জলপাইগুড়ি, 13 সেপ্টেম্বর: বৌদিকে অ্যাসিড ছোড়ার ঘটনায় দেওরের 15 বছরের জেল। পাশাপাশি এক লক্ষ টাকা জমিমানা করা হল সাজাপ্রাপ্ত দেওর জয়ন্ত রায়কে । নির্যাতিতা মহিলাকে 5 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ লিগ্যাল এইড সার্ভিসকে । জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক প্রশান্ত সুর শুক্রবার এই নির্দেশ দিয়েছেন। জলপাইগুড়ি জেলায় অ্যাসিড হামলার ঘটনায় অভিযুক্তের 15 বছরের সাজা ঘোষণার ঘটনা এই প্রথম বলে জানা গিয়েছে ।
জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় জানান, পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের জমিদার পাড়ার বাসিন্দা সুশান্ত রায় গত বছর 16 সেপ্টেম্বর তাঁর কাকা জয়ন্ত রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, কাকা তাঁর মা-কে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছেন । এরপর 16 অগস্ট তাঁর মা স্নান করতে গিয়েছিলেন। সে সময় কাকা শৌচাগারে প্রবেশ করেন । মাকে উদ্দেশ্য করে অ্যাসিড ছুড়ে মারেন । তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে পৌঁছন । তাঁরাই আহত মহিলাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রামপঞ্চায়েতে জমিদার পাড়া এলাকায় গৃহবধূ অ্যাসিড হামলার কয়েকমাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফেরেন ।
জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় কোতয়ালি থানায় সাংবাদিক সম্মেলন করে জানান, , লিখিত অভিযোগের পরেই ঘটনার তদন্তে নামেন কোতয়ালি থানার তদন্তকারী অফিসার উপাসনা গুরুং। ঘটনার 72 দিনের মাথায় চার্জশিট দাখিল করেন তদন্তকারী অফিসার । চার্জশিট দাখিলের এক বছরের মধ্যেই ঘটনার বিচার শেষে আজ সাজা ঘোষনা করেন বিচারক । আমরা এক বছরের মধ্যেই নির্যাতিতাকে বিচার পাইয়ে দিয়েছি । তদন্তকারী অফিসারের তদন্ত ভালো করে করতে পেরেছেন বলেই বিচারকের পক্ষে 15 বছরের সাজা ঘোষনা করতে সুবিধা হয়েছে।