কলকাতা, 10 জুলাই: মানিকতলা বিধানসভা কেন্দ্রের 89টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানালেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ৷ এই মর্মে বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এসে স্মারকলিপিও জমা দেন তিনি ৷
তাঁর অভিযোগ, মানিকতলা বিধানসভা কেন্দ্রে সুষ্ঠুভাবে উপনির্বাচন সম্পন্ন হতে দেয়নি শাসক দল। ওই কেন্দ্রের একাধিক বুথে ছাপ্পা ভোট হয়েছে। আর তাই আবারও নির্বাচন করাতে হবে ওই বুথগুলিতে। 89টি বুথে ভোট নিয়ম মেনে হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, গুন্ডারা ভোট লুট করেছে। বাইরে থেকে লোক এলাকায় এনে বসিয়ে রাখা হয়েছিল। এমনকী, বস্তিতেও বহিরাগতরা প্রবেশ করেছিলেন। বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি নিজে বসে থেকে এমনটা করিয়েছেন।
কল্যাণ চৌবে বলেন, "আমি অন্যায়ের প্রতিবাদ করতে গেলে 10 থেকে 12 জন মহিলা আমার দিকে তেড়ে আসেন ৷ আমার উপর আক্রমণ করেন। গাড়ি ভাঙচুর করা হয়। তাই আমার মনে হয় ভোট করার দরকারই নেই। বিনা প্রতিদ্বন্ধিতায় শাসক দকের প্রার্থীকে জিতিয়ে দেওয়া হোক। সরকারের কোটি কোটি টাকা বেঁচে যাবে। মধ্যযুগীয় বর্বরতা চলছে এই রাজ্য। নির্বাচনই হয়নি আজ থেকে 50 বছর পরেও ইতিহাসের পাতা যদি উলটে দেখা হয় তাহলে আমি যে অন্যায়ের বিরোধিতা করেছিলাম সেই 'রেকর্ড'টা থেকে যাবে । ভোটের পর আমি হতাশ নই। আমি আজ শুধু দেখিয়ে দিলাম যে রাজার গায়ে কাপড় নেই। উলঙ্গ রাজা-কে দেখানোর কাজটা করলাম। একটা প্রার্থীকে পিস্তল দিয়ে ভয় দেখানো হয়েছে। কোথায় গণতন্ত্র?"
পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তোষজনক প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী ৷ তিনি অভিযোগ করে জানা, অনেক জায়গায় বিজেপির পোলিং এজেন্টকে বেরোতে দেওয়া হয়নি ৷ হচ্ছে না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক। এইঘটনায় আদালতের দ্বারস্থ হওয়ারও কথা জানিয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।