ETV Bharat / state

মঞ্চে ছিঁড়ল হাওয়াই চটি, সেফটিপিন দিয়ে আবার পথে মমতা - Mamata Banerjee - MAMATA BANERJEE

Mamata Banerjee: শুক্রবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের গজাশিমূলে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখানেই তাঁর পায়ের হাওয়াই চটি ছিঁড়ে যায় ৷ মুখ্যমন্ত্রী সেফটিপিন দিয়ে তা সারিয়ে নেন নিজেই ৷

Mamata Banerjee
মঞ্চে হাওয়াই চটি ঠিক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 6:11 PM IST

মঞ্চে ছিঁড়ল হাওয়াই চটি, সেফটিপিন দিয়ে আবার পথে মমতা (ইটিভি ভারত)

ঝাড়গ্রাম, 17 মে: হাওয়াই চটি ৷ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পায়ে যা সারা বছরই দেখা যায় ৷ বাংলার প্রান্তিক জেলা থেকে বিদেশ-বিভূঁই, সব জায়গাতেই তিনি হাওয়াই চটি পরেই যান ৷ সেই হাওয়াই চটিই ছিঁড়ে গেল নির্বাচনী প্রচারের মাঝে ৷

শুক্রবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের গজাশিমূলে ৷ এ দিন সেখানেই নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ভাষণ দেওয়ার পর দেখা যায় যে তাঁর পায়ের হাওয়াই চটিটি ছিঁড়ে গিয়েছে ৷

Mamata Banerjee
মঞ্চে হাওয়াই চটি ঠিক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ (নিজস্ব চিত্র)

ঘটনাটি সামনে আসার পর মঞ্চে রীতিমতো ব্যস্ততা বেড়ে যায় তৃণমূল নেতা-নেত্রীদের মধ্যে ৷ অনেকে মমতাকে বিকল্প জুতো পরার কথা বলেন ৷ মন্ত্রী বীরবাহা হাঁসদা নিজের জুতোই এগিয়ে দিতে চান তিনি ৷

Mamata Banerjee
মঞ্চে হাওয়াই চটি ঠিক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ (নিজস্ব চিত্র)

কিন্তু মমতা কারও থেকে জুতো নিতে চাননি ৷ বরং সেফটিপিন দিয়ে হাওয়াই চটি মেরামত করে নেন ৷ মঞ্চে বসেই নিজের কাছে থাকা সেফটিপিন দিয়ে হাওয়াই চটি ঠিক করে নেন তিনি ৷ তার পরই ওই হাওয়াই চটি পরেই তিনি মঞ্চে শিল্পীদের নৃত্য়ে পা মেলান ৷ বাদ্য়যন্ত্র বাজিয়ে দেখেন ৷ তার পর ছেঁড়া চটি পরেই পরবর্তী সভার জন্য রওনা দেন ৷

Mamata Banerjee
মঞ্চে হাওয়াই চটি ঠিক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ (নিজস্ব চিত্র)

যা দেখে আপ্লুত সাধারণ মানুষ থেকে তৃণমূলের নেতানেত্রীরাও ৷ মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘‘হঠাৎ করে আমরা দেখতে পাই যে ওঁর চটি ছিঁড়ে গিয়েছে ৷ সেফটিপিন দিয়ে ঠিক করে উনি সেই চটি পরেই চলে গেলেন ৷ এর জন্য আমরা গর্বিত ৷’’ বিজেপির নেতাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে কি তাঁরা এমন করতেন, সেই প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন বীরবাহা ৷

অন্যদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক রবীন টুডু বলেন, ‘‘নিচুস্তরের নেতারা যখন হাইফাই পোশাক পরে ঘোরেন, সেখানে দিদি হাওয়াই চটি পরে মিটিং করলেন ৷ ছিঁড়ে যাওয়ার পর সেটা নিজের মতো করে মেরামত করলেন ৷ তার পর সেটা পরেই চলে গেলেন ৷’’

আরও পড়ুন:

  1. ‘বড় চোর’ বিজেপির তৈরি সিএএ বাতিল হবে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে, ঘোষণা মমতার
  2. লোকসভা ভোটের শেষ বেলায় জোড়া মহামিছিল মমতার, অপেক্ষায় উত্তর-দক্ষিণ কলকাতা
  3. ইন্ডিয়া জোটেই আছি, থাকব ! 'বাইরে থেকে সমর্থন' তত্ত্ব সরিয়ে অন্য সুর মমতার

মঞ্চে ছিঁড়ল হাওয়াই চটি, সেফটিপিন দিয়ে আবার পথে মমতা (ইটিভি ভারত)

ঝাড়গ্রাম, 17 মে: হাওয়াই চটি ৷ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পায়ে যা সারা বছরই দেখা যায় ৷ বাংলার প্রান্তিক জেলা থেকে বিদেশ-বিভূঁই, সব জায়গাতেই তিনি হাওয়াই চটি পরেই যান ৷ সেই হাওয়াই চটিই ছিঁড়ে গেল নির্বাচনী প্রচারের মাঝে ৷

শুক্রবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের গজাশিমূলে ৷ এ দিন সেখানেই নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ভাষণ দেওয়ার পর দেখা যায় যে তাঁর পায়ের হাওয়াই চটিটি ছিঁড়ে গিয়েছে ৷

Mamata Banerjee
মঞ্চে হাওয়াই চটি ঠিক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ (নিজস্ব চিত্র)

ঘটনাটি সামনে আসার পর মঞ্চে রীতিমতো ব্যস্ততা বেড়ে যায় তৃণমূল নেতা-নেত্রীদের মধ্যে ৷ অনেকে মমতাকে বিকল্প জুতো পরার কথা বলেন ৷ মন্ত্রী বীরবাহা হাঁসদা নিজের জুতোই এগিয়ে দিতে চান তিনি ৷

Mamata Banerjee
মঞ্চে হাওয়াই চটি ঠিক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ (নিজস্ব চিত্র)

কিন্তু মমতা কারও থেকে জুতো নিতে চাননি ৷ বরং সেফটিপিন দিয়ে হাওয়াই চটি মেরামত করে নেন ৷ মঞ্চে বসেই নিজের কাছে থাকা সেফটিপিন দিয়ে হাওয়াই চটি ঠিক করে নেন তিনি ৷ তার পরই ওই হাওয়াই চটি পরেই তিনি মঞ্চে শিল্পীদের নৃত্য়ে পা মেলান ৷ বাদ্য়যন্ত্র বাজিয়ে দেখেন ৷ তার পর ছেঁড়া চটি পরেই পরবর্তী সভার জন্য রওনা দেন ৷

Mamata Banerjee
মঞ্চে হাওয়াই চটি ঠিক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ (নিজস্ব চিত্র)

যা দেখে আপ্লুত সাধারণ মানুষ থেকে তৃণমূলের নেতানেত্রীরাও ৷ মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘‘হঠাৎ করে আমরা দেখতে পাই যে ওঁর চটি ছিঁড়ে গিয়েছে ৷ সেফটিপিন দিয়ে ঠিক করে উনি সেই চটি পরেই চলে গেলেন ৷ এর জন্য আমরা গর্বিত ৷’’ বিজেপির নেতাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে কি তাঁরা এমন করতেন, সেই প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন বীরবাহা ৷

অন্যদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক রবীন টুডু বলেন, ‘‘নিচুস্তরের নেতারা যখন হাইফাই পোশাক পরে ঘোরেন, সেখানে দিদি হাওয়াই চটি পরে মিটিং করলেন ৷ ছিঁড়ে যাওয়ার পর সেটা নিজের মতো করে মেরামত করলেন ৷ তার পর সেটা পরেই চলে গেলেন ৷’’

আরও পড়ুন:

  1. ‘বড় চোর’ বিজেপির তৈরি সিএএ বাতিল হবে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে, ঘোষণা মমতার
  2. লোকসভা ভোটের শেষ বেলায় জোড়া মহামিছিল মমতার, অপেক্ষায় উত্তর-দক্ষিণ কলকাতা
  3. ইন্ডিয়া জোটেই আছি, থাকব ! 'বাইরে থেকে সমর্থন' তত্ত্ব সরিয়ে অন্য সুর মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.