কলকাতা, 10 জুন: ফের কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের । প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাসের ঘরের সামনে সোমবার বিক্ষোভ দেখালেন এমসিডিএস সংগঠনের ডাক্তারি পড়ুয়ারা । তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের চেয়ারে বসা তৃণমূল আশ্রিত নেতারা হুমকি দিচ্ছে । পরিবারকে হাতিয়ার করে দেওয়া হচ্ছে হুমকি । তার সঙ্গে ফেল করিয়ে দেওয়ার হুমকিও শোনা যাচ্ছে । অভিযোগের তির মূলত গাইনোকোলজি অধ্যাপক তপন নস্কর এবং সুহেনা সরকারের বিরুদ্ধে ।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ুয়াদের বিক্ষোভ (নিজস্ব ভিডিয়ো) এর পাশাপাশি তাদের এই বিক্ষোভের আরেকটি অন্যতম দাবি হল হস্টেল । তাঁদের কথায়, "কলেজের যে হস্টেলগুলো আছে সেগুলোর অবস্থা খুব খারাপ । স্বর্ণময়ী এবং বিধুমুখী নামক মেয়েদের হস্টেলের এক একটি ঘরের প্রায় 6-7 জন মিলে থাকছে । জলের অবস্থাও ভালো নয় । প্রথম বর্ষের পড়ুয়া ঢুকছে এখন ৷ তাই আমরা বলেছিলাম, অন্য আরেকটি বিল্ডিংয়ের কিছু ফ্লোর মেয়েদের জন্য বরাদ্দ করা হোক । বিক্ষোভকারী এক ডাক্তারি পড়ুয়া জানান, এই সমস্ত বিষয়ের মাঝেই কিছু তৃণমূল আশ্রিত অধ্যাপক জুনিয়র মেয়েদের ভয় দেখাচ্ছে । তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলছে । এমনকি তৃণমূল কংগ্রেসে যোগ দিলে পরীক্ষায় পাশ ফেল নিয়ে ভাবতে হবে না এমন কথাও বলা হচ্ছে ।"এর জেরেই সোমবার দুপুর সাড়ে বারোটা থেকে কলকাতা মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাদের দাবি, যতক্ষণ না অভিযুক্তদের ডেকে এনে কথা বলা হচ্ছে, ততক্ষণ তারা এই বিক্ষোভ তুলবেন না । প্রায় তিন ঘণ্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনও বিক্ষোভ চলছে অধ্যক্ষের ঘরের সামনে ।
জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ ! নেই রোগীদের ভিড়, ফুটবলে মাতলেন পড়ুয়ারা