কলকাতা, 9 ডিসেম্বর: রাজ্যে সমবায় ব্যাংকের নির্বাচনেও এবার মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী ৷ এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এদিকে, একযোগে কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনের জেতার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন এই নির্বাচনের জন্য প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে । ভোট সংক্রান্ত যাবতীয় বিষয় দেখাশোনার জন্য তাঁকে দায়িত্ব দিয়েছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আগামী 15 তারিখে সমবায়ের ভোট রয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে । ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করার নির্দেশ দিয়েছে । প্রসঙ্গত, সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ৷ ভোটের সময় বোমাবাজি ও এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে ৷ এই ঘটনার প্রতিবাদে সোমবার থেকে নন্দীগ্রামে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভও দেখানো হয় ৷ এই আবহেই আগামী রবিবার কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষাবলয়ে হতে চলেছে কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে সর্বশক্তি দিয়ে এই নির্বাচনে লড়াইয়ের জন্য নির্দেশ দিয়েছেন । তাঁর বার্তা, যে কোনও মূল্যেই এই নির্বাচন জিততে হবে । দলীয় নেতা কর্মীদের সর্বশক্তি দিয়ে এই ভোট জেতার জন্য ঝাঁপাতে বলেছেন তিনি ।
প্রসঙ্গত, আগামিকালই দিঘা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার আগেই এদিন বিধানসভায় পূর্ব মেদিনীপুরের বিধায়কদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন তিনি । এই বৈঠক থেকেই অখিল গিরি-সহ পূর্ব মেদিনীপুরের বিধায়কদের বাড়তি গুরুত্ব দিয়ে এই নির্বাচন লড়াইয়ের বার্তা দিয়েছেন দলনেত্রী ।
সাম্প্রতিক অতীতে বিধানসভা ও লোকসভার বাইরে সমবায় নির্বাচনগুলিকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিচ্ছে দল । সেই কারণেই কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনের ক্ষেত্রে দলনেত্রীর এভাবে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।
প্রসঙ্গত, 10 ডিসেম্বর হেলিকপ্টারে দিঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী । 11 ডিসেম্বর দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করবেন তিনি । সেখানে মন্দিরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিডকো-সহ জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী । পুরীর প্রধান পুরোহিতেরও সেই বৈঠকে থাকার কথা রয়েছে । 12 ডিসেম্বর কলকাতায় ফিরবেন তিনি । কাজেই শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনের আগে তাঁর এই সফরে দলীয় কর্মীদের জন্য দলনেত্রীর বিশেষ নির্দেশ থাকবে বলে মনে করা হচ্ছে ৷