ETV Bharat / state

পুজো কার্নিভালের পাল্টা! মঙ্গলবার 'দ্রোহ কার্নিভালের' ডাক জুনিয়র চিকিৎসকদের - RG KAR PROTEST LIVE UPDATES

Kolkata Doctor Rape And Murder
আরও বড় আন্দোলনের ডাক জুনিয়র ডাক্তারদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 11:36 AM IST

Updated : Oct 12, 2024, 9:33 PM IST

অনশনে সামিল হওয়া আরজি কর মেডিক্যালেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তাঁরই হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে ৷ এর পরই শুক্রবার সকালে জুনিয়র ডাক্তারদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’। জুনিয়র চিকিৎসক আন্দোলনের আর এক অন্যতম মুখ ডাঃ দেবাশিস হালদার ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’-এর পক্ষ থেকে আরও বড় আন্দোলনের ডাক দিয়েছেন। শুক্রবার বিকেলে ধর্মতলার অনশনমঞ্চ সংলগ্ন এলাকায় সমাবেশে সাধারণ মানুষকেও পাশে চেয়ে সকলকে একত্রিত হওয়ার বার্তা দেন দেবাশিস ৷

এদিকে ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে ! অনশন আন্দোলনে যোগ দিলেন আরও দু'জন জুনিয়র চিকিৎসক। শিশুমঙ্গল হাসপাতালের ইএনটি বিভাগের দ্বিতীয় বর্ষের পিজিটি পরিচয় পণ্ডা আর অপরজন হলেন, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটি আলোলিকা ঘোড়ুই ৷ শনিবার অষ্টম দিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের ‘আমরণ অনশন’ কর্মমূচি ৷ আগামী সোমবার থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালের কর্মীরাও আংশিক কর্মবিরতি পালন করবেন। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের কর্মীদের পাশে দাঁড়াতেই তাঁদের এই উদ্যোগ। দিনভর এমনই নানা কর্মসূচি ও ঘটনার খবর পেতে ইটিভি ভারতের লাইভে নজর রাখুন ৷

LIVE FEED

9:31 PM, 12 Oct 2024 (IST)

আবারও কার্নিভাল বয়কটের ডাক শুভেন্দুর

আবারও পুজো কার্নিভাল বয়কটের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। দশমীর সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, "মানুষ পুজো করলেও উৎসব পালন করেনি। মানুষের মুখ দেখেই ব্যাপারটা বোঝা গিয়েছে।"

6:48 PM, 12 Oct 2024 (IST)

'দ্রোহের কার্নিভাল' মঙ্গলবার

রাজ্যের পুজো কার্নিভালের দিন এবার আরেক কার্নিভালের ডাক দিল চিকিৎসক সমাজ। মঙ্গলবার রানি রাসমণি রোডে "দ্রোহের কার্নিভালের" ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্তার। বিকাল 4টের সময় শুরু হবে এই কর্মসূচি। মূলত সমাজের সকল স্তরের মানুষকে এই দিন রানি রাসমণি রোডে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে "দ্রোহের কার্নিভাল"।

JUNIOR DOCTOR PROTEST
দ্রোহ কার্নিভালের ডাক (ইটিভি ভারত)

6:09 PM, 12 Oct 2024 (IST)

শুরু জামিনের প্রক্রিয়া

পুজোর মধ্যে দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী পুজোমণ্ডপে গিয়ে আরজি কর কান্ডে বিচার চাই স্লোগান তোলার অভিযোগে 9 জনকে গ্রেফতার করেছিল লালবাজার। পরে তারা হাইকোর্ট এর দ্বারস্থ হন । তাঁদের অন্তর্বর্তী জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শনিবার বিকালে ধৃতদের জেল থেকে ছাড়ার প্রক্রিয়া শুরু করে লালবাজার ও রবীন্দ্র সরোবর থানা। বিকালে লালবাজার থেকে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে রবীন্দ্র সরোবর থানায়। লালবাজার সূত্রের খবর পরে সেই থানা থেকেই তাঁদের জামিন দেওয়া হবে।

LALBAZAR
লালবাজারের প্রতীক ছবি (নিজস্ব চিত্র)

3:39 PM, 12 Oct 2024 (IST)

চিকিৎসকদের গণইস্তফা অবৈধ, দাবি আলাপনের

সিনিয়ার চিকিৎসকদের গণইস্তফা বৈধ নয়। চাকরির নিয়ম অনুসারে কেউ পদত্যাগ করতে চাইলে তাঁকে ব্যক্তিগতভাবে নিয়োগকর্তার কাছে পদত্যাগ পত্র জমা করতে হয়। এক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে পদত্যাগ বৈধ নয় বলে দাবি মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা তথা প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি এ কথা জানিয়েছেন ।

2:01 PM, 12 Oct 2024 (IST)

উত্তরবঙ্গ মেডিক্যালে অসুস্থ অনশনরত চিকিৎসক আলোক কুমার ভার্মা

উত্তরবঙ্গ মেডিক্যালেও অনশন করছেন দুই জুনিয়র চিকিৎসক। তাঁদের অনশনের 146 ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে সাইকিয়াট্রি বিভাগের জুনিয়র চিকিৎসক আলোক কুমার ভার্মার ৷ তাঁর হাইব্রিড সিসিইউতে চিকিৎসা চলছে ৷

1:16 PM, 12 Oct 2024 (IST)

বেসরকারি হাসপাতালেও আংশিক কর্মবিরতি

আগামী সোমবার থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালের কর্মীরাও আংশিক কর্মবিরতি পালন করবেন। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের কর্মীদের পাশে দাঁড়াতেই বেসরকারি হাসপাতালের চিকিৎসক-কর্মীদের এই উদ্যোগ।

12:08 PM, 12 Oct 2024 (IST)

হস্তক্ষেপ করুন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে চিঠি দিল ফেমা

দ্রুত সমস্যা মেটাতে হস্তক্ষেপ করুন, আবেদন ফেডারেশন অফ মেডিকেল অ্যাসোসিয়েশন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কে চিঠি দিয়ে আবেদন করেছে অ্যাসোসিয়েশন ৷ অনশনকারী জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার কথাও তারা তুলে ধরা হয়েছে এই চিঠিতে।

11:39 AM, 12 Oct 2024 (IST)

রবিবার অরন্ধন কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের

শুক্রবারই জুনিয়র চিকিৎসকদের তরফে নতুন কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল ৷ রবিবার, একাদশীর দিন রাজ্যের ঘরে ঘরে অরন্ধন পালনের ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ।

11:16 AM, 12 Oct 2024 (IST)

রবিবার 12 ঘণ্টার প্রতীকী অনশনে আইএমএ বেঙ্গল

রবিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এর বেঙ্গল শাখা কলকাতা-সহ একাধিক জেলায় 12 ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে। সংগঠনের তরফে ডাঃ দ্বৈপায়ন মজুমদার জানিয়েছেন, আগামী রবিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত গোটা রাজ্যে জুড়ে এই কর্মসূচি পালিত হবে। তিনি আরও জানান, এর পরেও কোনও সুরাহা না হলে বিকল্প পথে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাববেন তাঁরা।

অনশনে সামিল হওয়া আরজি কর মেডিক্যালেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তাঁরই হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে ৷ এর পরই শুক্রবার সকালে জুনিয়র ডাক্তারদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’। জুনিয়র চিকিৎসক আন্দোলনের আর এক অন্যতম মুখ ডাঃ দেবাশিস হালদার ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’-এর পক্ষ থেকে আরও বড় আন্দোলনের ডাক দিয়েছেন। শুক্রবার বিকেলে ধর্মতলার অনশনমঞ্চ সংলগ্ন এলাকায় সমাবেশে সাধারণ মানুষকেও পাশে চেয়ে সকলকে একত্রিত হওয়ার বার্তা দেন দেবাশিস ৷

এদিকে ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে ! অনশন আন্দোলনে যোগ দিলেন আরও দু'জন জুনিয়র চিকিৎসক। শিশুমঙ্গল হাসপাতালের ইএনটি বিভাগের দ্বিতীয় বর্ষের পিজিটি পরিচয় পণ্ডা আর অপরজন হলেন, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটি আলোলিকা ঘোড়ুই ৷ শনিবার অষ্টম দিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের ‘আমরণ অনশন’ কর্মমূচি ৷ আগামী সোমবার থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালের কর্মীরাও আংশিক কর্মবিরতি পালন করবেন। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের কর্মীদের পাশে দাঁড়াতেই তাঁদের এই উদ্যোগ। দিনভর এমনই নানা কর্মসূচি ও ঘটনার খবর পেতে ইটিভি ভারতের লাইভে নজর রাখুন ৷

LIVE FEED

9:31 PM, 12 Oct 2024 (IST)

আবারও কার্নিভাল বয়কটের ডাক শুভেন্দুর

আবারও পুজো কার্নিভাল বয়কটের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। দশমীর সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, "মানুষ পুজো করলেও উৎসব পালন করেনি। মানুষের মুখ দেখেই ব্যাপারটা বোঝা গিয়েছে।"

6:48 PM, 12 Oct 2024 (IST)

'দ্রোহের কার্নিভাল' মঙ্গলবার

রাজ্যের পুজো কার্নিভালের দিন এবার আরেক কার্নিভালের ডাক দিল চিকিৎসক সমাজ। মঙ্গলবার রানি রাসমণি রোডে "দ্রোহের কার্নিভালের" ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্তার। বিকাল 4টের সময় শুরু হবে এই কর্মসূচি। মূলত সমাজের সকল স্তরের মানুষকে এই দিন রানি রাসমণি রোডে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে "দ্রোহের কার্নিভাল"।

JUNIOR DOCTOR PROTEST
দ্রোহ কার্নিভালের ডাক (ইটিভি ভারত)

6:09 PM, 12 Oct 2024 (IST)

শুরু জামিনের প্রক্রিয়া

পুজোর মধ্যে দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী পুজোমণ্ডপে গিয়ে আরজি কর কান্ডে বিচার চাই স্লোগান তোলার অভিযোগে 9 জনকে গ্রেফতার করেছিল লালবাজার। পরে তারা হাইকোর্ট এর দ্বারস্থ হন । তাঁদের অন্তর্বর্তী জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শনিবার বিকালে ধৃতদের জেল থেকে ছাড়ার প্রক্রিয়া শুরু করে লালবাজার ও রবীন্দ্র সরোবর থানা। বিকালে লালবাজার থেকে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে রবীন্দ্র সরোবর থানায়। লালবাজার সূত্রের খবর পরে সেই থানা থেকেই তাঁদের জামিন দেওয়া হবে।

LALBAZAR
লালবাজারের প্রতীক ছবি (নিজস্ব চিত্র)

3:39 PM, 12 Oct 2024 (IST)

চিকিৎসকদের গণইস্তফা অবৈধ, দাবি আলাপনের

সিনিয়ার চিকিৎসকদের গণইস্তফা বৈধ নয়। চাকরির নিয়ম অনুসারে কেউ পদত্যাগ করতে চাইলে তাঁকে ব্যক্তিগতভাবে নিয়োগকর্তার কাছে পদত্যাগ পত্র জমা করতে হয়। এক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে পদত্যাগ বৈধ নয় বলে দাবি মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা তথা প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি এ কথা জানিয়েছেন ।

2:01 PM, 12 Oct 2024 (IST)

উত্তরবঙ্গ মেডিক্যালে অসুস্থ অনশনরত চিকিৎসক আলোক কুমার ভার্মা

উত্তরবঙ্গ মেডিক্যালেও অনশন করছেন দুই জুনিয়র চিকিৎসক। তাঁদের অনশনের 146 ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে সাইকিয়াট্রি বিভাগের জুনিয়র চিকিৎসক আলোক কুমার ভার্মার ৷ তাঁর হাইব্রিড সিসিইউতে চিকিৎসা চলছে ৷

1:16 PM, 12 Oct 2024 (IST)

বেসরকারি হাসপাতালেও আংশিক কর্মবিরতি

আগামী সোমবার থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালের কর্মীরাও আংশিক কর্মবিরতি পালন করবেন। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের কর্মীদের পাশে দাঁড়াতেই বেসরকারি হাসপাতালের চিকিৎসক-কর্মীদের এই উদ্যোগ।

12:08 PM, 12 Oct 2024 (IST)

হস্তক্ষেপ করুন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে চিঠি দিল ফেমা

দ্রুত সমস্যা মেটাতে হস্তক্ষেপ করুন, আবেদন ফেডারেশন অফ মেডিকেল অ্যাসোসিয়েশন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কে চিঠি দিয়ে আবেদন করেছে অ্যাসোসিয়েশন ৷ অনশনকারী জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার কথাও তারা তুলে ধরা হয়েছে এই চিঠিতে।

11:39 AM, 12 Oct 2024 (IST)

রবিবার অরন্ধন কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের

শুক্রবারই জুনিয়র চিকিৎসকদের তরফে নতুন কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল ৷ রবিবার, একাদশীর দিন রাজ্যের ঘরে ঘরে অরন্ধন পালনের ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ।

11:16 AM, 12 Oct 2024 (IST)

রবিবার 12 ঘণ্টার প্রতীকী অনশনে আইএমএ বেঙ্গল

রবিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এর বেঙ্গল শাখা কলকাতা-সহ একাধিক জেলায় 12 ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে। সংগঠনের তরফে ডাঃ দ্বৈপায়ন মজুমদার জানিয়েছেন, আগামী রবিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত গোটা রাজ্যে জুড়ে এই কর্মসূচি পালিত হবে। তিনি আরও জানান, এর পরেও কোনও সুরাহা না হলে বিকল্প পথে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাববেন তাঁরা।

Last Updated : Oct 12, 2024, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.