ETV Bharat / state

ধর্ষণের শাস্তি 10 দিনেই ফাঁসি ! আইন তৈরিতে বিধানসভার অধিবেশন ডাকছেন মমতা - Mamata Banerjee

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 2:30 PM IST

Updated : Aug 28, 2024, 8:33 PM IST

Mamata Banerjee: বুধবার ছিল টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে ধর্ষণ রুখতে কড়া আইন তৈরির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ জানালেন, 10 দিনের মধ্যে ধর্ষণে দোষীকে ফাঁসি দিতে আইন তৈরিতে পরের সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকছেন ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্য়ায় (ফাইল ছবি)

কলকাতা, 28 অগস্ট: ধর্ষণ রুখতে কড়া আইন তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে তিনি এই বার্তা দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘রাজ্যের হাতে ক্ষমতা নেই । ক্ষমতা থাকলে আমি আইন করে দিতাম । দশদিনের মধ্যে ফাঁসি । পরের সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব ৷ আমরা ফাঁসির সংস্থান রেখে আইন করব । রাজ্যপালকে সই করতে হবে । রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দায় সারলে হবে না ।’’

এ দিন কলকাতার মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয় ৷ সেখানেই তিনি আরজি করের ঘটনায় আরও একবার ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসির দাবিতে সরব হন ৷ ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার জন্য কেন্দ্রকে উদ্যোগ নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি ।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আরজি করের ঘটনায় আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে অপরাধীর ফাঁসি নিশ্চিত করতে । আগামীতেও আমি ধর্ষণের ঘটনায় ফাঁসি চাইব । কামদুনির ঘটনাতেও আমরা ফাঁসিই চেয়েছিলাম । দু’জনের যাবজ্জীবন হয়েছিল । হাইকোর্টের রায়ে অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয় । হাইকোর্ট থেকে তারা ছাড়া পেয়ে গিয়েছে ।’’

এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলাম । প্রধানমন্ত্রী আমাকে দণ্ড সংহিতা দেখাচ্ছেন । রাজ্যের হাতে পাওয়ার নেই । রাজ্যের হাতে ক্ষমতা থাকলে আমি সাতদিনে আইন করে দেব, যারা ধর্ষণ করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি । আর কিচ্ছু নয় । এই একটা কাজ করলেই সব ঠান্ডা হয়ে যাবে । যারা দুর্বৃত্ত, তারা সবাই ঠান্ডা হয়ে যাবে ।’’

তার পরই তিনি বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণ রুখতে কড়া আইন তৈরিতে বিধানসভার অধিবেশনের ডাকার কথা বলেন ৷ পাশাপাশি এই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও হুঁশিয়ারি দেন তিনি ৷ মমতা বলেন, ‘‘এই বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠাব । আমি জানি রাজাবাবু কিছু করবেন না । তিনি কিছু না করলে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবেন ঘণ্টার পর ঘণ্টা । এই বিল সই করতে হবে । রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না ।’’

পরে এই নিয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘ভারতে এখন যে আইন আছে, সেখানে মৃত্যুদণ্ড দেওয়ার কথাই বলা আছে ৷ আমি জানি না বিধানসভা কোনও আইন পাশ করতে পারে কি না ! যতদূর আমার জানা আছে, আইন পাশ করতে হলে, তা লোকসভা ও রাজ্যসভায় পাশ করাতে হবে ৷ কিন্তু কে আইনের প্রয়োগ করছে, তার উপর নির্ভর করে সেই আইন কতটা ধারালো বা তুখোড় ৷ ...আমার প্রশ্ন, কামদুনি কাণ্ডে আপনার (মমতা বন্দ্যোপাধ্য়ায়) পুলিশ কেন নির্যাতিতাকে বিচার দিতে পারেনি ?... লোককে আর কত বোকা বানাবেন ?’’

কলকাতা, 28 অগস্ট: ধর্ষণ রুখতে কড়া আইন তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে তিনি এই বার্তা দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘রাজ্যের হাতে ক্ষমতা নেই । ক্ষমতা থাকলে আমি আইন করে দিতাম । দশদিনের মধ্যে ফাঁসি । পরের সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব ৷ আমরা ফাঁসির সংস্থান রেখে আইন করব । রাজ্যপালকে সই করতে হবে । রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দায় সারলে হবে না ।’’

এ দিন কলকাতার মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয় ৷ সেখানেই তিনি আরজি করের ঘটনায় আরও একবার ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসির দাবিতে সরব হন ৷ ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার জন্য কেন্দ্রকে উদ্যোগ নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি ।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আরজি করের ঘটনায় আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে অপরাধীর ফাঁসি নিশ্চিত করতে । আগামীতেও আমি ধর্ষণের ঘটনায় ফাঁসি চাইব । কামদুনির ঘটনাতেও আমরা ফাঁসিই চেয়েছিলাম । দু’জনের যাবজ্জীবন হয়েছিল । হাইকোর্টের রায়ে অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয় । হাইকোর্ট থেকে তারা ছাড়া পেয়ে গিয়েছে ।’’

এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলাম । প্রধানমন্ত্রী আমাকে দণ্ড সংহিতা দেখাচ্ছেন । রাজ্যের হাতে পাওয়ার নেই । রাজ্যের হাতে ক্ষমতা থাকলে আমি সাতদিনে আইন করে দেব, যারা ধর্ষণ করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি । আর কিচ্ছু নয় । এই একটা কাজ করলেই সব ঠান্ডা হয়ে যাবে । যারা দুর্বৃত্ত, তারা সবাই ঠান্ডা হয়ে যাবে ।’’

তার পরই তিনি বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণ রুখতে কড়া আইন তৈরিতে বিধানসভার অধিবেশনের ডাকার কথা বলেন ৷ পাশাপাশি এই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও হুঁশিয়ারি দেন তিনি ৷ মমতা বলেন, ‘‘এই বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠাব । আমি জানি রাজাবাবু কিছু করবেন না । তিনি কিছু না করলে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবেন ঘণ্টার পর ঘণ্টা । এই বিল সই করতে হবে । রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না ।’’

পরে এই নিয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘ভারতে এখন যে আইন আছে, সেখানে মৃত্যুদণ্ড দেওয়ার কথাই বলা আছে ৷ আমি জানি না বিধানসভা কোনও আইন পাশ করতে পারে কি না ! যতদূর আমার জানা আছে, আইন পাশ করতে হলে, তা লোকসভা ও রাজ্যসভায় পাশ করাতে হবে ৷ কিন্তু কে আইনের প্রয়োগ করছে, তার উপর নির্ভর করে সেই আইন কতটা ধারালো বা তুখোড় ৷ ...আমার প্রশ্ন, কামদুনি কাণ্ডে আপনার (মমতা বন্দ্যোপাধ্য়ায়) পুলিশ কেন নির্যাতিতাকে বিচার দিতে পারেনি ?... লোককে আর কত বোকা বানাবেন ?’’

Last Updated : Aug 28, 2024, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.