কলকাতা, 26 এপ্রিল: কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি । মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে দ্বিতীয় পর্বের লোকসভা নির্বাচন। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফার নির্বাচনের শেষে এমনটাই জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব। শুক্রবার দার্জিলিং, রায়গঞ্জ বালুরঘাটে ভোট হল। এদিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণভাবেই দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রথম পর্বের নির্বাচন শান্তিপূর্ণ করতে বড় ভূমিকা পালন করেছিল এআই যুক্ত ওয়েব কাস্টিং। সেই ওয়েব কাস্টিং ব্যবস্থাকে আরও মজবুত করা হয়েছে দ্বিতীয় দফায়।
পাশাপাশি, মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব নিজে গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন। এআই-এর মাধ্যমে প্রতিটি মুহূর্তের গতিবিধির উপরে নজর রেখেছিলেন তিনি। 3 কেন্দ্র মিলিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে মোট অভিযোগ জমা পড়েছে 456টি। মোট অভিযোগের মধ্যে দার্জিলিং থেকে জমা পড়েছে 82টি, রায়গঞ্জ থেকে জমা পড়েছে 225টি এবং বালুরঘাট থেকে জমা পড়েছে 149টি অভিযোগ। অর্থাৎ, দেখা যাচ্ছে, সর্বোচ্চ অভিযোগ এসেছে রায়গঞ্জ থেকে। শেষমেশ কত ভোট পড়ল তা জানা যাবে আগামিকাল।
দ্বিতীয় দফার নির্বাচনে বেশ কয়েক জায়গায় প্রথম থেকে ইভিএম সংক্রান্ত অভিযোগ জমা পড়ে কমিশনে। এই নিয়ে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, যেখান থেকে ইভিএম খারাপের খবর এসেছিল সেই সব জায়গায় টেকনিশিয়ান পাঠিয়ে দ্রুত সমস্যার সমাধান করা হয়েছে। তারপর আবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া এগিয়েছে। কোথাও আবার ইভিএম বদলে দেওয়া হয়েছে।
এদিকে, আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে দ্বিতীয় পর্যায় সমস্ত কেন্দ্রে যেমন কেন্দ্রীয় বাহিনীর মোতায়ন করা হয়েছে, তেমনি সমস্ত কেন্দ্রে ওয়েব কাস্টিং করা হয়েছে। তবে দ্বিতীয় দফায় বেশ কিছু 'শ্যাডো জোন' রয়েছে, যেসব জায়গায় সিসিটিভির মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: