কলকাতা, 19 ফেব্রুয়ারি: আধার কার্ড বাতিলের ইস্যুতে কেন্দ্রের বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, আধার কার্ড বাতিল করা আসলে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত । তাই এই নিয়ে যাতে বাংলার মানুষকে কোনও হয়রানির মুখে পড়তে না হয়, তার জন্য একটি পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রী আধার হারানো সাধারণ মানুষকে দ্রুত এখানে রেজিস্ট্রেশনের আবেদন করেছেন ৷
সোমবার নবান্নে আধার ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখান থেকেই তিনি এই ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হন তিনি ৷ মুখ্যমন্ত্রী জানান, আগামিকাল মঙ্গলবার থেকে এই সমস্যা সমাধানে পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার ৷ সাধারণ মানুষকে ভয় না পেয়ে সরাসরি সরকারের কাছে আসার কথাও বলেছেন তিনি ৷ একই সঙ্গে জানিয়েছেন, প্রয়োজনে আধার হারানো মানুষদের সাহায্যের জন্য আলাদা কার্ড দেওয়া হবে ।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আধার কার্ড বাতিল হয়েছে তারা দ্রুত এই গ্রিভান্স পোর্টালে নাম লেখান ৷ আপনাদের সাহায্য করবো আমরা৷ কোনোভাবেই আপনাদের লক্ষ্মীর ভান্ডার, রেশন বন্ধ হবে না । কিছু অসুবিধা ব্যাংকের ক্ষেত্রে হতে পারে । কাটিয়ে ওঠার চেষ্টা করব আমরা ।’’
এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাও উপস্থিত ছিলেন ৷ ওই সাংবাদিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী এভাবে আধার কার্ড বাতিলের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাঁর দাবি, নির্বাচনের আগে সরকারকে না জানিয়ে এই পদক্ষেপ আসলে বিজেপির রাজনৈতিক কৌশল । তিনি জানান, প্রয়োজনে আধার বাতিল প্রসঙ্গে ভারতের নির্বাচন কমিশনেও দল পাঠাবেন তিনি । এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি লিখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রের এই পদক্ষেপের মধ্যেই এনআরসির ছায়া দেখছেন বলে জানিয়েছেন । তাঁর কথায়, ‘‘বাংলায় এনআরসি হতে দেব না । কোনোভাবেই বাংলায় ডিটেনশন ক্যাম্প তৈরি হবে না ।’’
নাগরিকত্ব ইস্যুতে এ দিন বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর বক্তব্য, ‘‘নির্বাচনের আগে যাঁরা মতুয়াদের বলেছিলেন নাগরিকত্ব দেওয়া হবে । এখন আধার কার্ড কেড়ে নিয়ে তাঁদেরই নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে ৷ এটা কি মতুয়াদের অপমান নয় ? আসলে সবকিছুর মধ্যেই একটা নোংরা খেলা চলছে ৷ যত অত্যাচার দলিত, পিছিয়ে পড়া শ্রেণী ও সংখ্যালঘুদের উপর ।’’
বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এবার মতুয়া, তফসিলি, সংখ্যালঘু ভাইবোনেরা বুঝতে পারছেন ওদের প্ল্যানটা কি ? আমরা এখানে এসব বরদাস্ত করব না । জায়গাটা বাংলা । মানুষকে বঞ্চিত যাতে না করা হয়, তার জন্য যা করার আমি করব ।’’
আরও পড়ুন: