ETV Bharat / state

কমিশনের নির্দেশের পরও পড়ে 35 হাজারেরও বেশি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা - ECI on No bailable Case Pending

Election Commission of India: কমিশনের নির্দেশ ছিল নির্বাচনের আগে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা যেন একটাও না থাকে রাজ্যে ৷ কিন্তু শূন্য তো দূর অস্ত, সেই সংখ্যাটা রয়েছে 35 হাজারেরও বেশি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 10:55 PM IST

কলকাতা, 15 মার্চ: নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে একটিও জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ফেলে রাখা যাবে না । নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যগুলিকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল ৷ তবে সূত্র মারফৎ জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে এখন 35 হাজারেরও বেশি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা পড়ে রয়েছে ।

আসন্ন লোকসভা নির্বাচন যাতে সবদিক থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ হয় তাই সবরকম পদক্ষেপ করেছে এবং করছে নির্বাচন কমিশন। রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ আসার আগে এবং পরে হওয়া বিভিন্ন বৈঠকে বারবার নিরাপত্তার বিষয়টি উঠে আসে । বেঞ্চের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, নির্বাচনের আগে বা নির্বাচনের সময় এমন কোনও ব্যক্তিকে রাখা যাবে না যার নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা রয়েছে ৷ এছাড়াও নির্বাচনের সময় অশান্তি সৃষ্টি করতে পারে বলে জেলা প্রশাসনের মনে হওয়া এমন ব্যক্তিকে এলাকায় রাখা যাবে না ।

তাই এই অভিযোগগুলো একেবারে শূন্যে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিককে । তবে সেই দিক থেকে দেখতে গেলে এখনও একাধিক অভিযোগের কোনও মীমাংসা করা হয়নি । মোট সংখ্যার মধ্যে শহর কলকাতায় পড়ে রয়েছে প্রায় সাড়ে তিন হাজারের মতো জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা । তাই ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনের আগের যদি এই অভিযোগগুলি খালি করা না যায় তাহলে নির্বাচনের সময় এলাকাগতভাবে অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ।

যদিও এই রাজ্যের জন্য এখনও পর্যন্ত 920 কোম্পানি কেন্দ্রীয়বাহিনী চাওয়া হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি। গত 15 দিন ধরে দফায় দফায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন জায়গায় প্রবেশ করে কাজ শুরু করে দিয়েছে । তবে একবার নির্ঘণ্ট প্রকাশ হয়েছে গেলে ধীরে ধীরে বাকি বাহিনীও রাজ্যে এসে পৌঁছবে । মনে করা হচ্ছে যে প্রয়োজনে আরও কেন্দ্রীয়বাহিনী চাইতে পারে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় ।

কলকাতা, 15 মার্চ: নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে একটিও জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ফেলে রাখা যাবে না । নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যগুলিকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল ৷ তবে সূত্র মারফৎ জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে এখন 35 হাজারেরও বেশি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা পড়ে রয়েছে ।

আসন্ন লোকসভা নির্বাচন যাতে সবদিক থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ হয় তাই সবরকম পদক্ষেপ করেছে এবং করছে নির্বাচন কমিশন। রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ আসার আগে এবং পরে হওয়া বিভিন্ন বৈঠকে বারবার নিরাপত্তার বিষয়টি উঠে আসে । বেঞ্চের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, নির্বাচনের আগে বা নির্বাচনের সময় এমন কোনও ব্যক্তিকে রাখা যাবে না যার নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা রয়েছে ৷ এছাড়াও নির্বাচনের সময় অশান্তি সৃষ্টি করতে পারে বলে জেলা প্রশাসনের মনে হওয়া এমন ব্যক্তিকে এলাকায় রাখা যাবে না ।

তাই এই অভিযোগগুলো একেবারে শূন্যে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিককে । তবে সেই দিক থেকে দেখতে গেলে এখনও একাধিক অভিযোগের কোনও মীমাংসা করা হয়নি । মোট সংখ্যার মধ্যে শহর কলকাতায় পড়ে রয়েছে প্রায় সাড়ে তিন হাজারের মতো জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা । তাই ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনের আগের যদি এই অভিযোগগুলি খালি করা না যায় তাহলে নির্বাচনের সময় এলাকাগতভাবে অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ।

যদিও এই রাজ্যের জন্য এখনও পর্যন্ত 920 কোম্পানি কেন্দ্রীয়বাহিনী চাওয়া হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি। গত 15 দিন ধরে দফায় দফায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন জায়গায় প্রবেশ করে কাজ শুরু করে দিয়েছে । তবে একবার নির্ঘণ্ট প্রকাশ হয়েছে গেলে ধীরে ধীরে বাকি বাহিনীও রাজ্যে এসে পৌঁছবে । মনে করা হচ্ছে যে প্রয়োজনে আরও কেন্দ্রীয়বাহিনী চাইতে পারে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় ।

আরও পড়ুন :

  1. কেন আইন মেনে কাজ হচ্ছে না ? কমিশনের ফুল বেঞ্চের ভর্ৎসনার মুখে একাধিক জেলাশাসক
  2. ভোটে হিংসা হলে দায় রাজ্য প্রশাসনের, কড়া ব্যবস্থারও হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের
  3. 85 বা তার ঊর্ধ্ব ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেবে নির্বাচন কমিশন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.