মেদিনীপুর, 31 অগস্ট: হাসপাতালে ঢুকে ডাক্তার এবং পড়ুয়াদের মারধর হুমকি ! শাসক দলের ছাত্রনেতার বিরুদ্ধে নোটিশ এবং পালটা নোটিশে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ নোটিশ বদল নিয়ে প্রভাবশালী তকমার অভিযোগ চিকিৎসক পড়ুয়াদের ৷ এ নিয়ে আন্দোলনে যাওয়ার হুমকি চিকিৎসক পড়ুয়া ও ডাক্তারদের ৷
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ৷ এদিন আন্দোলন করে কলেজের অধ্যক্ষের কাছে শাসক দলের এক ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ জানান হাসপাতালের চিকিৎসক পড়ুয়া ও ডাক্তাররা ৷ তাঁদের অভিযোগ, ওই নেতা যখন-তখন হাসপাতালে ঢুকে যান ৷ ডাক্তারি পড়ুয়াদের পাস না করানোর হুমকি দেন ৷ ভয় দেখান ৷ এমনকী ব়্যাগিংও করেন ৷ পড়ুয়াদের সেই অভিযোগ হাতে পেয়ে ওই নেতার বিরুদ্ধে নোটিশ জারি করেন হাসপাতালের অধ্যক্ষ ৷ নেতার হাসপাতালে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন তিনি ৷ সেই সঙ্গে পড়ুয়াদের আশ্বস্ত করেন, ছাত্রনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ কিন্তু পড়ুয়াদের অভিযোগ 24 ঘণ্টা কাটতে না-কাটতেই বদলে যায় সেই নোটিশ ৷
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, তৃণমূলের ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান মল্লিক এখনও পর্যন্ত মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হাউসস্টাফ হিসেবে কর্মরত ৷ শুধু তাই নয়, ছাত্রনেতা ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও নতুন নির্দেশিকায় সেই বিষয়ে কিছু উল্লেখ নেই ৷ বরং সেখানে বলা হয়েছে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের অভিযোগ 'নট ভেরিফাইড'।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে শাসকদল ঘনিষ্ঠ বেশ কিছু জুনিয়র ডাক্তার মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন ৷ পড়ুয়াদের অভিযোগ, এরপরই তড়িঘড়ি নতুন নির্দেশিকা জারি করা হয় ৷ ঘটনা প্রসঙ্গে আন্দোলনরত এক চিকিৎসক বলেন, "24 ঘণ্টার মধ্যে নোটিশ বদলে যাচ্ছে ৷ এর থেকে বোঝা যায় ওনারা কতটা প্রভাবশালী ৷ তবে এই বিষয়ে এখনই আমরা কোনও মন্তব্য করব না ৷ আলোচনার পর আমরা আমাদের দাবিগুলো ফের জানাব ৷"