ETV Bharat / state

সোমবার বিকেল 5টায় আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের সময় দিলেন মুখ্যমন্ত্রী

জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহারের আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নে 10 প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার প্রস্তাব তাঁর ৷

CM TALKS TO JUNIOR DOCTORS
অনশন প্রত্যাহার করলে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার প্রস্তাব ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2024, 3:11 PM IST

Updated : Oct 19, 2024, 7:08 PM IST

কলকাতা, 19 অক্টোবর: অনশনকারী চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দ্রুত অনশন প্রত্যাহারের আবেদন করেছেন তিনি ৷ সেই সঙ্গে আগামী সোমবার বিকেল 5টায় নবান্নে জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য ডেকেছেন মমতা ৷ 10 জনের প্রতিনিধি দলকে সেই বৈঠকে থাকার জন্য বলেছেন তিনি ৷

উল্লেখ্য, অনশনের 15 তম দিনে শনিবার দুপুর 2টো নাগাদ মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ধর্মতলায় অনশন মঞ্চে উপস্থিত হন ৷ সেখানে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের সঙ্গে তাঁরা দীর্ঘক্ষণ আলোচনা করেন ৷ তাঁদের সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় ৷ তারপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের ফোনে কথা বলিয়ে দেন মুখ্যসচিব ৷

জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের স্বাস্থ্য নিয়ে রাজ্য সরকার উদ্বিগ্ন ৷ সরকার আপনাদের পাশেই রয়েছে। অধিকাংশ দাবি সরকার মেনে নিয়েছে, এই অবস্থায় আপনারা অনশন তুলে নিন ।" এ দিন মুখ্যসচিবের সঙ্গে কোনোভাবেই তাঁদের দাবি-দাওয়া নিয়ে আলোচনায় রাজি হননি জুনিয়র ডাক্তাররা ৷ ফোনেই তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সামনাসামনি আলোচনা করতে চান ৷ আলোচনা করে দাবি মানা হলে, তবেই অনশন প্রত্যাহার করা হবে ৷

মুখ্যমন্ত্রী তাঁদের এই দাবিও মেনে নেন ৷ প্রথমে মঙ্গলবার আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের সময় দিলেও, পরবর্তীতে সোমবার বিকেল পাঁচটায় নবান্নে এই বৈঠকের জন্য সময় নির্ধারিত হয় ৷ ফোনে মুখ্যমন্ত্রী জানান, "আপনারা সময় দিয়ে দু’ঘণ্টার জন্য আসবেন ৷ এই আলোচনা 3-4 ঘণ্টা ধরে চলবে এমনটা হতে পারে না ৷ যদি আলোচনা চান, সোমবার 10 জন প্রতিনিধিকে নিয়ে নবান্নে আসুন ৷"

মুখ্যমন্ত্রী যখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে ফোনে আলোচনা করছিলেন, তখন আন্দোলনকারীদের মঞ্চ থেকে 'উই ডিমান্ড জাস্টিস' স্লোগান ওঠে ৷ যদিও সেসব উপেক্ষা করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা ভাববেন না, আমি কোনও পজিশনে আছি ৷ দিদি হিসেবে অনুরোধ করছি, অনশন তুলে নেওয়ার জন্য ৷" মুখ্যমন্ত্রী চেয়েছিলেন অনশন উঠলেই আলোচনা হবে ৷ কিন্তু, জুনিয়র ডাক্তাররা তা মেনে নেননি ৷

জুনিয়র ডাক্তারদের অন্যতম প্রধান দাবি ছিল, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ ৷ তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারীরা ৷ যদিও, এক্ষেত্রে কঠোর অবস্থান নিতে দেখা গেল মমতাকে ৷ তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, "যদি স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ আসে, নিশ্চয়ই তদন্ত হবে ৷ কিন্তু, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যদি ক্রমাগত বলা হয়, এই করতে হবে, ওই করতে হবে, সেটা মেনে নেওয়া সম্ভব নয় ৷"

এ দিন ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টিও উঠে আসে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের ফোনালাপে ৷ সেখানে জুনিয়র ডাক্তারদের কাছ থেকে চার মাস সময় চেয়ে নিয়েছেন মমতা ৷ যেহেতু এই মুহূর্তে উৎসব চলছে, সামনে উপনির্বাচন রয়েছে ৷ একই সঙ্গে একাধিক পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে ৷ সেই জায়গা থেকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সময় চেয়ে নেন তিনি ৷

মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তায় সিভিক ভলান্টিয়ার সরানো দাবিও তোলেন জুনিয়র ডাক্তাররা ৷ শুধুমাত্র পুলিশকর্মী হাসপাতালগুলির নিরাত্তায় নিয়োগের দাবি জানানো হয় ৷ এ নিয়ে মমতা জানান, আদালতে ওবিসি নিয়ে মামলা ঝুলে থাকায় পুলিশ ও অন্যান্য নিয়োগগুলি আটকে রয়েছে ৷ সেজন্য সমস্ত হাসপাতালে নিরাপত্তায় শুধুমাত্র পুরুষ ও মহিলা পুলিশ নিয়োগের দাবি নিয়েও সময় চেয়েছেন মমতা ৷

মোটের উপর এ দিন রাজ্য সরকারের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের অনশন তোলার চেষ্টা করা হয় ৷ তবে, তা সফল হয়নি ৷ জুনিয়র ডাক্তারদের দাবি একটাই, মুখ্যমন্ত্রীকে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে ৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের সোমবার বিকেল পাঁচটায় নবান্নে বৈঠকের জন্য সময় বেঁধে দিয়েছেন। এখন দেখার সেই বৈঠকে সমস্যার সমাধান হয় কি না !

মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে 10 দফা দাবি নিয়ে আলোচনা শেষে জুনিয়র ডক্টরস ফ্রন্ট বৈঠকে বসে ৷ সেই বৈঠক শেষে ফ্রন্টের সদস্য আশফাকুল্লা নাইয়া প্রশ্ন তুলেছেন, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের দশ দফা দাবি সম্পর্কে অবগত ছিলেন না ? তাঁদের বক্তব্য, জুনিয়র ডাক্তারদের দশ দফা দাবিগুলি অনশন মঞ্চে আসা সকলের জানা ৷ সেখানে মুখ্যমন্ত্রী কাছে সেই দাবি না-পৌঁছানোর অর্থ, দু’তরফে বোঝাপড়ার অভাব ৷ পাশাপাশি, জুনিয়র ডাক্তারদের রবিবার এবং সোমবারের ঘোষিত কর্মসূচি পালন করা হবে ৷

কলকাতা, 19 অক্টোবর: অনশনকারী চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দ্রুত অনশন প্রত্যাহারের আবেদন করেছেন তিনি ৷ সেই সঙ্গে আগামী সোমবার বিকেল 5টায় নবান্নে জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য ডেকেছেন মমতা ৷ 10 জনের প্রতিনিধি দলকে সেই বৈঠকে থাকার জন্য বলেছেন তিনি ৷

উল্লেখ্য, অনশনের 15 তম দিনে শনিবার দুপুর 2টো নাগাদ মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ধর্মতলায় অনশন মঞ্চে উপস্থিত হন ৷ সেখানে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের সঙ্গে তাঁরা দীর্ঘক্ষণ আলোচনা করেন ৷ তাঁদের সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় ৷ তারপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের ফোনে কথা বলিয়ে দেন মুখ্যসচিব ৷

জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের স্বাস্থ্য নিয়ে রাজ্য সরকার উদ্বিগ্ন ৷ সরকার আপনাদের পাশেই রয়েছে। অধিকাংশ দাবি সরকার মেনে নিয়েছে, এই অবস্থায় আপনারা অনশন তুলে নিন ।" এ দিন মুখ্যসচিবের সঙ্গে কোনোভাবেই তাঁদের দাবি-দাওয়া নিয়ে আলোচনায় রাজি হননি জুনিয়র ডাক্তাররা ৷ ফোনেই তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সামনাসামনি আলোচনা করতে চান ৷ আলোচনা করে দাবি মানা হলে, তবেই অনশন প্রত্যাহার করা হবে ৷

মুখ্যমন্ত্রী তাঁদের এই দাবিও মেনে নেন ৷ প্রথমে মঙ্গলবার আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের সময় দিলেও, পরবর্তীতে সোমবার বিকেল পাঁচটায় নবান্নে এই বৈঠকের জন্য সময় নির্ধারিত হয় ৷ ফোনে মুখ্যমন্ত্রী জানান, "আপনারা সময় দিয়ে দু’ঘণ্টার জন্য আসবেন ৷ এই আলোচনা 3-4 ঘণ্টা ধরে চলবে এমনটা হতে পারে না ৷ যদি আলোচনা চান, সোমবার 10 জন প্রতিনিধিকে নিয়ে নবান্নে আসুন ৷"

মুখ্যমন্ত্রী যখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে ফোনে আলোচনা করছিলেন, তখন আন্দোলনকারীদের মঞ্চ থেকে 'উই ডিমান্ড জাস্টিস' স্লোগান ওঠে ৷ যদিও সেসব উপেক্ষা করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা ভাববেন না, আমি কোনও পজিশনে আছি ৷ দিদি হিসেবে অনুরোধ করছি, অনশন তুলে নেওয়ার জন্য ৷" মুখ্যমন্ত্রী চেয়েছিলেন অনশন উঠলেই আলোচনা হবে ৷ কিন্তু, জুনিয়র ডাক্তাররা তা মেনে নেননি ৷

জুনিয়র ডাক্তারদের অন্যতম প্রধান দাবি ছিল, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ ৷ তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারীরা ৷ যদিও, এক্ষেত্রে কঠোর অবস্থান নিতে দেখা গেল মমতাকে ৷ তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, "যদি স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ আসে, নিশ্চয়ই তদন্ত হবে ৷ কিন্তু, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যদি ক্রমাগত বলা হয়, এই করতে হবে, ওই করতে হবে, সেটা মেনে নেওয়া সম্ভব নয় ৷"

এ দিন ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টিও উঠে আসে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের ফোনালাপে ৷ সেখানে জুনিয়র ডাক্তারদের কাছ থেকে চার মাস সময় চেয়ে নিয়েছেন মমতা ৷ যেহেতু এই মুহূর্তে উৎসব চলছে, সামনে উপনির্বাচন রয়েছে ৷ একই সঙ্গে একাধিক পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে ৷ সেই জায়গা থেকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সময় চেয়ে নেন তিনি ৷

মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তায় সিভিক ভলান্টিয়ার সরানো দাবিও তোলেন জুনিয়র ডাক্তাররা ৷ শুধুমাত্র পুলিশকর্মী হাসপাতালগুলির নিরাত্তায় নিয়োগের দাবি জানানো হয় ৷ এ নিয়ে মমতা জানান, আদালতে ওবিসি নিয়ে মামলা ঝুলে থাকায় পুলিশ ও অন্যান্য নিয়োগগুলি আটকে রয়েছে ৷ সেজন্য সমস্ত হাসপাতালে নিরাপত্তায় শুধুমাত্র পুরুষ ও মহিলা পুলিশ নিয়োগের দাবি নিয়েও সময় চেয়েছেন মমতা ৷

মোটের উপর এ দিন রাজ্য সরকারের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের অনশন তোলার চেষ্টা করা হয় ৷ তবে, তা সফল হয়নি ৷ জুনিয়র ডাক্তারদের দাবি একটাই, মুখ্যমন্ত্রীকে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে ৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের সোমবার বিকেল পাঁচটায় নবান্নে বৈঠকের জন্য সময় বেঁধে দিয়েছেন। এখন দেখার সেই বৈঠকে সমস্যার সমাধান হয় কি না !

মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে 10 দফা দাবি নিয়ে আলোচনা শেষে জুনিয়র ডক্টরস ফ্রন্ট বৈঠকে বসে ৷ সেই বৈঠক শেষে ফ্রন্টের সদস্য আশফাকুল্লা নাইয়া প্রশ্ন তুলেছেন, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের দশ দফা দাবি সম্পর্কে অবগত ছিলেন না ? তাঁদের বক্তব্য, জুনিয়র ডাক্তারদের দশ দফা দাবিগুলি অনশন মঞ্চে আসা সকলের জানা ৷ সেখানে মুখ্যমন্ত্রী কাছে সেই দাবি না-পৌঁছানোর অর্থ, দু’তরফে বোঝাপড়ার অভাব ৷ পাশাপাশি, জুনিয়র ডাক্তারদের রবিবার এবং সোমবারের ঘোষিত কর্মসূচি পালন করা হবে ৷

Last Updated : Oct 19, 2024, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.