ETV Bharat / state

বিশেষভাবে সক্ষম মহিলাকে বিয়ে করে ভিক্ষা করানোর অভিযোগ, গর্ভবতী হয়ে পড়ায় পলাতক যুবক - Fraud With Specially Abled Woman

Fraud With Specially Abled Woman: বিশেষভাবে সক্ষম মহিলাকে বিয়ে করে ভিক্ষা করানোর অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ পরবর্তী সময়ে মহিলা গর্ভবতী হলে, তাঁকে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘটনায় পুলিশের বিরুদ্ধেও এফআইআর দায়ের করার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠেছে ৷

Fraud With Specially Abled Woman
বিশেষভাবে সক্ষম মহিলাকে বিয়ে করে ভিক্ষা করানোর অভিযোগ ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 8:43 PM IST

রায়গঞ্জ, 9 সেপ্টেম্বর: রায়গঞ্জের করণদিঘির বাসিন্দা সাজিরুদ্দিন আলম ৷ বিশেষভাবে সক্ষম এক মহিলাকে বিয়ে করে মুম্বই নিয়ে যান ৷ অভিযোগ, তাঁর আসল উদ্দেশ্য ছিল ওই মহিলাকে দিয়ে ভিক্ষা করানো ৷ তাই মুম্বইয়ে নিয়ে গিয়ে বিশেষভাবে সক্ষম মহিলাকে দিয়ে ভিক্ষা করান সাজিরুদ্দিন ৷ এবার সেই মহিলা গর্ভবতী হয়ে পড়ায় তাঁকে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যুবকরে বিরুদ্ধে ৷

বিশেষভাবে সক্ষম মহিলাকে বিয়ে করে ভিক্ষা করানোর অভিযোগ ৷ (ইটিভি ভারত)

বিশেষভাবে সক্ষম ওই মহিলা এবং তাঁর পরিবার জানিয়েছেন, সাজিরুদ্দিন ওই মহিলার সঙ্গে তিন বছর ধরে প্রেম করছিলেন ৷ গতবছর তাঁকে বিয়ে করার প্রস্তাব দেন সাজিরুদ্দিন ৷ সেই মতো মহিলাকে বিয়ে করে মুম্বই নিয়ে চলে যান ৷ কিন্তু, এরপরেই তাঁর উপর অত্যাচার শুরু হয় বিশেষভাবে সক্ষম ওই মহিলার উপর ৷ অভিযোগ, তাঁকে দিয়ে জোর করে ভিক্ষা করান সাজিরুদ্দিন ৷ ভিক্ষা করতে অস্বীকার করায় মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ বাধ্য হয়ে মহিলা মুম্বইয়ে ভিক্ষা করতেন ৷ তাঁর শারীরিক অক্ষমতার কারণে, লোকজন বেশি টাকাও দিত ভিক্ষায় ৷

কিন্তু, ছ’মাস আগে ওই মহিলা গর্ভবতী হয়ে পড়েন ৷ তিনি গর্ভবতী হতেই অভিযুক্ত সাজিরুদ্দিন সেখান থেকে পালিয়ে যান ৷ সঙ্গে প্রায় 3 লক্ষ টাকা নিয়ে গিয়েছে বলে ওই মহিলা অভিযোগ করেছেন ৷ তিনি অভিযোগ করেছেন, তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছেন সাজিরুদ্দিন ৷ মুম্বইয়ে সাজিরুদ্দিনকে বিভিন্ন জায়গায় খোঁজেন তিনি ৷ কিন্তু, তাঁর খোঁজ না-পেয়ে বাড়িতে ভাই ও মাকে জানান বিশেষভাবে সক্ষম ওই মহিলা ৷ পরিবারের লোকজন তাঁকে রায়গঞ্জে গ্রামের বাড়িতে ফিরিয়ে আনেন ৷

অন্যদিকে, পুলিশে অভিযোগ জানাতে গিয়েও মহিলাকে হেনস্তার শিকার হতে হয় ৷ তিনি অভিযোগ করেছেন, ভাটোল ফাঁড়িতে তাঁর অভিযোগ যথাযথভাবে লেখা হয়নি ৷ তিনি পড়াশোনা জানেন না-বলে ভাটোল ফাঁড়ির পুলিশ ভুল অভিযোগ দায়ের করেছেন ৷ এনিয়ে একাধিকবার পুলিশ আধিকারিকদের বললেও, তাঁরা কর্ণপাত করেননি বলে অভিযোগ ৷ তার পরেই আজ রায়গঞ্জ পুলিশ জেলার, অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন মহিলা ৷

এনিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "একটি লিখিত অভিযোগ আমাদের কাছে এসেছে ৷ সেই ভিত্তিতে ভাটোল ফাঁড়ির পুলিশ ওই প্রতিবন্ধী মহিলার বাড়িতে গিয়ে কথা বলবেন ৷" কিন্তু, প্রতারণার শিকার হওয়া মহিলা এবং তাঁর পরিবার প্রশ্ন তুলেছে, যে ভাটোল ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে এফআইআরে ভুল তথ্য লেখার অভিযোগ উঠেছে ৷ সেই ভাটোল ফাঁড়ির পুলিশকে কেন ফের দায়িত্ব দেওয়া হল !

রায়গঞ্জ, 9 সেপ্টেম্বর: রায়গঞ্জের করণদিঘির বাসিন্দা সাজিরুদ্দিন আলম ৷ বিশেষভাবে সক্ষম এক মহিলাকে বিয়ে করে মুম্বই নিয়ে যান ৷ অভিযোগ, তাঁর আসল উদ্দেশ্য ছিল ওই মহিলাকে দিয়ে ভিক্ষা করানো ৷ তাই মুম্বইয়ে নিয়ে গিয়ে বিশেষভাবে সক্ষম মহিলাকে দিয়ে ভিক্ষা করান সাজিরুদ্দিন ৷ এবার সেই মহিলা গর্ভবতী হয়ে পড়ায় তাঁকে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যুবকরে বিরুদ্ধে ৷

বিশেষভাবে সক্ষম মহিলাকে বিয়ে করে ভিক্ষা করানোর অভিযোগ ৷ (ইটিভি ভারত)

বিশেষভাবে সক্ষম ওই মহিলা এবং তাঁর পরিবার জানিয়েছেন, সাজিরুদ্দিন ওই মহিলার সঙ্গে তিন বছর ধরে প্রেম করছিলেন ৷ গতবছর তাঁকে বিয়ে করার প্রস্তাব দেন সাজিরুদ্দিন ৷ সেই মতো মহিলাকে বিয়ে করে মুম্বই নিয়ে চলে যান ৷ কিন্তু, এরপরেই তাঁর উপর অত্যাচার শুরু হয় বিশেষভাবে সক্ষম ওই মহিলার উপর ৷ অভিযোগ, তাঁকে দিয়ে জোর করে ভিক্ষা করান সাজিরুদ্দিন ৷ ভিক্ষা করতে অস্বীকার করায় মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ বাধ্য হয়ে মহিলা মুম্বইয়ে ভিক্ষা করতেন ৷ তাঁর শারীরিক অক্ষমতার কারণে, লোকজন বেশি টাকাও দিত ভিক্ষায় ৷

কিন্তু, ছ’মাস আগে ওই মহিলা গর্ভবতী হয়ে পড়েন ৷ তিনি গর্ভবতী হতেই অভিযুক্ত সাজিরুদ্দিন সেখান থেকে পালিয়ে যান ৷ সঙ্গে প্রায় 3 লক্ষ টাকা নিয়ে গিয়েছে বলে ওই মহিলা অভিযোগ করেছেন ৷ তিনি অভিযোগ করেছেন, তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছেন সাজিরুদ্দিন ৷ মুম্বইয়ে সাজিরুদ্দিনকে বিভিন্ন জায়গায় খোঁজেন তিনি ৷ কিন্তু, তাঁর খোঁজ না-পেয়ে বাড়িতে ভাই ও মাকে জানান বিশেষভাবে সক্ষম ওই মহিলা ৷ পরিবারের লোকজন তাঁকে রায়গঞ্জে গ্রামের বাড়িতে ফিরিয়ে আনেন ৷

অন্যদিকে, পুলিশে অভিযোগ জানাতে গিয়েও মহিলাকে হেনস্তার শিকার হতে হয় ৷ তিনি অভিযোগ করেছেন, ভাটোল ফাঁড়িতে তাঁর অভিযোগ যথাযথভাবে লেখা হয়নি ৷ তিনি পড়াশোনা জানেন না-বলে ভাটোল ফাঁড়ির পুলিশ ভুল অভিযোগ দায়ের করেছেন ৷ এনিয়ে একাধিকবার পুলিশ আধিকারিকদের বললেও, তাঁরা কর্ণপাত করেননি বলে অভিযোগ ৷ তার পরেই আজ রায়গঞ্জ পুলিশ জেলার, অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন মহিলা ৷

এনিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "একটি লিখিত অভিযোগ আমাদের কাছে এসেছে ৷ সেই ভিত্তিতে ভাটোল ফাঁড়ির পুলিশ ওই প্রতিবন্ধী মহিলার বাড়িতে গিয়ে কথা বলবেন ৷" কিন্তু, প্রতারণার শিকার হওয়া মহিলা এবং তাঁর পরিবার প্রশ্ন তুলেছে, যে ভাটোল ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে এফআইআরে ভুল তথ্য লেখার অভিযোগ উঠেছে ৷ সেই ভাটোল ফাঁড়ির পুলিশকে কেন ফের দায়িত্ব দেওয়া হল !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.