ETV Bharat / state

দক্ষিণে ভোট নামতেই দিকে দিকে অশান্তি, চতুর্থ দফায় ইভিএম বন্দি 8 কেন্দ্রের রায় - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election Fourth Phase in West Bengal
বঙ্গে চতুর্থ দফার নির্বাচনের আপডেট জানতে চোখ রাখুন ইটিভি ভারতে
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 6:59 AM IST

Updated : May 13, 2024, 8:23 PM IST

20:21 May 13

চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ৷ রাজ্যে আজ আটটি কেন্দ্রে নির্বাচন ৷ যার মধ্যে রয়েছে বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর, রানাঘাট, কৃষ্ণনগর ও বহরমপুর ৷ আজ সারাদিন প্রতিটি কেন্দ্রের হাল-হকিকত সবার আগে জানতে চোখ রাখুন ইটিভি ভারতে ৷

শেষ হল চতুর্থ দফা ৷ বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে বলেই জানাল নির্বাচন কমিশন ৷ অপেক্ষা পঞ্চম দফার ৷ আগামী 20 মে সোমবার পঞ্চম দফায় নির্বাচন হবে সাত কেন্দ্রে ৷ তার মধ্যে রয়েছে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আরামবাগ ৷

17:40 May 13

  • বিকেল 5টে পর্যন্ত শতাংশের নিরিখে আটটি কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়ল 75.66 শতাংশ ৷ বহরমপুর - 75.36 %, কৃষ্ণনগর - 77.29%, রানাঘাট - 77.46 %, বর্ধমান পূর্ব - 77.36 %, বর্ধমান-দুর্গাপুর - 75.02 %, আসানসোল - 69.43 %, বোলপুর - 77.77 %, বীরভূম - 75.45 % ৷ এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে বোলপুর ৷

17:25 May 13

Adhir Choudhury
অধীর চৌধুরী ভোট দিলেন

ভোট দিলেন অধীর চৌধুরী । কাশিমবাজার পৌর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে 22নং বুথে বিকেল 5টা নাগাদ তিনি ভোট দেন ।

15:47 May 13

  • বেলা 3টে পর্যন্ত আটটি কেন্দ্রে শতাংশের নিরিখে ভোট পড়ল 66.05 শতাংশ ৷ এর মধ্যে বহরমপুর - 65.57 %, কৃষ্ণনগর - 66.37 %, রানাঘাট - 66.18 %, বর্ধমান পূর্ব - 67.83 %, বর্ধমান-দুর্গাপুর - 67.92 %, আসানসোল - 60.26 %, বোলপুর - 69.08 %, বীরভূম - 64.98 % ৷ শেষ পর্যন্ত পাওয়া খবরে শতাংশের নিরিখে ভোটদানে এগিয়ে রয়েছে বোলপুর ৷

15:27 May 13

  • কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়া বিলকুমারীর 178 ও 181 নং বুথে সকাল থেকে পিস্তল নিয়ে ভোটারদের হুমকি । ভোটদানে বাধা ভোটারদের । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বিজেপির অভিযোগ, বেছে বেছে তাদের কর্মীদের বাধা দিচ্ছে তৃণমূল । খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী অমৃতা রায় । তাঁর উপস্থিতিতেই ভোট দেওয়ার দাবি বিজেপি কর্মীদের ।

14:59 May 13

  • বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিদ্যানগরে 27 নম্বর বুথে (বিদ্যানগর গয়ারাম দাস উচ্চ বিদ্যালয়) প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তিনি প্রতিবন্ধী এবং অন্ধ ব্যক্তিদের হয়ে নিজে ভোট দিয়ে দিচ্ছেন । পরিবারের লোক যেখানে ভোট দিতে বলছেন সেখানে না দিয়ে তিনি বিজেপি প্রার্থীর বোতামে ছাপ দিচ্ছেন বলে অভিযোগ । খবর পেয়ে স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী স্বপন দেবনাথ ঘটনাস্থলে যান । তিনি প্রিসাইডিং অফিসার অপসারণের দাবি করেন । এরপরে সেই প্রিসাইডিং অফিসার এসে স্বপন দেবনাথের সামনে ক্ষমা চেয়ে যান বলে জানা গিয়েছে ৷

14:20 May 13

  • বুথ থেকে বিজেপির এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগকে ঘিরে তুমুল অশান্তি মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েতের তুল্ল্যা গ্রামে । অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এলে তাঁকে ঘিরে বিক্ষোভ, ইট ছোড়া ও তাড়া করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । মারমুখী তৃণমূল কর্মীদের ছোড়া ইটের আঘাত ভেঙেছে একাধিক সংবাদমাধ্যমের গাড়ি ৷ ঘটনাস্থলে বিশাল পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তৃণমূলের অভিযোগ, তাদের এক কর্মীকে বিজেপির লোকেরা মেরে রক্তাক্ত করেছে । এরপরই বিক্ষুদ্ধ তৃণমূল কর্মী-সমর্থকরা দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । গো-ব্যাক, জয় বাংলা স্লোগানও দেওয়া হয় এই সময় । প্রার্থীকে ঘিরে রাখে বাহিনী । এই ঘটনায় দিলীপ ঘোষ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন । লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয়বাহিনী । যদিও তৃণমূলের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করা হয়েছে ।
  • দয়ানগর হনুমান মন্দির সংলগ্ন এলাকায় অধীর চৌধুরীর কনভয় আটকাল বহরমপুর সদরের ডিএসপি সুশান্ত রাজবংশী-সহ বিশাল পুলিশবাহিনী । পুলিশের বক্তব্য, অধীর চৌধুরী তাঁর নিজের ব্যক্তিগত একটি গাড়ি এবং সিকিউরিটির একটি গাড়ি নিয়ে যেতে পারবেন ৷ তাছাড়া অন্য কোনও গাড়ি বা প্রেসের কোনও গাড়ি নিয়ে যেতে পারবেন না । যদিও অধীর চৌধুরীর বলেন, "তৃণমূলের বুথ লুট করতে অসুবিধা হচ্ছে, পুলিশ গাড়ির অনুমতি না দিলেও পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে আমি বুথে যাব ।"

14:10 May 13

  • বেলা 1টা পর্যন্ত শতাংশের নিরিখে ভোট পড়ল 51.87 % ৷ এর মধ্যে আসানসোলে - 49.55 %, বহরমপুর - 52.27 %, বর্ধমান পূর্ব - 55.87 %, বীরভূম - 49.63 %, বোলপুর - 54.81%, বর্ধমান-দুর্গাপুর - 50.30 %, কৃষ্ণনগর - 49.72 %, রানাঘাট - 52.70 % ৷ বেলা 1টা পর্যন্ত ভোটদানের নিরিখে এগিয়ে রয়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র ৷

12:56 May 13

  • চাপড়া থানায় ঢুকলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রাজমাতা অমৃতা রায় ৷ এই মুহূর্তে চাপড়া থানার ভিতরে বসে আছেন তিনি ৷ অভিযুক্তদের আধঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে থানার মধ্যেই ধরনাই বসার হুমকি বিজেপি প্রার্থীর ৷
  • ইলামবাজারে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন ৷ বহিরাগতদের বুথে ঢোকানোর অভিযোগে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর ৷
  • ভুয়ো ভোটার ধরে ফেলায় বিজেপির এজেন্টকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের হাসন বিধানসভার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিমাপাখুরিয়া 238নং বুথে ৷

12:31 May 13

  • বীরভূমের মুরারই 2নং ব্লকের পাইকর জাজিগ্রাম 203নং বুথে কর্মরত অবস্থায় মৃত্যু হল সিআরপিএফ জওয়ান মহেন্দ্র সিংয়ের ৷ অত্যধিক গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷
  • ভোটের দিন দুই প্রতিদ্বন্দ্বীর কোলাকুলি ৷ দেখামাত্রই পরস্পরকে জড়িয়ে ধরলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ও বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথাও হয় ৷ বুথ পরিদর্শনে বেরিয়ে দেখা হয় তাঁদের মধ্যে ৷

12:14 May 13

  • বর্ধমান-দুর্গাপুর লোকসভার গলসি 1 নম্বর ব্লকের জাগুলিপাড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ ঘটনায় আহত দুই টোটো চালক । একজনকে লাঠি-রড-পাথর দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ । আহত টোটো চালক সেখ হাসমত বিধায়ক ঘনিষ্ঠ রহমত মোল্লার অনুগামী ও আজিজুল সেখ গলসি 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি জনার্দ্দন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সেখ আবুবক্করের অনুগামী । এদিন তারা টোটো করে ভোটারদের নিয়ে আসার সময় তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।

11:53 May 13

  • ভোট বয়কটের দাবিতে অনড় গ্রামবাসীরা । কমিশনের প্রতিনিধিদের অনুরোধেও বরফ গলেনি পূর্ব বর্ধমানের দিলালপুর গ্রামের বাসিন্দাদের ৷ ভোটের দিন ঘোষণার আগে থেকেই রাস্তা ও পাকা সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন তাঁরা ৷ বর্ধমান পূর্ব লোকসভার মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুরের বাসিন্দারা গ্রামে কোন রাজনৈতিক দলকে প্রচার করতে দেয়নি । দেওয়াল লিখন থেকে ব্যানার কিংবা পোস্টার কোন কিছুই পড়েনি । এমনকী তৃণমূল গ্রামে ভোট প্রচার করতে গেলে বাধা দেন গ্রামবাসীরা । কয়েকদিন আগে গ্রামে যান কমিশনের প্রতিনিধিরা । তাঁরা বোঝানোর পরেও কাজ হয়নি ৷ সকাল 10টা পর্যন্ত মাত্র 5টি ভোট পড়েছে । যার মধ্যে রয়েছে দুই দলের দুই এজেন্ট ও তিনটি ইডিসি ভোট । সকাল থেকে ভোটকর্মী ও কেন্দ্রীয়বাহিনী বুথে উপস্থিত থাকলেও ভোটারের কোনও দেখা নেই ।

11:37 May 13

  • শতাংশের নিরিখে বেলা 11টা পর্যন্ত আট কেন্দ্র মিলিয়ে ভোট পড়ল 32.78 শতাংশ ৷ এর মধ্যে আসানসোলে - 29.99 %, বহরমপুর - 35.53 %, বর্ধমান পূর্ব - 33.82 %, বীরভূম - 30.45 %, বোলপুর - 35.22 %, বর্ধমান-দুর্গাপুর - 31.41 %, কৃষ্ণনগর - 32.59 %, রানাঘাট - 33.23 % ৷

11:25 May 13

  • ভোটের দিনেও তাই চিন্তামুক্ত কীর্তি আজাদ ৷ চিন্তা নেই, দিদি যা করেছেন বাংলার জন্য তাতে জয় নিশ্চিত ৷ ভোটের দিন ক্রিকেট খেলে এমনই মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৷ দিলীপ ঘোষের মন্তব্যের প্রসঙ্গে তাঁর বক্তব্য, "ওনার সঙ্গে সত্যিই কেউ খেলতে পারে না ৷ উনি যে ধরনের ভাষা ব্যবহার করেন তা বাংলার সংস্কৃতি নয় ৷"

11:08 May 13

  • আসানসোল লোকসভার কুলটি বিধানসভা অন্তর্গত চলবলপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন বাম যুব সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । ভোট দেওয়ার পর মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, আসানসোল লোকসভায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবে । কেতুগ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় সিপিএমের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, "পঞ্চায়েত ভোটে তৃণমূলই কোনও দলকে মনোনয়ন করতে দেয়নি । তাই বামেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ৷ গোটা রাজ্যে আমরা রক্তপাতবিহীন শান্তিপূর্ণ ভোট চাইছি ।"

10:56 May 13

  • একটি হোটেলে কন্ট্রোল রুম করে সেখান থেকে গোটা আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটের হাল হকিকতের খবর নিচ্ছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । এই কন্ট্রোল রুম থেকেই বিভিন্ন বুথের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি । এমনিতে ভোটের দিনে তিনি কোথাও বেরোন না বলেই জানিয়েছেন বিজেপি প্রার্থী ৷ তবে এখনও পর্যন্ত আসানসোলে যা ভোট হচ্ছে তাতে তিনি সন্তুষ্ট ৷ তাঁর কথায়, "দু-একটি ছোটখাটো ঘটনা ঘটেছে । কিন্তু বড় ধরনের এখনও পর্যন্ত কিছু ঘটেনি । প্রত্যেকটি বুথেই আমরা এজেন্ট দিতে পেরেছি । আমরা লক্ষ্য রেখেছি সমস্ত বুথের দিকে । এখন দেখা যাক বাকি সারাদিন যে পড়ে আছে তাতে কী হয় ।"

10:39 May 13

  1. চাপড়ায় তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন ৷
  2. আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে ঢোকার মুখেই বিজেপির রাজ্য কমিটির নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আটকে দিল পুলিশ ৷ তাঁর কাছে বৈধ অনুমোদনপত্র আছে বলে দাবি করলেও পুলিশ তাঁকে যেতে বাধা দেয় বলে অভিযোগ ।
  3. পূর্ব বর্ধমান জেলার ভাতারের কালুকতাক 59 নম্বর বুথের মেশিন খারাপ থাকার জন্য ভোটপর্ব বন্ধ রয়েছে । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষজন । ন'টা পর্যন্ত মেশিন এখনও ঠিক হয়নি ।
  4. বহরমপুর লোকসভা কেন্দ্রে শক্তিপুর বাজার পাড়ার 142 ও 143 নং দুটি বুথে এজেন্ট দিতে পারেনি তৃণমূল ৷ এর জন্য বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

10:24 May 13

  • শান্তিপুর বিধানসভার 86/15 নম্বর বুথে, সপরিবারে ভোট দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ।
  • রঙ্গল কংগ্রেসের পর এবার আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইছাপুর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেও ভোটারদের প্রভাবিত করতে ঘুগনি মুড়ি বিতরণের অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷

09:46 May 13

  • কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনে আটক ভুলন শেখ ও শামসুর শেখ নামে দুই গ্রামবাসী ৷
  • চাপড়া বিধানসভার সোনপুকুর দাসপাড়ায় সিপিএম ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে 9 ও 10 নম্বর বুথে । এছাড়াও সিপিএম ভোটারদের মারধরের অভিযোগ উঠছে ৷ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷
  • ভোট দিলেন ও আসানসোলের সিপিএম প্রার্থী জাহানারা খান ৷
  • 78 তেহট্ট বিধানসভার নারায়ণপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 17 এবং 19 নম্বর বুথে সিপিএম এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷

09:35 May 13

  • সকাল 9টা পর্যন্ত আটটি কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়েছে 15.24 শতাংশ ৷ যার মধ্যে আসানসোল - 13.03 %, বহরমপুর - 16.97 %, বর্ধমান পূর্ব - 15.88 %, বর্ধমান-দুর্গাপুর - 14.08 %, বীরভূম - 14.55 %, বোলপুর - 16.46 %, কৃষ্ণনগর - 15.67 %, রানাঘাট - 15.31 % ৷ শতাংশের নিরিখে এখনও পর্যন্ত বেশি ভোট পড়েছে বহরমপুরে ৷

09:20 May 13

  • বীরভূমের রামপুরহাট 1নং ব্লকের বগটুই গ্রামে জুনিয়র গার্লস স্কুলে 149 নং বুথে ইভিএম খারাপ । ভোট শুরু হওয়ার 2 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি ভোট । ক্ষোভ তৈরি হয়েছে ভোটারদের মধ্যে । চারটি মেশিন পরিবর্তন করা হয়েছে । এখনও মকপোল শুরু হয়নি ।

08:56 May 13

  • বুথ পরিদর্শনের পর তৃণমূলের খেলা শেষের কথা বললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷
  • মাকে চাইতে হয় না তিনি আপনা থেকেই সব দেন ৷ সকাল সকাল পুজো দিয়ে ভোট পরিদর্শনে বেরিয়ে এমনটাই বললেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৷
  • ভোট দিলেন বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকার ও সিপিএম প্রার্থী নীরব খাঁ ৷

08:45 May 13

প্রিসাইডিং অফিসারের সামনেই মেরে বের করে দেওয়া হয়েছে কংগ্রেসের এজেন্টকে...

  • কংগ্রেস এজেন্টকে মারধর করে ভোটকেন্দ্রের বাইরে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বহরমপুর লোকসভার বড়ঞা বিধানসভার শ্রীহট্ট 165 নম্বর বুথে কংগ্রেসের এজেন্ট ছাড়াই চলছে নির্বাচন, স্বীকার করলেন প্রিসাইডিং অফিসার ।

08:44 May 13

আসানসোলে ইভিএম খারাপ...

  • আসানসোল পলিটেকনিক কলেজে দু’টি ইভিএম খারাপ । আসানসোল ইদগা হাইস্কুলে ইভিএম খারাপ হয়ে গেল । সকাল 8টা পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়নি । ইভিএম পালটানোর কাজ চলছে ।

08:28 May 13

রাস্তায় নামলেন অধীর...

  • ভোটপ্রক্রিয়া কেমন চলছে তা দেখতে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি অধীর চৌধুরী ৷ এদিন তিনি বলেন, "তৃণমূল চাইছে বহরমপুর কেন্দ্রে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে ৷ মুর্শিদাবাদ ও বহরমপুরে এসব কিছুই কাজ করবে না ৷ আমার লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে ৷ ইউসুফ পাঠানকে এখানে 'বলির পাঁঠা' করা হয়েছে ৷"

08:27 May 13

বর্ধমান টাউনের ভোটচিত্র

বর্ধমানে শুরু হল ভোটগ্রহণ ৷ কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ ।

08:15 May 13

আসানসোলের ভোটচিত্র

আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হল । সকাল থেকে উৎসবের মেজাজে ভোটাররা । প্রাতঃভ্রমনকারীরা ভোট দিতে ভিড় জমালেন বিভিন্ন বুথে । রোদ এড়াতে সকাল সকাল ভোট দিতে এলেন ভোটাররা । কেন্দ্রীয় বাহিনী কড়া সুরক্ষায় শুরু হয়েছে ভোটগ্রহণ ।

07:54 May 13

দুর্গাপুরের ভোটচিত্র
  • দুর্গাপুর ও আসানসোলে নির্বিঘ্নেই শুরু হয়েছে ভোটগ্রহণ ৷
  • কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনে নিয়ে পুলিশের প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছল নির্বাচন কমিশনের কাছে । পুরনো শত্রুতার কথা উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে । কমিশন সূত্রে খবর রিপোর্টে বলা হয়েছে, মৃত তৃণমূল কর্মী মিন্টু শেখ একসময় আনারুল শেখের হয়ে কাজ করতেন ।

07:24 May 13

বীরভূম বোলপুরের ভোটচিত্র

বীরভূম ও বোলপুরে নির্বিঘ্নে শুরু হয়েছে ভোটগ্রহণ :

  • 131 কোম্পানি কেন্দ্রীয়বাহিনী ও 6 হাজারের বেশি রাজ্য পুলিশের ঘেরাটোপে লোকসভা ভোট শুরু হল অনুব্রত মণ্ডলের গড় বীরভূম জেলায় ৷
  • বীরভূমের নলহাটি 2নং ব্লকের নগরা 47 ও আকালীপুরে 64 এ ইভিএম মেশিন খারাপ ৷

06:56 May 13

উত্তপ্ত কেতুগ্রাম...

  • চতুর্থ দফার ভোটের আগের দিন রাত থেকে উত্তপ্ত বর্ধমান পূর্ব লোকসভার কেতুগ্রাম ৷ তৃণমূল কর্মীকে কুপিয়ে বোমা মেরে খুন করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে ৷ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের আনখোনা গ্রাম পঞ্চায়েতের চেঁচুরি গ্রামে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম ৷

06:56 May 13

Lok Sabha Election
চতুর্থ দফায় নজরে যাঁরা

চতুর্থ দফায় ‘অ্যাডভান্টেজ’ তৃণমূল...

  • দেশের সাধারণ নির্বাচনের ইতিহাসে ‘শান্ত’ বলেই পরিচিত কেন্দ্রগুলি ৷ ‘অধীর-গড়’ বহরমপুরকে বাদ দিলে গত লোকসভা ভোটে পাঁচটি আসন গিয়েছিল তৃণমূলের ঝুলিতে, বিজেপি পেয়েছিল দু’টি ৷ ফলে আসন সংখ্যা বাড়াতে সদা-সচেষ্ট দু'দলই ৷

06:19 May 13

Lok Sabha Election
চতুর্থ দফায় নজরে যাঁরা

আজ চতুর্থ দফা...

  • চতুর্থ দফার নির্বাচনে রয়েছে বাংলার আটটি আসন, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম ৷ রানাঘাট, বর্ধমানে নিজেদের গড় ধরে রাখতে সচেষ্ট বিজেপি ৷ তৃণমূল চাইছে ফের ভোটব্যাংক বাড়াতে ৷ ফলে বঙ্গ রাজনীতির মানচিত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লোকসভা কেন্দ্রগুলি ৷
  • গত লোকসভা নির্বাচনে 18টি আসন জিতেছিল গেরুয়া শিবির ৷ উত্তরবঙ্গ উজার করে পদ্মশিবিরের ভোটবাক্স ভরিয়েছিল ৷ ফলে বঙ্গে আরও জোরালোভাবে দাঁত ফোটাতে উত্তরবঙ্গের পাশাপাশি বাকি আসনেও নজর দিয়েছে বিজেপি ৷

20:21 May 13

চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ৷ রাজ্যে আজ আটটি কেন্দ্রে নির্বাচন ৷ যার মধ্যে রয়েছে বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর, রানাঘাট, কৃষ্ণনগর ও বহরমপুর ৷ আজ সারাদিন প্রতিটি কেন্দ্রের হাল-হকিকত সবার আগে জানতে চোখ রাখুন ইটিভি ভারতে ৷

শেষ হল চতুর্থ দফা ৷ বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে বলেই জানাল নির্বাচন কমিশন ৷ অপেক্ষা পঞ্চম দফার ৷ আগামী 20 মে সোমবার পঞ্চম দফায় নির্বাচন হবে সাত কেন্দ্রে ৷ তার মধ্যে রয়েছে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আরামবাগ ৷

17:40 May 13

  • বিকেল 5টে পর্যন্ত শতাংশের নিরিখে আটটি কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়ল 75.66 শতাংশ ৷ বহরমপুর - 75.36 %, কৃষ্ণনগর - 77.29%, রানাঘাট - 77.46 %, বর্ধমান পূর্ব - 77.36 %, বর্ধমান-দুর্গাপুর - 75.02 %, আসানসোল - 69.43 %, বোলপুর - 77.77 %, বীরভূম - 75.45 % ৷ এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে বোলপুর ৷

17:25 May 13

Adhir Choudhury
অধীর চৌধুরী ভোট দিলেন

ভোট দিলেন অধীর চৌধুরী । কাশিমবাজার পৌর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে 22নং বুথে বিকেল 5টা নাগাদ তিনি ভোট দেন ।

15:47 May 13

  • বেলা 3টে পর্যন্ত আটটি কেন্দ্রে শতাংশের নিরিখে ভোট পড়ল 66.05 শতাংশ ৷ এর মধ্যে বহরমপুর - 65.57 %, কৃষ্ণনগর - 66.37 %, রানাঘাট - 66.18 %, বর্ধমান পূর্ব - 67.83 %, বর্ধমান-দুর্গাপুর - 67.92 %, আসানসোল - 60.26 %, বোলপুর - 69.08 %, বীরভূম - 64.98 % ৷ শেষ পর্যন্ত পাওয়া খবরে শতাংশের নিরিখে ভোটদানে এগিয়ে রয়েছে বোলপুর ৷

15:27 May 13

  • কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়া বিলকুমারীর 178 ও 181 নং বুথে সকাল থেকে পিস্তল নিয়ে ভোটারদের হুমকি । ভোটদানে বাধা ভোটারদের । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বিজেপির অভিযোগ, বেছে বেছে তাদের কর্মীদের বাধা দিচ্ছে তৃণমূল । খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী অমৃতা রায় । তাঁর উপস্থিতিতেই ভোট দেওয়ার দাবি বিজেপি কর্মীদের ।

14:59 May 13

  • বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিদ্যানগরে 27 নম্বর বুথে (বিদ্যানগর গয়ারাম দাস উচ্চ বিদ্যালয়) প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তিনি প্রতিবন্ধী এবং অন্ধ ব্যক্তিদের হয়ে নিজে ভোট দিয়ে দিচ্ছেন । পরিবারের লোক যেখানে ভোট দিতে বলছেন সেখানে না দিয়ে তিনি বিজেপি প্রার্থীর বোতামে ছাপ দিচ্ছেন বলে অভিযোগ । খবর পেয়ে স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী স্বপন দেবনাথ ঘটনাস্থলে যান । তিনি প্রিসাইডিং অফিসার অপসারণের দাবি করেন । এরপরে সেই প্রিসাইডিং অফিসার এসে স্বপন দেবনাথের সামনে ক্ষমা চেয়ে যান বলে জানা গিয়েছে ৷

14:20 May 13

  • বুথ থেকে বিজেপির এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগকে ঘিরে তুমুল অশান্তি মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েতের তুল্ল্যা গ্রামে । অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এলে তাঁকে ঘিরে বিক্ষোভ, ইট ছোড়া ও তাড়া করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । মারমুখী তৃণমূল কর্মীদের ছোড়া ইটের আঘাত ভেঙেছে একাধিক সংবাদমাধ্যমের গাড়ি ৷ ঘটনাস্থলে বিশাল পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তৃণমূলের অভিযোগ, তাদের এক কর্মীকে বিজেপির লোকেরা মেরে রক্তাক্ত করেছে । এরপরই বিক্ষুদ্ধ তৃণমূল কর্মী-সমর্থকরা দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । গো-ব্যাক, জয় বাংলা স্লোগানও দেওয়া হয় এই সময় । প্রার্থীকে ঘিরে রাখে বাহিনী । এই ঘটনায় দিলীপ ঘোষ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন । লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয়বাহিনী । যদিও তৃণমূলের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করা হয়েছে ।
  • দয়ানগর হনুমান মন্দির সংলগ্ন এলাকায় অধীর চৌধুরীর কনভয় আটকাল বহরমপুর সদরের ডিএসপি সুশান্ত রাজবংশী-সহ বিশাল পুলিশবাহিনী । পুলিশের বক্তব্য, অধীর চৌধুরী তাঁর নিজের ব্যক্তিগত একটি গাড়ি এবং সিকিউরিটির একটি গাড়ি নিয়ে যেতে পারবেন ৷ তাছাড়া অন্য কোনও গাড়ি বা প্রেসের কোনও গাড়ি নিয়ে যেতে পারবেন না । যদিও অধীর চৌধুরীর বলেন, "তৃণমূলের বুথ লুট করতে অসুবিধা হচ্ছে, পুলিশ গাড়ির অনুমতি না দিলেও পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে আমি বুথে যাব ।"

14:10 May 13

  • বেলা 1টা পর্যন্ত শতাংশের নিরিখে ভোট পড়ল 51.87 % ৷ এর মধ্যে আসানসোলে - 49.55 %, বহরমপুর - 52.27 %, বর্ধমান পূর্ব - 55.87 %, বীরভূম - 49.63 %, বোলপুর - 54.81%, বর্ধমান-দুর্গাপুর - 50.30 %, কৃষ্ণনগর - 49.72 %, রানাঘাট - 52.70 % ৷ বেলা 1টা পর্যন্ত ভোটদানের নিরিখে এগিয়ে রয়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র ৷

12:56 May 13

  • চাপড়া থানায় ঢুকলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রাজমাতা অমৃতা রায় ৷ এই মুহূর্তে চাপড়া থানার ভিতরে বসে আছেন তিনি ৷ অভিযুক্তদের আধঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে থানার মধ্যেই ধরনাই বসার হুমকি বিজেপি প্রার্থীর ৷
  • ইলামবাজারে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন ৷ বহিরাগতদের বুথে ঢোকানোর অভিযোগে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর ৷
  • ভুয়ো ভোটার ধরে ফেলায় বিজেপির এজেন্টকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের হাসন বিধানসভার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিমাপাখুরিয়া 238নং বুথে ৷

12:31 May 13

  • বীরভূমের মুরারই 2নং ব্লকের পাইকর জাজিগ্রাম 203নং বুথে কর্মরত অবস্থায় মৃত্যু হল সিআরপিএফ জওয়ান মহেন্দ্র সিংয়ের ৷ অত্যধিক গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷
  • ভোটের দিন দুই প্রতিদ্বন্দ্বীর কোলাকুলি ৷ দেখামাত্রই পরস্পরকে জড়িয়ে ধরলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ও বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথাও হয় ৷ বুথ পরিদর্শনে বেরিয়ে দেখা হয় তাঁদের মধ্যে ৷

12:14 May 13

  • বর্ধমান-দুর্গাপুর লোকসভার গলসি 1 নম্বর ব্লকের জাগুলিপাড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ ঘটনায় আহত দুই টোটো চালক । একজনকে লাঠি-রড-পাথর দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ । আহত টোটো চালক সেখ হাসমত বিধায়ক ঘনিষ্ঠ রহমত মোল্লার অনুগামী ও আজিজুল সেখ গলসি 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি জনার্দ্দন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সেখ আবুবক্করের অনুগামী । এদিন তারা টোটো করে ভোটারদের নিয়ে আসার সময় তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।

11:53 May 13

  • ভোট বয়কটের দাবিতে অনড় গ্রামবাসীরা । কমিশনের প্রতিনিধিদের অনুরোধেও বরফ গলেনি পূর্ব বর্ধমানের দিলালপুর গ্রামের বাসিন্দাদের ৷ ভোটের দিন ঘোষণার আগে থেকেই রাস্তা ও পাকা সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন তাঁরা ৷ বর্ধমান পূর্ব লোকসভার মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুরের বাসিন্দারা গ্রামে কোন রাজনৈতিক দলকে প্রচার করতে দেয়নি । দেওয়াল লিখন থেকে ব্যানার কিংবা পোস্টার কোন কিছুই পড়েনি । এমনকী তৃণমূল গ্রামে ভোট প্রচার করতে গেলে বাধা দেন গ্রামবাসীরা । কয়েকদিন আগে গ্রামে যান কমিশনের প্রতিনিধিরা । তাঁরা বোঝানোর পরেও কাজ হয়নি ৷ সকাল 10টা পর্যন্ত মাত্র 5টি ভোট পড়েছে । যার মধ্যে রয়েছে দুই দলের দুই এজেন্ট ও তিনটি ইডিসি ভোট । সকাল থেকে ভোটকর্মী ও কেন্দ্রীয়বাহিনী বুথে উপস্থিত থাকলেও ভোটারের কোনও দেখা নেই ।

11:37 May 13

  • শতাংশের নিরিখে বেলা 11টা পর্যন্ত আট কেন্দ্র মিলিয়ে ভোট পড়ল 32.78 শতাংশ ৷ এর মধ্যে আসানসোলে - 29.99 %, বহরমপুর - 35.53 %, বর্ধমান পূর্ব - 33.82 %, বীরভূম - 30.45 %, বোলপুর - 35.22 %, বর্ধমান-দুর্গাপুর - 31.41 %, কৃষ্ণনগর - 32.59 %, রানাঘাট - 33.23 % ৷

11:25 May 13

  • ভোটের দিনেও তাই চিন্তামুক্ত কীর্তি আজাদ ৷ চিন্তা নেই, দিদি যা করেছেন বাংলার জন্য তাতে জয় নিশ্চিত ৷ ভোটের দিন ক্রিকেট খেলে এমনই মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৷ দিলীপ ঘোষের মন্তব্যের প্রসঙ্গে তাঁর বক্তব্য, "ওনার সঙ্গে সত্যিই কেউ খেলতে পারে না ৷ উনি যে ধরনের ভাষা ব্যবহার করেন তা বাংলার সংস্কৃতি নয় ৷"

11:08 May 13

  • আসানসোল লোকসভার কুলটি বিধানসভা অন্তর্গত চলবলপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন বাম যুব সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । ভোট দেওয়ার পর মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, আসানসোল লোকসভায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবে । কেতুগ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় সিপিএমের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, "পঞ্চায়েত ভোটে তৃণমূলই কোনও দলকে মনোনয়ন করতে দেয়নি । তাই বামেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ৷ গোটা রাজ্যে আমরা রক্তপাতবিহীন শান্তিপূর্ণ ভোট চাইছি ।"

10:56 May 13

  • একটি হোটেলে কন্ট্রোল রুম করে সেখান থেকে গোটা আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটের হাল হকিকতের খবর নিচ্ছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । এই কন্ট্রোল রুম থেকেই বিভিন্ন বুথের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি । এমনিতে ভোটের দিনে তিনি কোথাও বেরোন না বলেই জানিয়েছেন বিজেপি প্রার্থী ৷ তবে এখনও পর্যন্ত আসানসোলে যা ভোট হচ্ছে তাতে তিনি সন্তুষ্ট ৷ তাঁর কথায়, "দু-একটি ছোটখাটো ঘটনা ঘটেছে । কিন্তু বড় ধরনের এখনও পর্যন্ত কিছু ঘটেনি । প্রত্যেকটি বুথেই আমরা এজেন্ট দিতে পেরেছি । আমরা লক্ষ্য রেখেছি সমস্ত বুথের দিকে । এখন দেখা যাক বাকি সারাদিন যে পড়ে আছে তাতে কী হয় ।"

10:39 May 13

  1. চাপড়ায় তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন ৷
  2. আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে ঢোকার মুখেই বিজেপির রাজ্য কমিটির নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আটকে দিল পুলিশ ৷ তাঁর কাছে বৈধ অনুমোদনপত্র আছে বলে দাবি করলেও পুলিশ তাঁকে যেতে বাধা দেয় বলে অভিযোগ ।
  3. পূর্ব বর্ধমান জেলার ভাতারের কালুকতাক 59 নম্বর বুথের মেশিন খারাপ থাকার জন্য ভোটপর্ব বন্ধ রয়েছে । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষজন । ন'টা পর্যন্ত মেশিন এখনও ঠিক হয়নি ।
  4. বহরমপুর লোকসভা কেন্দ্রে শক্তিপুর বাজার পাড়ার 142 ও 143 নং দুটি বুথে এজেন্ট দিতে পারেনি তৃণমূল ৷ এর জন্য বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

10:24 May 13

  • শান্তিপুর বিধানসভার 86/15 নম্বর বুথে, সপরিবারে ভোট দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ।
  • রঙ্গল কংগ্রেসের পর এবার আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইছাপুর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেও ভোটারদের প্রভাবিত করতে ঘুগনি মুড়ি বিতরণের অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷

09:46 May 13

  • কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনে আটক ভুলন শেখ ও শামসুর শেখ নামে দুই গ্রামবাসী ৷
  • চাপড়া বিধানসভার সোনপুকুর দাসপাড়ায় সিপিএম ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে 9 ও 10 নম্বর বুথে । এছাড়াও সিপিএম ভোটারদের মারধরের অভিযোগ উঠছে ৷ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷
  • ভোট দিলেন ও আসানসোলের সিপিএম প্রার্থী জাহানারা খান ৷
  • 78 তেহট্ট বিধানসভার নারায়ণপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 17 এবং 19 নম্বর বুথে সিপিএম এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷

09:35 May 13

  • সকাল 9টা পর্যন্ত আটটি কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়েছে 15.24 শতাংশ ৷ যার মধ্যে আসানসোল - 13.03 %, বহরমপুর - 16.97 %, বর্ধমান পূর্ব - 15.88 %, বর্ধমান-দুর্গাপুর - 14.08 %, বীরভূম - 14.55 %, বোলপুর - 16.46 %, কৃষ্ণনগর - 15.67 %, রানাঘাট - 15.31 % ৷ শতাংশের নিরিখে এখনও পর্যন্ত বেশি ভোট পড়েছে বহরমপুরে ৷

09:20 May 13

  • বীরভূমের রামপুরহাট 1নং ব্লকের বগটুই গ্রামে জুনিয়র গার্লস স্কুলে 149 নং বুথে ইভিএম খারাপ । ভোট শুরু হওয়ার 2 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি ভোট । ক্ষোভ তৈরি হয়েছে ভোটারদের মধ্যে । চারটি মেশিন পরিবর্তন করা হয়েছে । এখনও মকপোল শুরু হয়নি ।

08:56 May 13

  • বুথ পরিদর্শনের পর তৃণমূলের খেলা শেষের কথা বললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷
  • মাকে চাইতে হয় না তিনি আপনা থেকেই সব দেন ৷ সকাল সকাল পুজো দিয়ে ভোট পরিদর্শনে বেরিয়ে এমনটাই বললেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৷
  • ভোট দিলেন বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকার ও সিপিএম প্রার্থী নীরব খাঁ ৷

08:45 May 13

প্রিসাইডিং অফিসারের সামনেই মেরে বের করে দেওয়া হয়েছে কংগ্রেসের এজেন্টকে...

  • কংগ্রেস এজেন্টকে মারধর করে ভোটকেন্দ্রের বাইরে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বহরমপুর লোকসভার বড়ঞা বিধানসভার শ্রীহট্ট 165 নম্বর বুথে কংগ্রেসের এজেন্ট ছাড়াই চলছে নির্বাচন, স্বীকার করলেন প্রিসাইডিং অফিসার ।

08:44 May 13

আসানসোলে ইভিএম খারাপ...

  • আসানসোল পলিটেকনিক কলেজে দু’টি ইভিএম খারাপ । আসানসোল ইদগা হাইস্কুলে ইভিএম খারাপ হয়ে গেল । সকাল 8টা পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়নি । ইভিএম পালটানোর কাজ চলছে ।

08:28 May 13

রাস্তায় নামলেন অধীর...

  • ভোটপ্রক্রিয়া কেমন চলছে তা দেখতে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি অধীর চৌধুরী ৷ এদিন তিনি বলেন, "তৃণমূল চাইছে বহরমপুর কেন্দ্রে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে ৷ মুর্শিদাবাদ ও বহরমপুরে এসব কিছুই কাজ করবে না ৷ আমার লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে ৷ ইউসুফ পাঠানকে এখানে 'বলির পাঁঠা' করা হয়েছে ৷"

08:27 May 13

বর্ধমান টাউনের ভোটচিত্র

বর্ধমানে শুরু হল ভোটগ্রহণ ৷ কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ ।

08:15 May 13

আসানসোলের ভোটচিত্র

আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হল । সকাল থেকে উৎসবের মেজাজে ভোটাররা । প্রাতঃভ্রমনকারীরা ভোট দিতে ভিড় জমালেন বিভিন্ন বুথে । রোদ এড়াতে সকাল সকাল ভোট দিতে এলেন ভোটাররা । কেন্দ্রীয় বাহিনী কড়া সুরক্ষায় শুরু হয়েছে ভোটগ্রহণ ।

07:54 May 13

দুর্গাপুরের ভোটচিত্র
  • দুর্গাপুর ও আসানসোলে নির্বিঘ্নেই শুরু হয়েছে ভোটগ্রহণ ৷
  • কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনে নিয়ে পুলিশের প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছল নির্বাচন কমিশনের কাছে । পুরনো শত্রুতার কথা উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে । কমিশন সূত্রে খবর রিপোর্টে বলা হয়েছে, মৃত তৃণমূল কর্মী মিন্টু শেখ একসময় আনারুল শেখের হয়ে কাজ করতেন ।

07:24 May 13

বীরভূম বোলপুরের ভোটচিত্র

বীরভূম ও বোলপুরে নির্বিঘ্নে শুরু হয়েছে ভোটগ্রহণ :

  • 131 কোম্পানি কেন্দ্রীয়বাহিনী ও 6 হাজারের বেশি রাজ্য পুলিশের ঘেরাটোপে লোকসভা ভোট শুরু হল অনুব্রত মণ্ডলের গড় বীরভূম জেলায় ৷
  • বীরভূমের নলহাটি 2নং ব্লকের নগরা 47 ও আকালীপুরে 64 এ ইভিএম মেশিন খারাপ ৷

06:56 May 13

উত্তপ্ত কেতুগ্রাম...

  • চতুর্থ দফার ভোটের আগের দিন রাত থেকে উত্তপ্ত বর্ধমান পূর্ব লোকসভার কেতুগ্রাম ৷ তৃণমূল কর্মীকে কুপিয়ে বোমা মেরে খুন করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে ৷ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের আনখোনা গ্রাম পঞ্চায়েতের চেঁচুরি গ্রামে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম ৷

06:56 May 13

Lok Sabha Election
চতুর্থ দফায় নজরে যাঁরা

চতুর্থ দফায় ‘অ্যাডভান্টেজ’ তৃণমূল...

  • দেশের সাধারণ নির্বাচনের ইতিহাসে ‘শান্ত’ বলেই পরিচিত কেন্দ্রগুলি ৷ ‘অধীর-গড়’ বহরমপুরকে বাদ দিলে গত লোকসভা ভোটে পাঁচটি আসন গিয়েছিল তৃণমূলের ঝুলিতে, বিজেপি পেয়েছিল দু’টি ৷ ফলে আসন সংখ্যা বাড়াতে সদা-সচেষ্ট দু'দলই ৷

06:19 May 13

Lok Sabha Election
চতুর্থ দফায় নজরে যাঁরা

আজ চতুর্থ দফা...

  • চতুর্থ দফার নির্বাচনে রয়েছে বাংলার আটটি আসন, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম ৷ রানাঘাট, বর্ধমানে নিজেদের গড় ধরে রাখতে সচেষ্ট বিজেপি ৷ তৃণমূল চাইছে ফের ভোটব্যাংক বাড়াতে ৷ ফলে বঙ্গ রাজনীতির মানচিত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লোকসভা কেন্দ্রগুলি ৷
  • গত লোকসভা নির্বাচনে 18টি আসন জিতেছিল গেরুয়া শিবির ৷ উত্তরবঙ্গ উজার করে পদ্মশিবিরের ভোটবাক্স ভরিয়েছিল ৷ ফলে বঙ্গে আরও জোরালোভাবে দাঁত ফোটাতে উত্তরবঙ্গের পাশাপাশি বাকি আসনেও নজর দিয়েছে বিজেপি ৷
Last Updated : May 13, 2024, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.