ETV Bharat / state

জমি দখলের হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, মালদার গ্রামে বিক্ষোভ স্থানীয়দের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 6:06 PM IST

Protest against Land Mafias: এলাকার বাসিন্দাদের তুলে দিয়ে জমি দখলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মালদার শিলাদহ গ্রামে ৷ স্থানীয়দের দাবি, গত কালীপুজোর পর থেকে প্রায়ই এই নিয়ে হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা ৷ শুক্রবার এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান৷ ঘটনাস্থলে যায় পুলিশও ৷ পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হলে যথাযথ পদক্ষেপ করা হবে ৷

Protest against Land Mafias
Protest against Land Mafias

মালদা, 23 ফেব্রুয়ারি: 20-25 বছর ধরে এলাকায় বসবাস করছে 30-35টি পরিবার ৷ জমির রেকর্ডও তাঁদের নামে ৷ অভিযোগ, গত বছর কালীপুজোর পর থেকে হঠাৎ এলাকায় উদয় হয় কিছু দুষ্কৃতীর ৷ বাসিন্দাদের তারা হুমকি দেয়, জমি তারা কিনে নিয়েছে ৷ সবাইকে ঘর সরিয়ে নিতে হবে ৷ প্রথমে স্থানীয়রা ওই দুষ্কৃতীদের তেমন গুরুত্ব দেননি ৷

তাঁদের দাবি, গতকাল তারা ফের এলাকায় তাণ্ডব চালিয়ে বলে যায়, রবিবারের মধ্যে সবাই ঘর সরিয়ে না নিলে বুলডোজার দিয়ে সব বাড়ি ভেঙে দেবে তারা ৷ এই ঘটনার প্রতিবাদে শুক্রবার প্রবল বিক্ষেভ দেখান স্থানীয় মানুষ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রশিলাদহ গ্রামের বাগানপাড়ায় ৷

স্থানীয় বাসিন্দা রাখি সাহা বলেন, “এরা সবাই দুষ্কৃতী ৷ পাশের গ্রামে বাড়ি ৷ কিন্তু ওদের নাম জানি না ৷ এর আগেও ওরা এসে জমি খালি করার হুমকি দিয়ে গিয়েছিল ৷ গতকাল ওরা ফের এলাকায় আসে ৷ এবার বোমা, পিস্তল, রামদার মতো অস্ত্র নিয়ে ৷ একটা বাড়ি ভেঙেও দেয় ৷ বলে গিয়েছে, রবিবারের মধ্যে ঘর খালি করে দিতে হবে ৷ নইলে গুলি করবে ৷ বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেবে ৷ রবিবার ওরা নাকি আমিন দিয়ে পুরো জায়গা মাপামাপি করবে ৷’’

তিনি আরও বলেন, ‘‘ওদের ভয়ে গতকাল আমরা প্রতিবাদ করতে পারিনি ৷ ওরা আজ সকালেও এসেছিল ৷ তবে আজ কিছু বলিনি৷ কালীপুজো থেকেই এই ঝামেলা চলছে ৷ ওরা দিনের বেলাতেই আসছে ৷ গোটা বিষয়টি আমরা পঞ্চায়েত সদস্য-সহ অনেককে জানিয়েছি ৷ ভয়ে আমরা গতকাল থেকে ঠিকমতো খেতেও পারছি না ৷ আমরা এখানে 20-25 বছর ধরে বসবাস করছি ৷ জমির রেকর্ড আমাদের কাছেই আছে ৷ আমরা সবাই গরিব মানুষ ৷ খেটে খাই ৷ অনেক কষ্টে জমি কিনেছি ৷ সেই জমি দখল করতে চাইছে দুষ্কৃতীরা ৷ প্রশাসনের কাছে আমাদের আর্জি, আমাদের সুরক্ষার ব্যবস্থা করা হোক ৷”

এলাকার আরেক বাসিন্দা শ্যামল ঘোষ বলেন, “20-25 বছর ধরে এখানে আমরা বসবাস করছি ৷ হঠাৎ দুষ্কৃতীরা আমাদের জমি দখল করতে চাইছে ৷ স্বেচ্ছায় জমি খালি না করলে খুনের হুমকি দিচ্ছে ৷ আমরা গরিব মানুষ ৷ সবাই সকালে কাজে বেরিয়ে যাই ৷ বাড়িতে মেয়েরাই থাকে ৷ সেই সময় ওরা এখানে আসছে ৷ প্রশাসন এনিয়ে কোনও পদক্ষেপ না নিলে আমরা বড়সড় আন্দোলনে নামব ৷”

এদিকে এলাকাবাসীর বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালদা থানার পুলিশ ৷ পুলিশকর্মীরা আশ্বাস দেন, এই নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ৷ ওই দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টাও করা হবে ৷ মালদা থানার পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ দায়ের হলে যথাযথ পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন:

  1. টাকা নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত দোকানের কর্মী, অধরা আততায়ীরা
  2. উদ্ধার মুণ্ডহীন দেহ, নাবালিকাকে খুনের প্রতিবাদে অগ্নিগর্ভ মালদা
  3. পুলিশের তোলাবাজির অভিযোগ, মালদায় একজোট হয়ে আন্দোলনে ট্রাক মালিকরা

মালদা, 23 ফেব্রুয়ারি: 20-25 বছর ধরে এলাকায় বসবাস করছে 30-35টি পরিবার ৷ জমির রেকর্ডও তাঁদের নামে ৷ অভিযোগ, গত বছর কালীপুজোর পর থেকে হঠাৎ এলাকায় উদয় হয় কিছু দুষ্কৃতীর ৷ বাসিন্দাদের তারা হুমকি দেয়, জমি তারা কিনে নিয়েছে ৷ সবাইকে ঘর সরিয়ে নিতে হবে ৷ প্রথমে স্থানীয়রা ওই দুষ্কৃতীদের তেমন গুরুত্ব দেননি ৷

তাঁদের দাবি, গতকাল তারা ফের এলাকায় তাণ্ডব চালিয়ে বলে যায়, রবিবারের মধ্যে সবাই ঘর সরিয়ে না নিলে বুলডোজার দিয়ে সব বাড়ি ভেঙে দেবে তারা ৷ এই ঘটনার প্রতিবাদে শুক্রবার প্রবল বিক্ষেভ দেখান স্থানীয় মানুষ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রশিলাদহ গ্রামের বাগানপাড়ায় ৷

স্থানীয় বাসিন্দা রাখি সাহা বলেন, “এরা সবাই দুষ্কৃতী ৷ পাশের গ্রামে বাড়ি ৷ কিন্তু ওদের নাম জানি না ৷ এর আগেও ওরা এসে জমি খালি করার হুমকি দিয়ে গিয়েছিল ৷ গতকাল ওরা ফের এলাকায় আসে ৷ এবার বোমা, পিস্তল, রামদার মতো অস্ত্র নিয়ে ৷ একটা বাড়ি ভেঙেও দেয় ৷ বলে গিয়েছে, রবিবারের মধ্যে ঘর খালি করে দিতে হবে ৷ নইলে গুলি করবে ৷ বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেবে ৷ রবিবার ওরা নাকি আমিন দিয়ে পুরো জায়গা মাপামাপি করবে ৷’’

তিনি আরও বলেন, ‘‘ওদের ভয়ে গতকাল আমরা প্রতিবাদ করতে পারিনি ৷ ওরা আজ সকালেও এসেছিল ৷ তবে আজ কিছু বলিনি৷ কালীপুজো থেকেই এই ঝামেলা চলছে ৷ ওরা দিনের বেলাতেই আসছে ৷ গোটা বিষয়টি আমরা পঞ্চায়েত সদস্য-সহ অনেককে জানিয়েছি ৷ ভয়ে আমরা গতকাল থেকে ঠিকমতো খেতেও পারছি না ৷ আমরা এখানে 20-25 বছর ধরে বসবাস করছি ৷ জমির রেকর্ড আমাদের কাছেই আছে ৷ আমরা সবাই গরিব মানুষ ৷ খেটে খাই ৷ অনেক কষ্টে জমি কিনেছি ৷ সেই জমি দখল করতে চাইছে দুষ্কৃতীরা ৷ প্রশাসনের কাছে আমাদের আর্জি, আমাদের সুরক্ষার ব্যবস্থা করা হোক ৷”

এলাকার আরেক বাসিন্দা শ্যামল ঘোষ বলেন, “20-25 বছর ধরে এখানে আমরা বসবাস করছি ৷ হঠাৎ দুষ্কৃতীরা আমাদের জমি দখল করতে চাইছে ৷ স্বেচ্ছায় জমি খালি না করলে খুনের হুমকি দিচ্ছে ৷ আমরা গরিব মানুষ ৷ সবাই সকালে কাজে বেরিয়ে যাই ৷ বাড়িতে মেয়েরাই থাকে ৷ সেই সময় ওরা এখানে আসছে ৷ প্রশাসন এনিয়ে কোনও পদক্ষেপ না নিলে আমরা বড়সড় আন্দোলনে নামব ৷”

এদিকে এলাকাবাসীর বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালদা থানার পুলিশ ৷ পুলিশকর্মীরা আশ্বাস দেন, এই নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ৷ ওই দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টাও করা হবে ৷ মালদা থানার পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ দায়ের হলে যথাযথ পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন:

  1. টাকা নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত দোকানের কর্মী, অধরা আততায়ীরা
  2. উদ্ধার মুণ্ডহীন দেহ, নাবালিকাকে খুনের প্রতিবাদে অগ্নিগর্ভ মালদা
  3. পুলিশের তোলাবাজির অভিযোগ, মালদায় একজোট হয়ে আন্দোলনে ট্রাক মালিকরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.