কলকাতা, 6 ডিসেম্বর: সপ্তাহের শেষে শিয়ালদা শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে ৷ কালীনারায়ণপুর স্টেশনে ইয়ার্ড পুনর্নিমাণের কাজ শুরু করা হবে ৷ সেই কারণে এই শাখায় একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ ৷
রেলের তরফে জানানো হয়েছে, ইয়ার্ড পুনর্নিমাণের জন্য স্টেশনের ফুটব্রিজ ভেঙে দেওয়া হবে ৷ তাই আগামী 7 ডিসেম্বর থেকে এই শাখায় একাধিক ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে ৷
যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে ...
- শিয়ালদা থেকে শান্তিপুর: আপ 31539/ডাউন 31538
- শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন: আপ 31843 / ডাউন 31838
- শিয়ালদহ থেকে লালগোলা: আপ 03191/ ডাউন 03190
8 ডিসেম্বর অর্থাৎ রবিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা...
- রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন: আপ 31721, 31723 / ডাউন 31722
- শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন: আপ 31811/ ডাউন 31812, 31816
- রানাঘাট-শান্তিপুর: আপ 31785/ ডাউন 31788
- রানাঘাট-লালগোলা: আপ 31765/ ডাউন 31768
- শিয়ালদা-শান্তিপুর: আপ 31511/ ডাউন 31514
যে সমস্ত ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে...
- 03171 শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল আগামী 8 ডিসেম্বর নির্ধারিত সময়ের 30 মিনিটে পরে ছাড়বে ।
- 31541 শিয়ালদা-শান্তিপুর ইএমইউ লোকাল আগামী 7 ডিসেম্বর শান্তিপুরের পরিবর্তে রানাঘাটে যাত্রা শেষ করবে ।
- 31512 শান্তিপুর-শিয়ালদা ইএমইউ লোকাল আগামী 8 ডিসেম্বর শান্তিপুরের পরিবর্তে রানাঘাট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ৷
উল্লেখ্য়, দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে প্ল্যাটফর্ম ও লাইনের কাজ শুরু হচ্ছে ৷ সেই কাজের জন্য আগামী 6 ডিসেম্বর থেকে নিয়ন্ত্রণিত করা হবে একাধিক ট্রেনের পরিষেবা ৷ দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানানো হয়েছে ৷ এছাড়াও, 6 ও 7 ডিসেম্বর অর্থাৎ, শুক্র ও শনিবার বেশ কিছু ট্রেন যেমন বাতিল করা হয়েছে ৷ তেমনই একাধিক ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করার কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ৷