ETV Bharat / state

হাসপাতালে ঢুকে পড়ুয়াদের হুমকি ! উত্তপ্ত মেদিনীপুর মেডিক্যাল কলেজ - Midnapore Medical College Hospital - MIDNAPORE MEDICAL COLLEGE HOSPITAL

Doctors Protest At Midnapore Medical College: হাসপাতালে ঢুকে পড়ুয়াদের হুমকির ঘটনায় উত্তপ্ত মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ এ নিয়ে স্থানীয় এক ছাত্রনেতার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের নোটিশ 24 ঘণ্টা পরে বদলে গিয়েছে, অভিযোগ পড়ুয়াদের ৷

Midnapore medical college
মেদিনীপুর মেডিক্যাল কলেজ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 12:09 PM IST

মেদিনীপুর, 31 অগস্ট: হাসপাতালে ঢুকে ডাক্তার এবং পড়ুয়াদের মারধর হুমকি ! শাসক দলের ছাত্রনেতার বিরুদ্ধে নোটিশ এবং পালটা নোটিশে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ নোটিশ বদল নিয়ে প্রভাবশালী তকমার অভিযোগ চিকিৎসক পড়ুয়াদের ৷ এ নিয়ে আন্দোলনে যাওয়ার হুমকি চিকিৎসক পড়ুয়া ও ডাক্তারদের ৷

আলোচনার পর বড় আন্দোলনের বার্তা চিকিৎসক পড়ুয়ার (ইটিভি ভারত)

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ৷ এদিন আন্দোলন করে কলেজের অধ্যক্ষের কাছে শাসক দলের এক ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ জানান হাসপাতালের চিকিৎসক পড়ুয়া ও ডাক্তাররা ৷ তাঁদের অভিযোগ, ওই নেতা যখন-তখন হাসপাতালে ঢুকে যান ৷ ডাক্তারি পড়ুয়াদের পাস না করানোর হুমকি দেন ৷ ভয় দেখান ৷ এমনকী ব়্যাগিংও করেন ৷ পড়ুয়াদের সেই অভিযোগ হাতে পেয়ে ওই নেতার বিরুদ্ধে নোটিশ জারি করেন হাসপাতালের অধ্যক্ষ ৷ নেতার হাসপাতালে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন তিনি ৷ সেই সঙ্গে পড়ুয়াদের আশ্বস্ত করেন, ছাত্রনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ কিন্তু পড়ুয়াদের অভিযোগ 24 ঘণ্টা কাটতে না-কাটতেই বদলে যায় সেই নোটিশ ৷

Midnapore Medical College
বৃহস্পতিবারের নোটিশ (নিজস্ব চিত্র)

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, তৃণমূলের ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান মল্লিক এখনও পর্যন্ত মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হাউসস্টাফ হিসেবে কর্মরত ৷ শুধু তাই নয়, ছাত্রনেতা ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও নতুন নির্দেশিকায় সেই বিষয়ে কিছু উল্লেখ নেই ৷ বরং সেখানে বলা হয়েছে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের অভিযোগ 'নট ভেরিফাইড'।

Midnapore Medical College
শুক্রবারের নোটিশ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, শুক্রবার বিকেলে শাসকদল ঘনিষ্ঠ বেশ কিছু জুনিয়র ডাক্তার মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন ৷ পড়ুয়াদের অভিযোগ, এরপরই তড়িঘড়ি নতুন নির্দেশিকা জারি করা হয় ৷ ঘটনা প্রসঙ্গে আন্দোলনরত এক চিকিৎসক বলেন, "24 ঘণ্টার মধ্যে নোটিশ বদলে যাচ্ছে ৷ এর থেকে বোঝা যায় ওনারা কতটা প্রভাবশালী ৷ তবে এই বিষয়ে এখনই আমরা কোনও মন্তব্য করব না ৷ আলোচনার পর আমরা আমাদের দাবিগুলো ফের জানাব ৷"

মেদিনীপুর, 31 অগস্ট: হাসপাতালে ঢুকে ডাক্তার এবং পড়ুয়াদের মারধর হুমকি ! শাসক দলের ছাত্রনেতার বিরুদ্ধে নোটিশ এবং পালটা নোটিশে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ নোটিশ বদল নিয়ে প্রভাবশালী তকমার অভিযোগ চিকিৎসক পড়ুয়াদের ৷ এ নিয়ে আন্দোলনে যাওয়ার হুমকি চিকিৎসক পড়ুয়া ও ডাক্তারদের ৷

আলোচনার পর বড় আন্দোলনের বার্তা চিকিৎসক পড়ুয়ার (ইটিভি ভারত)

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ৷ এদিন আন্দোলন করে কলেজের অধ্যক্ষের কাছে শাসক দলের এক ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ জানান হাসপাতালের চিকিৎসক পড়ুয়া ও ডাক্তাররা ৷ তাঁদের অভিযোগ, ওই নেতা যখন-তখন হাসপাতালে ঢুকে যান ৷ ডাক্তারি পড়ুয়াদের পাস না করানোর হুমকি দেন ৷ ভয় দেখান ৷ এমনকী ব়্যাগিংও করেন ৷ পড়ুয়াদের সেই অভিযোগ হাতে পেয়ে ওই নেতার বিরুদ্ধে নোটিশ জারি করেন হাসপাতালের অধ্যক্ষ ৷ নেতার হাসপাতালে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন তিনি ৷ সেই সঙ্গে পড়ুয়াদের আশ্বস্ত করেন, ছাত্রনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ কিন্তু পড়ুয়াদের অভিযোগ 24 ঘণ্টা কাটতে না-কাটতেই বদলে যায় সেই নোটিশ ৷

Midnapore Medical College
বৃহস্পতিবারের নোটিশ (নিজস্ব চিত্র)

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, তৃণমূলের ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান মল্লিক এখনও পর্যন্ত মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হাউসস্টাফ হিসেবে কর্মরত ৷ শুধু তাই নয়, ছাত্রনেতা ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও নতুন নির্দেশিকায় সেই বিষয়ে কিছু উল্লেখ নেই ৷ বরং সেখানে বলা হয়েছে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের অভিযোগ 'নট ভেরিফাইড'।

Midnapore Medical College
শুক্রবারের নোটিশ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, শুক্রবার বিকেলে শাসকদল ঘনিষ্ঠ বেশ কিছু জুনিয়র ডাক্তার মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন ৷ পড়ুয়াদের অভিযোগ, এরপরই তড়িঘড়ি নতুন নির্দেশিকা জারি করা হয় ৷ ঘটনা প্রসঙ্গে আন্দোলনরত এক চিকিৎসক বলেন, "24 ঘণ্টার মধ্যে নোটিশ বদলে যাচ্ছে ৷ এর থেকে বোঝা যায় ওনারা কতটা প্রভাবশালী ৷ তবে এই বিষয়ে এখনই আমরা কোনও মন্তব্য করব না ৷ আলোচনার পর আমরা আমাদের দাবিগুলো ফের জানাব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.