মেদিনীপুর, 8 জুলাই: নতুন ন্যায় সংহিতা আইনে ডাক্তারদের অযথা হয়রানি এবং জেল জরিমানার মুখে পড়তে হবে, এই আশঙ্কায় এই আইন বাতিলের দাবি নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা ৷ পড়ুয়াদের পাশাপাশি অবস্থানে অংশ নেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার এবং বিশিষ্ট চিকিৎসকেরা । তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার কোনও কিছু না জেনে, না বুঝে এই ধরনের একটা আইন জারি করেছে, যা ডাক্তারদের জন্য সমস্যা তৈরি করবে ৷
ডাক্তারদের উপর 304 ধারা বিলোপ করে 106 ধারা চালু করার প্রতিবাদে অবস্থানে বসেছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা । সোমবার মেডিক্যাল কলেজের সুপারের দফতরের সামনেই তাঁরা ত্রিপল পেতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থানে বসেন । প্ল্যাকার্ডে লেখা 'উই ওয়ান্ট জাস্টিস', 'এই আইন মানছি না মানব না।'
বিক্ষোভকারী পড়ুয়াদের যুক্তি, নয়া আইন প্রণয়নে মেডিক্যাল কলেজের রোগীদের বিশেষ সমস্যা হবে । কারণ হিসেবে তাঁরা ব্যাখ্যা দিয়ে বলেন, সরকারি হাসপাতালে যে রোগী আসেন, তৎক্ষণাৎ তাঁর চিকিৎসা করা হয় । সেক্ষেত্রে পরবর্তীকালে নানারকম সমস্যাও দেখা দেয় এবং সেই সমস্যার ক্ষেত্রে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে । ফলে ডায়াগনসিস না করেই চিকিৎসা শুরু করতে হলে প্রাথমিক চিকিৎসায় ফেঁসে যাতে পারেন ডাক্তাররা ।তাঁদের জেল জরিমানা এবং শাস্তিযোগ্য অপরাধী হিসেবে গণ্য করা হতে পারে, এই আশঙ্কা রয়েছে বিক্ষোভকারীদের ৷
বিক্ষোভকারীরা বলেন, এই আইন চালু হলে ডাক্তাররা মানবদরদী হয়ে ওঠা বন্ধ করে দেবেন ৷ যার দরুণ চিকিৎসা থেকে বঞ্চিত হবেন গ্রাম বাংলার হাজার হাজার মানুষ, যাঁরা বিনে পয়সায় চিকিৎসা করাতে আসেন এই সরকারি হাসপাতালগুলোতে । পড়ুয়াদের পাশাপাশি এবিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসকরাও ৷
হাসপাতাল সুপার বলেন, "দু'বছরের জেলকে কেন্দ্রীয় সরকার পাঁচ বছর করেছে । এছাড়া তৎক্ষণাৎ কোনও রোগীর চিকিৎসা করতে গেলে যে পরিষেবা এখানে দেওয়া হয়, পরবর্তীকালে রোগী বিগড়ে গেলে জেল জরিমানা হবে এই ডাক্তারদের । তাই এই আইনকে অবিলম্বে রদ করা প্রয়োজন ।"
অন্যদিকে, চিকিৎসক রবি হেমব্রম, কল্যাণ বসু বলেন, "নতুন ন্যায় সংহিতা আইনে ডাক্তারদের জন্য শাস্তিযোগ্য অপরাধ বাড়ানো হয়েছে, যা আমরা মানছি না । আগে যেখানে দু'বছরের জেল এবং জরিমানা ছিল, সেখানে পাঁচ বছরের জেল জরিমানার কথা কেন্দ্র সরকার নতুন আইনে জারি করেছে, যার ফলে চিকিৎসা ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে ।"