কলকাতা, 10 এপ্রিল: আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলল বিজেপি। আজ এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপি । স্কুল শিক্ষা দফতরের একটি অনুষ্ঠানে সম্প্রতি ছাত্র ছাত্রীদের বিনামুল্যে নোট বই বিতরণ করে । বিজেপির পক্ষ থেকে বিনামূল্যে নোটবই বিতরণের বিষয়টিকে সাধুবাদ জানানো হলেও অভিযোগ করা হয় যে, যে নোট বইগুলি বিতরণ করা হয়েছে তার ওপর বড় বড় করে মুখ্যমন্ত্রীর ছবি ছাপা রয়েছে । তাই এই বিষয়টিকে হাতিয়ার করে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এর ফলে এইসব ছাত্র ছাত্রীদের অভিভাবকদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে । এই বিষয়টি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলেই অভিযোগ করেছে পদ্ম শিবির ।
বিজেপির পক্ষ থেকে বলা হয় যে, নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর সরকারি কোষাগারের অর্থ থেকে কোনও রাজনৈতিক দলের বিজ্ঞাপনী প্রচার চালানো নিয়মের পরিপন্থী । তাই বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর ছবির পরিবর্তে স্বামী বিবেকানন্দ কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি ব্যবহার করা যেতে পারে ।
এই বিষয়টিতে যাতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেয়, সেই আবেদন জানানো হয়েছে । এর আগেও কোচবিহার জেলার মালবাজার শহরে তৃণমূল কংগ্রেসের ব়্যালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শিশুদের প্রচার সভায় ব্যবহার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যাযের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তুলেছিল বিজেপি। তার আগে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আপত্তিকর ভাষা প্রয়োগ করার অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানায় বিজেপি।
আরও পড়ুন: