কলকাতা, 26 জানুয়ারি: লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই ৷ তার আগে বকেয়া অর্থের ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ফের সক্রিয় হতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ সূত্রের খবর, সাতদিনের মধ্যে 100 দিনের কাজ-সহ রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্র কোনও পদক্ষেপ না করলে সরাসরি আন্দোলনের পথে হাঁটবে রাজ্যের শাসক দল ৷ শুক্রবার ঘনিষ্ঠ মহলে এমন কথাই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
উল্লেখ্য, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে প্রায় একবছর ধরে টালবাহানা চলছে৷ কেন্দ্রের দাবি, বিভিন্ন প্রকল্পের রিপোর্ট পেশে স্বচ্ছতার অভাবে টাকা দেওয়া হচ্ছে না ৷ অন্যদিকে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের দাবি, কেন্দ্র রাজ্যের হকের টাকা দিচ্ছে না ৷ বাংলাকে বঞ্চিত করছে ৷ এই নিয়ে তৃণমূলের তরফে গত বছর একাধিক আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে ৷ রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এই ইস্যুতে ময়দানে নেমেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও ৷ তিনি নিজে সাংসদদের নিয়ে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন ৷ অক্টোবরের শুরুতে দিল্লি গিয়ে ধরনা দেন অভিষেক ৷ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন ৷ দেখা না পেয়ে কলকাতায় এসে রাজভবনের উলটোদিকে ধরনায় বসেন ৷ পরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তিনি এই নিয়ে কথা বলেন ৷
এর পর গত ডিসেম্বর বকেয়া মেটানোর দাবি নিয়ে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ইস্যুতে আগেও মুখ্যমন্ত্রী কথা বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ একাধিকবার চিঠি লিখেছেন ৷ তবে এবারের বৈঠকের পর প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ে বৈঠকের মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে । সম্প্রতি সেই বৈঠক সম্পন্ন হয়েছে । তার পরও বকেয়া নিয়ে এখনও কোনও পদক্ষেপ কেন্দ্র করেনি ৷
তাই আর অপেক্ষা করতে রাজি নন বাংলার মুখ্যমন্ত্রী । রাজ্যকে তাঁর হকের টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে সাতদিন সময় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী সাতদিনের মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 100 দিনের কাজের টাকা দেওয়া না হলে ফের আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস । এ দিন সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজভবনে চা-চক্রে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । সেখানেই ঘনিষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই আন্দোলনের বিষয়টি জানান তিনি ।
প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ইতিমধ্যেই সচিব পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে । রাজ্যের তরফ থেকে যা যা নথির দেওয়ার কথা ছিল, সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে । এক্ষেত্রে নতুন করে রাজ্যের কাছে কোনও কিছু চাহিদা থাকতে পারে না কেন্দ্রীয় সরকারের । আর সেই কারণেই তিনি আর সাতদিন অপেক্ষা করবেন । কোনও ইতিবাচক উত্তর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে না পাওয়া গেলে আবার এই নিয়ে ফের আন্দোলনে নামবে তৃণমূল ।
যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘100 দিনের কাজ নিয়ে মুখ্যমন্ত্রীর কোনও আন্দোলনের দরকার নেই ৷ শুধুমাত্র কেন্দ্রীয় সরকার এই নিয়ে যে হিসাব চাইছে, সেই হিসাবটা দিয়ে দিলেই তো টাকা চলে আসে । সেই হিসাব দেওয়ার পরেও যদি কেন্দ্র টাকা না দেয় আমরাও ওঁর সঙ্গে আন্দোলনে সামিল হব । কেন্দ্রীয় সরকার যদি রাজ্যকে বঞ্চনা করে, রাজ্য সরকারের সঙ্গে বিমাতৃসূলভ আচরণ করে, তাহলে রাজ্যের হয়ে আমরা আন্দোলন করতে প্রস্তুত ।’’
আর সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘ভোটের আগে কিছু টাকা ছাড়া হবে, তা তো কথা হয়ে গিয়েছে । দিল্লি 100 দিনের কাজ নিয়ে যে দুর্নীতি হয়েছে, তার কাগজপত্র প্রকাশ করুক । আর রাজ্য কত টাকা পেল আর কতটা পায়নি, তার শ্বেতপত্র প্রকাশ করুক । সবটাই রাজনীতির খেলার জন্য করা হচ্ছে ৷’’
আরও পড়ুন: