ETV Bharat / state

রাজ্য বাজেট মিটতেই দিল্লিতে মমতা, কার কার সঙ্গে দেখা হবে নেত্রীর? - মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee is going to Delhi: শুক্রবার থেকে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রীর ধরণা কর্মসূচি শুরু হচ্ছে ৷ মনে করা হচ্ছে, রবিবার পর্যন্ত এই ধরণা চলতে পারে। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা হচ্ছে। তারপর রাজ্য বাজেট পেশের পর 7 ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 7:14 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ধরণা, রাজ্য বাজেট এবং লোকসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যেই 7 ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে এই মুহূর্তে বাজেট অধিবেশন চলছে। যদিও তাঁর চূড়ান্ত সফরসূচি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানা যাচ্ছে না। তবে মনে করা হচ্ছে বাজেট অধিবেশনে দলীয় রণকৌশল নিয়ে বৈঠক করতেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিভিন্ন দলের বেশ কয়েকজন নেতার সঙ্গেও দেখা করতে পারেন নেত্রী।

এর আগেও সংসদের অধিবেশন চলাকালীন বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি যেতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে দিল্লি গিয়ে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ পাশাপাশি, জাতীয় স্তরের বিভিন্ন নেতা-নেত্রীর সঙ্গেও বৈঠক হয় তাঁর। এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হল, রাজ্যে বাজেট অধিবেশন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন।

এদিকে শুক্রবার থেকে মুখ্যমন্ত্রীর ধরণা কর্মসূচি রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে শুরু হচ্ছে ৷ মনে করা হচ্ছে রবিবার পর্যন্ত এই ধরণা চলতে পারে। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা হচ্ছে। শোক প্রস্তাব দিয়ে এই অধিবেশন শুরু হবে। সূত্রের খবর ওইদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় যাবেন না। আগামী 6 তারিখ বিধানসভায় উপস্থিত থাকবেন তিনি। রাজ্যে বাজেট পেশের আগে ওইদিন বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। রাজ্যে বাজেট পেশ হওয়ার পরদিনই দিল্লি যাওয়ার কথা মমতার।

প্রত্যেক বারই মমতার দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়। তাও আবার বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে এই সফর হওয়ায় তাৎপর্য বহুগুণ বেড়ে গিয়েছে। দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাদের সাক্ষাৎ হয়, সেদিকেই এই মুহূর্তে নজর রয়েছে রাজনৈতিক মহলের। রাজ্যে একলা চলার বার্তা দিলেও জাতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোট নিয়ে তাঁর অবস্থান, আঞ্চলিক দলগুলোর সঙ্গে তাঁর বোঝাপড়া সবকিছুই এই দিল্লি সফরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিকমহল। আর সেই জায়গা থেকেই গোটা দেশ তাকিয়ে আছে মমতার দিল্লি সফরের দিকে।

আরও পড়ুন

রাহুলের ন্যায় যাত্রায় মানুষের ঢলই কি মমতাকে পদযাত্রায় বাধ্য করল ? প্রশ্ন রাজনৈতিক মহলে

লক্ষ লক্ষ বেকারের চাকরির জন্য ইকোনমিক ফ্রেইট করিডর রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চ, দুই বর্ধমানের সংগঠনিক বৈঠক হতে পারে রাজপথেই

কলকাতা, 1 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ধরণা, রাজ্য বাজেট এবং লোকসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যেই 7 ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে এই মুহূর্তে বাজেট অধিবেশন চলছে। যদিও তাঁর চূড়ান্ত সফরসূচি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানা যাচ্ছে না। তবে মনে করা হচ্ছে বাজেট অধিবেশনে দলীয় রণকৌশল নিয়ে বৈঠক করতেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিভিন্ন দলের বেশ কয়েকজন নেতার সঙ্গেও দেখা করতে পারেন নেত্রী।

এর আগেও সংসদের অধিবেশন চলাকালীন বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি যেতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে দিল্লি গিয়ে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ পাশাপাশি, জাতীয় স্তরের বিভিন্ন নেতা-নেত্রীর সঙ্গেও বৈঠক হয় তাঁর। এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হল, রাজ্যে বাজেট অধিবেশন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন।

এদিকে শুক্রবার থেকে মুখ্যমন্ত্রীর ধরণা কর্মসূচি রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে শুরু হচ্ছে ৷ মনে করা হচ্ছে রবিবার পর্যন্ত এই ধরণা চলতে পারে। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা হচ্ছে। শোক প্রস্তাব দিয়ে এই অধিবেশন শুরু হবে। সূত্রের খবর ওইদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় যাবেন না। আগামী 6 তারিখ বিধানসভায় উপস্থিত থাকবেন তিনি। রাজ্যে বাজেট পেশের আগে ওইদিন বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। রাজ্যে বাজেট পেশ হওয়ার পরদিনই দিল্লি যাওয়ার কথা মমতার।

প্রত্যেক বারই মমতার দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়। তাও আবার বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে এই সফর হওয়ায় তাৎপর্য বহুগুণ বেড়ে গিয়েছে। দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাদের সাক্ষাৎ হয়, সেদিকেই এই মুহূর্তে নজর রয়েছে রাজনৈতিক মহলের। রাজ্যে একলা চলার বার্তা দিলেও জাতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোট নিয়ে তাঁর অবস্থান, আঞ্চলিক দলগুলোর সঙ্গে তাঁর বোঝাপড়া সবকিছুই এই দিল্লি সফরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিকমহল। আর সেই জায়গা থেকেই গোটা দেশ তাকিয়ে আছে মমতার দিল্লি সফরের দিকে।

আরও পড়ুন

রাহুলের ন্যায় যাত্রায় মানুষের ঢলই কি মমতাকে পদযাত্রায় বাধ্য করল ? প্রশ্ন রাজনৈতিক মহলে

লক্ষ লক্ষ বেকারের চাকরির জন্য ইকোনমিক ফ্রেইট করিডর রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চ, দুই বর্ধমানের সংগঠনিক বৈঠক হতে পারে রাজপথেই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.