কলকাতা, 17 ফেব্রুয়ারি: 2024-2025 অর্থবর্ষে 112 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হল কলকাতা কর্পোরেশনে। চলতি অর্থবর্ষে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সামাল দিয়েও আয় বেড়েছে খানিকটা। চলতি বছরের তুলনায় 34 কোটি টাকা ঘাটতির পরিমাণ কমানো গিয়েছে। তবে
লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় বাড়ানো যায়নি বলেই স্বীকার করে নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আয়-ব্যয় নিয়ে যাই দাবি করুক বাজেট ঘাটতি এখনও 100 কোটি টাকার বেশিই থেকে গিয়েছে। শনিবার আগামী অর্থবর্ষের (2024-2025) আনুমানিক 112 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন ফিরহাদ হাকিম।
কলকাতা পৌরনিগমের তথ্য বলছে, গত বাজেটের আনুমানিক ঘাটতির তুলনায় 34 কোটি টাকা কম। শনিবার পেশ হওয়া বাজেটে বলা হয়েছে, আগামী অর্থবর্ষে (2024-25) পাঁচ হাজার 54 কোটি 52 লক্ষ টাকা আনুমানিক আয় হবে বলে ধরা হয়েছে। ব্যয় হবে আনুমানিক পাঁচ হাজার 166 কোটি 52 লক্ষ টাকা বলে ধরা হয়েছে। যার আনুমানিক ঘাটতি হবে 112 কোটি টাকা বলে অনুমান।
চলতি অর্থবর্ষের অর্থাৎ 2023-24-এর জন্য ঘাটতি ধরা হয়েছিল 146 কোটি টাকা। 2022-23 সম্পূর্ণ অর্থবর্ষে সম্পত্তি কর খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল এক হাজার 120 কোটি টাকা। চলতি অর্থবর্ষে (27 জানুয়ারি, 2024 পর্যন্ত হিসেব) ইতিমধ্যেই এক হাজার 68 কোটি টাকা আয় হয়েছে। প্রায় 10 শতাংশ অতিরিক্ত সম্পত্তি কর আদায় করেছে কর্পোরেশন। গত বাজেটে আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তার কাছাকাছি পৌঁছয়নি কলকাতা কর্পোরেশন।
জানা গিয়েছে, লক্ষ্যমাত্রার তুলনায় 659 কোটি টাকা কম আদায় হয়েছে। বাজেট প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম এদিন বলেন, "আয় অনেকটাই বাড়ানো গিয়েছে। বিশেষ করে বিভাগীয় আধিকারিক, কর্মীরা যেভাবে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন বকেয়া সম্পত্তি কর আদায় করেছেন, এছাড়াও আয় বেড়েছে বিল্ডিং, লাইসেন্স, পার্কিং-সহ বেশ কয়েকটি খাতেও। একদিকে যেমন বিভিন্ন খাতে আয় বেশ বেড়েছে, তেমনই নতুন বাজেট বরাদ্দেও খরচের উপর এমবার্গো বা নিষেধাজ্ঞা থেকে গিয়েছে। ঘাটতির প্রভাব যাতে রাতারাতি না পরে পরিষেবায়।"
আরও পড়ুন
কোষাগারে টান, কলকাতা পৌরনিগমের বাজেটে কাটছাঁটের আশঙ্কা
সুস্থ সুকান্ত মজুমদার, হাসপাতাল থেকে ছুটি পেলেন বিজেপির রাজ্য সভাপতি