ETV Bharat / state

সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা, আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর - Smriti Irani slams Mamata on CAA

Smriti Irani slams Mamata Banerjee on CAA: ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য মানুষকে ভুল বোঝাচ্ছে মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সিএএ-এর পক্ষে সওয়াল করে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 11:21 AM IST

পূর্বস্থলী, 13 মার্চ: রাজনীতি করার জন্য মানুষকে ভুল বোঝাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ নিয়ে রাজনীতি করছেন তিনি, এমনটাই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর দাবি, মানুষ সিএএ লাগু করার জন্য প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছেন, অথচ ভোট ব্যাংকের রাজনীতি করছেন মমতা। মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জনসভায় যোগ দিয়ে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন স্মৃতি ইরানি ৷ ওইদিন প্রথমে বর্ধমানের বিজেপি জেলা কার্যালয়ে চারটি লোকসভা কেন্দ্রের বিজেপি সভাপতিদের নিয়ে বৈঠক করেন স্মৃতি। পরে পূর্বস্থলীর জনসভায় যোগ দেন কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ বিষয়ক মন্ত্রী।

বিজেপির দলীয় সূত্রে খবর, লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু হতেই ভোট হারানোর ভয় পাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাই তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। সিএএ নিয়ে এতদিন তৃণমূল মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভুল বোঝাচ্ছিল। কিন্তু সিএএ লাগু হওয়ার পর এখন মতুয়ারা উচ্ছ্বাসে ভাসছেন। এদিন স্মৃতি ইরানি বিজেপি জেলা সভাপতিদের এই বিষয়টি নিয়ে মানুষের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

জনসভার পরে স্মৃতি ইরানি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই হিন্দু বিরোধী। ভারতের একটাই লক্ষ্য ছিল বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের হিন্দু সমাজ, শিখ সমাজ-সহ অন্যান্য ধর্মাবলম্বীরা নিজেদের বাঁচাতে এই দেশে শরণার্থী হিসেবে এসেছেন তাদের সম্মানের সঙ্গে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই সংকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস্তবে রূপান্তরিত করেছেন।" স্মৃতির কথায়, "পূর্বস্থলীতেও হিন্দু সমাজের কিছু মানুষ সিএএ লাগু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিবাদন জানিয়েছেন। আর ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ নিয়ে রাজনীতি করছেন তিনি।"

অন্যদিকে, গতকালই কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে, অনুপ্রবেশকারীদের ফেরৎ পাঠানোর জন্য এই আইন তৈরি হয়নি ৷ তাছাড়া এই আইন মুসলিম বিরোধী বলে যে কোনও মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, সেটাও অনুচিৎ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে ৷ সেখানে অমিত শাহের মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে যে, এই আইনের সঙ্গে মুসলিমদের কোনও সম্পর্ক নেই ৷ এতদিন দেশের হিন্দু বা অন্যান্য নাগরিকদের মতো তাঁরা যে সুযোগ-সুবিধা পেতেন, সবই পাবেন ৷ সিএএ কার্যকর হওয়ার ফলে মুসলিমদের নাগরিকত্ব নিয়ে টানাটানি হবে না ৷ এই নিয়ে ভয়ের কিছু নেই ৷

আরও পড়ুন:

  1. সিএএ মুসলিম বিরোধী নয়, ব্যাখ্যা দিল অমিত শাহের মন্ত্রক
  2. সিএএ বিধিতে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ

পূর্বস্থলী, 13 মার্চ: রাজনীতি করার জন্য মানুষকে ভুল বোঝাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ নিয়ে রাজনীতি করছেন তিনি, এমনটাই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর দাবি, মানুষ সিএএ লাগু করার জন্য প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছেন, অথচ ভোট ব্যাংকের রাজনীতি করছেন মমতা। মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জনসভায় যোগ দিয়ে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন স্মৃতি ইরানি ৷ ওইদিন প্রথমে বর্ধমানের বিজেপি জেলা কার্যালয়ে চারটি লোকসভা কেন্দ্রের বিজেপি সভাপতিদের নিয়ে বৈঠক করেন স্মৃতি। পরে পূর্বস্থলীর জনসভায় যোগ দেন কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ বিষয়ক মন্ত্রী।

বিজেপির দলীয় সূত্রে খবর, লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু হতেই ভোট হারানোর ভয় পাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাই তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। সিএএ নিয়ে এতদিন তৃণমূল মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভুল বোঝাচ্ছিল। কিন্তু সিএএ লাগু হওয়ার পর এখন মতুয়ারা উচ্ছ্বাসে ভাসছেন। এদিন স্মৃতি ইরানি বিজেপি জেলা সভাপতিদের এই বিষয়টি নিয়ে মানুষের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

জনসভার পরে স্মৃতি ইরানি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই হিন্দু বিরোধী। ভারতের একটাই লক্ষ্য ছিল বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের হিন্দু সমাজ, শিখ সমাজ-সহ অন্যান্য ধর্মাবলম্বীরা নিজেদের বাঁচাতে এই দেশে শরণার্থী হিসেবে এসেছেন তাদের সম্মানের সঙ্গে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই সংকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস্তবে রূপান্তরিত করেছেন।" স্মৃতির কথায়, "পূর্বস্থলীতেও হিন্দু সমাজের কিছু মানুষ সিএএ লাগু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিবাদন জানিয়েছেন। আর ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ নিয়ে রাজনীতি করছেন তিনি।"

অন্যদিকে, গতকালই কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে, অনুপ্রবেশকারীদের ফেরৎ পাঠানোর জন্য এই আইন তৈরি হয়নি ৷ তাছাড়া এই আইন মুসলিম বিরোধী বলে যে কোনও মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, সেটাও অনুচিৎ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে ৷ সেখানে অমিত শাহের মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে যে, এই আইনের সঙ্গে মুসলিমদের কোনও সম্পর্ক নেই ৷ এতদিন দেশের হিন্দু বা অন্যান্য নাগরিকদের মতো তাঁরা যে সুযোগ-সুবিধা পেতেন, সবই পাবেন ৷ সিএএ কার্যকর হওয়ার ফলে মুসলিমদের নাগরিকত্ব নিয়ে টানাটানি হবে না ৷ এই নিয়ে ভয়ের কিছু নেই ৷

আরও পড়ুন:

  1. সিএএ মুসলিম বিরোধী নয়, ব্যাখ্যা দিল অমিত শাহের মন্ত্রক
  2. সিএএ বিধিতে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.