কলকাতা, 1 এপ্রিল: মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে দুজন নির্বাচনী আধিকারিককে সরানো হল । জাানা গিয়েছে, মূলত এই দুই আধিকারিকদের অভিজ্ঞতার ভিত্তিতে এঁদের অন্যত্র সরানো হচ্ছে ৷ সূত্রের খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের দুই আধিকারিক - অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরী ও যুগ্ম নির্বাচনী আধিকারিক রাহুল নাথকে আজ সরিয়ে অন্যত্র বদলি করা হচ্ছে।
মূলত এই দুই আধিকারিককে সিনিয়রিটি ভিত্তিতে সরানো হয়েছে বলে জানা গিয়েছে ।মঙ্গলবার বিকেল 5 টার মধ্যে এঁদের জায়গায় দায়িত্বপ্রাপ্ত দু'জন অধিকারীকের নাম চূড়ান্ত করতে হবে । তাই এই নামগুলো চূড়ান্ত করার আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে তিন জনের একটি প্যানেল বা তালিকা পাঠাতে হবে । ওই তালিকার ভিত্তিতেই দুজনের নাম চূড়ান্ত করতে হবে ।
প্রসঙ্গত, এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অমিত রায়চৌধুরীর বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন ৷ শুভেন্দু অধিকারী অভিযোগ ছিল, অমিত রায়চৌধুরী মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় বসে নবান্নে তথ্য পাচার করেন । বিরোধী দলনেতা মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিফ আফতাবের সম্বন্ধে জানিয়েছিলেন যে, ইতিমধ্যেই তাঁর 6 বছর কেটেছে এই দফতরে ৷ তাই সেই ভিত্তিতে দেখতে গেলে তাঁকেও অন্যত্র বদলি করার প্রয়োজন ।
এবারের লোকসভা ভোটে 543টি লোকসভা আসনে ভোট হতে চলেছে ৷ সব মিলিয়ে প্রায় 97 কোটিরও বেশি যোগ্য ভোটার রয়েছে ওই 543টি লোকসভা আসনে । লোকসভা ভোটের পাশাপাশি, একই সময়ে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং সিকিমের বিধানসভা ভোটও হচ্ছে । তাই এবারের নির্বাচনকে সব দিক থেকে স্বচ্ছ এবং প্রভাবহীন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এই উদ্দেশ্যেই একাধিক পদক্ষেপ করা হচ্ছে কমিশনের তরফে ৷ যে কোনও অভিযোগই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সেই মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ সুষ্ঠ নির্বাচন পরিচালনার প্রয়োজনে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরী আর যুগ্ম নির্বাচনী আধিকারিক রাহুল নাথকে বদলি করা হল বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন:
বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশে নিষেধজ্ঞা কমিশনের, কবে থেকে কার্যকর ?
'মমতাকেও ব্যান করা হয়েছিল, লজ্জিত নই', কমিশনের শো-কজ নিয়ে প্রতিক্রিয়া দিলীপের