তারাপীঠ, 31 অক্টোবর: আজ কালীপুজো ৷ সিদ্ধপীঠ তারাপীঠে তারা মায়ের অঙ্গে শ্যামার আরাধনার প্রস্তুতি চলছে শেষ পর্যায়ে । সেই পুজো দেখতে পুণ্যার্থীদের ভিড় জমেছে তারাপীঠে । আজ বিকেল 3টে 7মিনিট থেকে শুরু হচ্ছে দীপান্বিতা অমাবস্যা তিথি । অমাবস্যা তিথি শুরু হলেই তারা মাকে কালী রূপে পুজো দেওয়া শুরু হবে ।
রীতি মেনে প্রত্যেকবারের মতো বৃহস্পতিবারও ভোর চারটের সময় তারা মায়ের শিলামূর্তিকে মহাস্নান করানো হয়েছে । তারপর তারা মাকে রাজবেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয় । এরপরেই ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে । মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ভক্তদের জন্য সারারাত খোলা থাকবে তারাপীঠ মন্দির ৷
আজকের দায়িত্বপ্রাপ্ত সেবায়েত তারক রায় বলেন, "আজ তারা মায়ের বিশেষ পুজো করা হবে । বিকেল 3টে 7মিনিট থেকে শুরু হবে অমাবস্যা । তারপর সন্ধ্যায় আরতি হবে । তারপর নিশি পুজো । ডাকের সাজে সাজানো হবে মাকে । রীতি মেনেই পুজো অর্চনা করা হবে ।"
তারাপীঠে তারা মা সব দেবীর ঊর্ধ্বে । তাই তারাপীঠে কোনও দেবী মূর্তি পুজোর চল নেই । সেই কারণেই মা তারার অঙ্গে শ্যামা পুজো করা হয় । দুপুরে ভাত, পোলাও, ডাল, পাঁচরকম ভাজা, পাঁচরকম তরকারি, মাছ, বলির পাঁঠার মাংস, শোল মাছ পোড়া, চাটনি, পায়েস, পাঁচরকম মিষ্টি ও কারণ বারি দিয়ে তারা মাকে মধ্যাহ্নভোগ নিবেদন করা হবে । সন্ধ্যা ছ'টা নাগাদ তারা মায়ের সন্ধ্যারতি হবে । তারপর খই, মুড়কি, লুচি ও মিষ্টি দিয়ে শীতল ভোগ নিবেদন করা হবে ।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "রাত 11টা নাগাদ তারা মাকে স্বর্ণালঙ্কার ও ডাকের সাজে সাজানো হবে । তারপর শুরু হবে নিশি পুজো এবং বিশেষ আরতি । আজ সারারাত মন্দিরের গর্ভগৃহের দরজা খোলা থাকবে ।"