করতে এবার কোচবিহারে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা কংডুপ ৷ শনিবার রাতে কোচবিহার সার্কিট হাউজে পৌঁছন তিনি । রবিবার সকালে নির্যাতিতার সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর । ঘটনাটি যেখানে ঘটেছে, মাথাভাঙার সেই রামঠেঙ্গা এলাকাতেও যাবেন তিনি ৷ পাশাপাশি, এদিন পুলিশ সুপারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর ৷

সম্প্রতি, বিজেপি করার অপরাধে প্রায় এক কিলোমিটার রাস্তা চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ ওঠে ৷ অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটে কোচবিহার জেলার মাথাভাঙ্গা-2 নম্বর ব্লকের রুইডাঙ্গা অঞ্চলের রামঠেঙ্গা বাজার সংলগ্ন এলাকায় ৷ ঘটনার পর নির্যাতিতাকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

এদিকে, ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি ৷ শনিবার দুপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল ৷ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেন তাঁরা ৷ এই আবহে ওই নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করতে শনিবার রাতে কোচবিহারে এসে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা কংডুপ । তাঁর সঙ্গে দেখা করার জন্য শনিবার সার্কিট হাউসে পৌঁছন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা । সাংসদ জয়ন্ত রায় বলেন, "আগামীকাল উনি নির্যাতিতার সঙ্গে দেখা করবেন । পাশাপাশি পুলিশ সুপারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে । এছাড়া মাথাভাঙার যেই এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকাতেও যাবেন কংডুপ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.