আলিপুরদুয়ার, 6 এপ্রিল: পাহাড়, জঙ্গল, চা-বাগান অধ্যুষিত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র । একদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলদাপাড়া জাতীয় উদ্যান । ভারত-ভুটান সীমান্তের কোলে অবস্থিত এই লোকসভা কেন্দ্রটি বরাবরই আরএসপির দখলে ছিল । 2014 সালে আরএসপির হাত থেকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের দখল নেয় তৃণমূল কংগ্রেস । 2019 সালে তৃণমূল কংগ্রেসকে কুপোকাত করে আলিপুরদুয়ারে পদ্ম ফোটায় বিজেপি । বিজেপি প্রার্থী জন বারলা বিরাট অঙ্কের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দশরথ তিরকে-কে পরাজিত করেন ।
2019 সালে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জন বারলা পেয়েছিলেন 7 লক্ষ 50 হাজার 804 ভোট । তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 5 লক্ষ 6 হাজার 815 ভোট । তৃণমূল কংগ্রেসের প্রার্থী দশরথ তিরকে-কে হারিয়ে 2 লক্ষ 43 হাজার 989 ভোটে জয়ী হয়েছিলেন জন বারলা । বিরাট ভোটে জয়ের পর 2021 সালে বিজেপি জন বারলাকে সংখ্যালঘু মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদে বসায় ।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভাতেই 2021 সালে বিজেপি জয়ী হয় । সাতটি বিধানসভা হল - আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট-বীরপাড়া, নাগরাকাটা ও তুফানগঞ্জ ৷ এর মধ্যে আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রাম, কালচিনি ও মাদারিহাট-বীরপাড়া আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়ছে ৷ নাগরাকাটা জলপাইগুড়িতে ও তুফানগঞ্জ কোচবিহারে অবস্থিত ৷
এই লোকসভা কেন্দ্রের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সাতটি ব্লকের মধ্যে পাঁচটি ব্লকই আদিবাসী অধ্যুষিত । কালচিনি, কুমারগ্রাম, মাদারিহাট-বীরপাড়া, নাগরাকাটা ও আলিপুরদুয়ার-2 ব্লকে চা বাগান অধ্যুষিত এলাকা ৷ এখানে আদিবাসীদের সংখ্যা বেশি । চা শ্রমিকরা কোন প্রার্থীকে আশীর্বাদ করে সেই দিকে সবার নজর । বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা 2016 সাল থেকে মাদারিহাট-বীরপাড়া বিধানসভায় বিধায়ক । 2004 ও 2009 সালে আলিপুরদুয়ার লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ ফলে তাঁর বড় ভোটে লড়াই করার অভিজ্ঞতা আছে । অন্যদিকে প্রকাশ চিক বরাইকের বড় ভোটে লড়াই করার অভিজ্ঞতা কম থাকলেও তিনি 2021 সাল থেকে আলিপুরদুয়ারের জেলা তৃণমূল সভাপতি । ফলে আলিপুরদুয়ারের নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে তাঁর ।
বিজেপি প্রার্থী তথা বিজেপির জেলা সভাপতি মনোজ টিগ্গা অভিযোগ করেন বলেন, ‘‘আগে চা-বাগান থেকে যে সমস্ত সুযোগ সুবিধা, সরঞ্জাম পাওয়া যেত, এখন কিছুই পাওয়া যায় না । চা-বাগানের মালিকপক্ষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা যোগসাজস আছে ৷ শ্রমিকদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে । শাসক দলের নেতারা বাগানের গাছ বিক্রি করে দিচ্ছে । চা-শ্রমিকদের শ্রমিক আবাসনের সংস্কার নেই । শাসক দলের শ্রমিক সংগঠনের কোনও নজর নেই । শাসক দল কোনও কিছু দেবে না ৷ তাই বিজেপিকে জেতাবে বলে শ্রমিকরা এমনটাই আমাদের জানাচ্ছেন ।’’
তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ারের প্রার্থী তথা জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, ‘‘2019 সাল আর 2024 সালের মধ্যে অনেক পার্থক্য আছে । 2021 সালের পর মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প মানুষের জন্য দিয়েছেন, সেই বিষয়গুলোকে সামনে রেখেই আমরা ভোট চাইতে যাচ্ছি । লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, চা-শ্রমিকদের ভাতা বৃদ্ধি । চা-বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়া ও তাঁদের বাড়ি বানানোর জন্য 1 লক্ষ 20 হাজার টাকা দেওয়া হচ্ছে । যেটা আগে কোনোদিন কেউ পাননি । চা-শ্রমিকদের আগে ভুল বুঝিয়ে বিজেপি ভোট নিয়েছে ৷ এবার সেটা হবে না ৷ আমরা এবার জয়ী হব ৷ কিন্তু কত ব্যবধানে সেটা বলা যাবে না । আলিপুরদুয়ারের বিজেপির প্রার্থী বিভিন্ন কুকীর্তির কথা তারই সাংসদ তথা মন্ত্রী প্রকাশ্যে বলেছেন । সাংসদ পাঁচ বছরে কিছুই করেনি ।’’
আরও পড়ুন: