ETV Bharat / state

প্রচণ্ড গরমে ভোট কর্মীদের জন্য বিশেষ মেডিক্যাল ব্যবস্থা; সঙ্গে ছুটিও - Lok Sabha Election 2024

Medical Arrangements for Poll Workers: ভরা এপ্রিলে প্রচণ্ড গরম ৷ মাথায়র ওপর থাকবে চাঁদিফাটা রোদ ৷ এই অবস্থায় ভোট কর্মীদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিল জাতীয় নির্বাচন কমিশন ৷

Etv Bharat
ভোট কর্মীদের জন্য বিশেষ মেডিক্যাল ব্যবস্থা
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 9:25 PM IST

কলকাতা, 29 মার্চ: লোকসভা ভোটে স্বচ্ছ ও ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন ৷ একইভাবে এই নির্বাচনে জড়িত লক্ষ লক্ষ ভোট কর্মীদের স্বাস্থ্যের দিকেও নজর রাখছে কমিশন ৷ প্রচণ্ড গরমে ভোট কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে কমিশনের তরফে ৷ অন্যদিকে, ভোটের জন্য রাজ্যের বিশেষ সাধারণ পর্যবেক্ষক হচ্ছেন অবসরপ্রাপ্ত আধিকারিক আইএএস অলোক সিনহা ৷

যেমন, লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের জন্য বিশেষ মেডিক্যাল কিটের ব্যবস্থা করেছে কমিশন। প্রত্যেকের জন্য দেওয়া হচ্ছে বিশেষ মেডিক্যাল কিট। যাতে থাকছে জ্বর, সর্দি-কাশি, হাঁচি, পেটের অসুখের ওষুধ । এছাড়াও থাকছে মশার ধূপ এবং হ্যান্ড স্যানিটাইজার। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচন চলবে আগামী 4 জুন পর্যন্ত। ওইদিনই 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা। তাই নির্বাচন চলাকালীন বিশেষ করে ভোটের দিনগুলিতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

সারা দেশ জুড়ে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাতেও ভোট হবে সাত দফাতেই। রাজ্যের অর্থ দফতরের পক্ষ থেকে প্রকাশিত নির্বাচনের দিনগুলোতে রাজ্যে কোন দিন, কোথায় ছুটি থাকবে তার তালিকা প্রকাশ করা হয়েছে ৷ স্পষ্ট জানানো হয়েছে যে, যে কেন্দ্রে যেদিন নির্বাচন থাকবে সেই কেন্দ্রগুলিতে সেদিন কর্মীরা সবেতন ছুটি পাবেন। বেসরকারি কর্মীদেরও ওই দিনগুলিতে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। একজন ভোটার নিজের লোকসভা এলাকার বাইরে কর্মরত হলেও তিনি নিজের কেন্দ্রের ভোটের দিন ছুটি পাবেন। যে স্কুলগুলিকে ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে, সেই লোকসভা কেন্দ্রগুলিতে ভোটের আগের দিন গুলিতে ছুটি দিতে হবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হলেও রাজ্য শ্রম দফতরের পক্ষ থেকে আলাদা করে ছুটির দিন উল্লেখ করে একটি পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ রাজ্যে লোকসভা নির্বাচনের দিন 19 এপ্রিল, 26 এপ্রিল, 7 মে, 13 মে, 20 মে, 25 মে ও 1 জুন। এই দিনগুলিতে যে এলাকায় নির্বাচন হবে সেইদিন সেই এলাকায় সমস্ত অফিস ছুটি থাকবে।

আরও পড়ুন

1. ঘরেও চাপে স্বপন, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ দলেরই 2 কর্মীর

2. এনআইএকে তৃণমূল নেতাদের তালিকা দিল বিজেপি, শনিতেই গ্রেফতার ? বিস্ফোরক কুণাল

3. আলোচনায় এআই থেকে ইউপিআই ! ভারত এগিয়ে চলেছে, মোদির প্রশংসায় গেটস

কলকাতা, 29 মার্চ: লোকসভা ভোটে স্বচ্ছ ও ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন ৷ একইভাবে এই নির্বাচনে জড়িত লক্ষ লক্ষ ভোট কর্মীদের স্বাস্থ্যের দিকেও নজর রাখছে কমিশন ৷ প্রচণ্ড গরমে ভোট কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে কমিশনের তরফে ৷ অন্যদিকে, ভোটের জন্য রাজ্যের বিশেষ সাধারণ পর্যবেক্ষক হচ্ছেন অবসরপ্রাপ্ত আধিকারিক আইএএস অলোক সিনহা ৷

যেমন, লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের জন্য বিশেষ মেডিক্যাল কিটের ব্যবস্থা করেছে কমিশন। প্রত্যেকের জন্য দেওয়া হচ্ছে বিশেষ মেডিক্যাল কিট। যাতে থাকছে জ্বর, সর্দি-কাশি, হাঁচি, পেটের অসুখের ওষুধ । এছাড়াও থাকছে মশার ধূপ এবং হ্যান্ড স্যানিটাইজার। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচন চলবে আগামী 4 জুন পর্যন্ত। ওইদিনই 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা। তাই নির্বাচন চলাকালীন বিশেষ করে ভোটের দিনগুলিতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

সারা দেশ জুড়ে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাতেও ভোট হবে সাত দফাতেই। রাজ্যের অর্থ দফতরের পক্ষ থেকে প্রকাশিত নির্বাচনের দিনগুলোতে রাজ্যে কোন দিন, কোথায় ছুটি থাকবে তার তালিকা প্রকাশ করা হয়েছে ৷ স্পষ্ট জানানো হয়েছে যে, যে কেন্দ্রে যেদিন নির্বাচন থাকবে সেই কেন্দ্রগুলিতে সেদিন কর্মীরা সবেতন ছুটি পাবেন। বেসরকারি কর্মীদেরও ওই দিনগুলিতে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। একজন ভোটার নিজের লোকসভা এলাকার বাইরে কর্মরত হলেও তিনি নিজের কেন্দ্রের ভোটের দিন ছুটি পাবেন। যে স্কুলগুলিকে ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে, সেই লোকসভা কেন্দ্রগুলিতে ভোটের আগের দিন গুলিতে ছুটি দিতে হবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হলেও রাজ্য শ্রম দফতরের পক্ষ থেকে আলাদা করে ছুটির দিন উল্লেখ করে একটি পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ রাজ্যে লোকসভা নির্বাচনের দিন 19 এপ্রিল, 26 এপ্রিল, 7 মে, 13 মে, 20 মে, 25 মে ও 1 জুন। এই দিনগুলিতে যে এলাকায় নির্বাচন হবে সেইদিন সেই এলাকায় সমস্ত অফিস ছুটি থাকবে।

আরও পড়ুন

1. ঘরেও চাপে স্বপন, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ দলেরই 2 কর্মীর

2. এনআইএকে তৃণমূল নেতাদের তালিকা দিল বিজেপি, শনিতেই গ্রেফতার ? বিস্ফোরক কুণাল

3. আলোচনায় এআই থেকে ইউপিআই ! ভারত এগিয়ে চলেছে, মোদির প্রশংসায় গেটস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.