ETV Bharat / state

অঙ্গনওয়াড়ির খিচুড়িতে টিকটিকি ! হাসপাতালে চার শিশু ; বিক্ষোভ স্থানীয়দের - LIZARD FOUND IN MID DAY MEAL - LIZARD FOUND IN MID DAY MEAL

Mid-Day Meal Controversy: ফের বিতর্কে মিড-ডে মিল ৷ পরিবেশনের সময় শিশুর পাত থেকে মিলল টিকটিকি ৷ খবর প্রকাশ্যে আসতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷

Mid Day Meal
মিড-ডে মিলের খিচুড়িতে টিকটিকি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 9:36 PM IST

Updated : Sep 2, 2024, 10:22 PM IST

বালুরঘাট, 2 সেপ্টেম্বর: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি ! রান্নার চালের বস্তায় গুটখার প্যাকেট । এমনই অভিযোগ উঠল ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের এক অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রে । সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপাড়া অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রে । এদিন অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রে রান্নার পর খাবার দিতে গিয়ে এক শিশুর খাবারের মধ্যে একটি টিকটিকি দেখতে পাওয়া যায় । এদিকে ওই খাবার অন্য কিছু শিশু আগেই খেয়ে ফেলে । ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা ৷

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি (ইটিভি ভারত)

চারজন শিশু অসুস্থ বোধ করায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা তাদের বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান । স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে প্রতিনিয়ত শিশুদের খাবার রান্না হচ্ছে । পাশাপাশি বেহাল অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের । নোংরা ও অপরিষ্কার জায়গায় রান্না হয় । ভেঙে পড়েছে ঘরের দেওয়াল । দীর্ঘদিন ধরে বন্ধ শৌচালয় ৷ একরকম অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র । সেখানেই হচ্ছে মিড-ডে মিলের রান্না ।

এই বিষয়ে শেফালী দেবনাথ নামে এক অভিভাবক বলেন, "আজকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে অনেকেই খাবার নিয়ে যায় বাড়িতে । কয়েকজনকে খাইয়েও দেওয়া হয় । এরপরেই জানা যায় একজনের খাবারে টিকটিকি পাওয়া গিয়েছে । সঙ্গে সঙ্গে কেন্দ্রে এসে সেটা দেখানো হয় । এর আগেও এখানে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ছিল । আমরা চাই বাচ্চাদের খাবার যেন একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে ।"

শিক্ষিকা লতা বিশ্বাস বলেন, "নিয়ম হিসেবে বাড়ির লোকেরা কেটলি করে খাবার নিয়ে যায়। আমরা খাবার ডিস্ট্রিবিউশন করেছিলাম । পরে একজন খবর দেয় তাদের খাবারে নাকি টিকটিকি পাওয়া গিয়েছে । জানতে পেরেই আমি সকল বাড়িতে গিয়ে খাবারগুলো ফেলে দিতে বলি । দু-একজন এই খাবার আগেই খেয়েছে, তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে । তবে এখনও কেউ সেভাবে অসুস্থ হয়নি, ডাক্তার দেখার পরে জানা যাবে ।"

বালুরঘাট, 2 সেপ্টেম্বর: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি ! রান্নার চালের বস্তায় গুটখার প্যাকেট । এমনই অভিযোগ উঠল ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের এক অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রে । সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপাড়া অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রে । এদিন অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রে রান্নার পর খাবার দিতে গিয়ে এক শিশুর খাবারের মধ্যে একটি টিকটিকি দেখতে পাওয়া যায় । এদিকে ওই খাবার অন্য কিছু শিশু আগেই খেয়ে ফেলে । ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা ৷

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি (ইটিভি ভারত)

চারজন শিশু অসুস্থ বোধ করায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা তাদের বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান । স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে প্রতিনিয়ত শিশুদের খাবার রান্না হচ্ছে । পাশাপাশি বেহাল অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের । নোংরা ও অপরিষ্কার জায়গায় রান্না হয় । ভেঙে পড়েছে ঘরের দেওয়াল । দীর্ঘদিন ধরে বন্ধ শৌচালয় ৷ একরকম অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র । সেখানেই হচ্ছে মিড-ডে মিলের রান্না ।

এই বিষয়ে শেফালী দেবনাথ নামে এক অভিভাবক বলেন, "আজকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে অনেকেই খাবার নিয়ে যায় বাড়িতে । কয়েকজনকে খাইয়েও দেওয়া হয় । এরপরেই জানা যায় একজনের খাবারে টিকটিকি পাওয়া গিয়েছে । সঙ্গে সঙ্গে কেন্দ্রে এসে সেটা দেখানো হয় । এর আগেও এখানে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ছিল । আমরা চাই বাচ্চাদের খাবার যেন একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে ।"

শিক্ষিকা লতা বিশ্বাস বলেন, "নিয়ম হিসেবে বাড়ির লোকেরা কেটলি করে খাবার নিয়ে যায়। আমরা খাবার ডিস্ট্রিবিউশন করেছিলাম । পরে একজন খবর দেয় তাদের খাবারে নাকি টিকটিকি পাওয়া গিয়েছে । জানতে পেরেই আমি সকল বাড়িতে গিয়ে খাবারগুলো ফেলে দিতে বলি । দু-একজন এই খাবার আগেই খেয়েছে, তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে । তবে এখনও কেউ সেভাবে অসুস্থ হয়নি, ডাক্তার দেখার পরে জানা যাবে ।"

Last Updated : Sep 2, 2024, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.