কলকাতা, 9 জুলাই: তিনদিনের মুম্বই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে সেই অনুযায়ী বৃহস্পতিবার মুম্বই রওনা দেবেন মমতা। আগেই জানা গিয়েছিল, অম্বানির পরিবারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে বিয়ে বাড়িতে উপস্থিত থাকার জন্য ৷ সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এই হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠানের যোগ দেওয়ার পাশাপাশি ইন্ডিয়া জোটের দুই গুরুত্বপূর্ণ সদস্য এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার এবং শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী। 11 তারিখ সন্ধ্যায় উদ্ভব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মমতা। এরপর 12 তারিখ মূল বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু তার আগে কোনও ওই দিনই কোনও একটা একটা সময়ে শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক রয়েছে। অনুষ্ঠানে যোগদান শেষে আগামী 13 জুলাই কলকাতায় ফিরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এখনও পর্যন্ত নবান্ন সূত্রে সেটাই জানানো হয়েছে ৷
তিন দিনের সফরে অম্বানিদের বিবাহ অনুষ্ঠানের পাশাপাশি বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতেও যোগ দিতে দেখা যেতে পারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আগেও দেখা গিয়েছে, বাংলার বাইরে অন্য কোনও অনুষ্ঠানে গেলে এভাবেই মমতা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ।
জানা গিয়েছে, অনন্ত অম্বানির বিয়েতে যোগ দিতে বৃহস্পতিবার মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এবারের সফর তিনদিনের ৷ 12 জুলাই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। অম্বানি পরিবারের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রথম সারির প্রায় সমস্ত রাজনৈতিক নেতা-নেত্রী থেকে শুরু করে বলিউড অভিনেতা অভিনেত্রীরাও ৷ ইতিমধ্যেই প্রাক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান এবং প্রাক্তন সদস্যদের অনেকেই। আর সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে।