ETV Bharat / state

এসএসসি দুর্নীতিতে মমতাকে গ্রেফতারের দাবিতে পথে বাম-কংগ্রেস - SSC RECRUITMENT SCAM - SSC RECRUITMENT SCAM

Biman Bose on SSC Scam: রাজ্যে একের পর দুর্নীতি কাণ্ডে জর্জরিত শাসক শিবির তৃণমূল ৷ সম্প্রতি এসএসসি দুর্নীতি কাণ্ডে হাইকোর্টের রায় নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ দুর্নীতির প্রতিবাদে পথে নামে বাম-কংগ্রেস জোট ৷

Left-Congress
মমতাকে গ্রেফতারের দাবিতে পথে বাম-কংগ্রেস
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 9:31 PM IST

কলকাতা, 24 এপ্রিল: দুর্নীতির বিরুদ্ধে পথে বামফ্রন্ট-কংগ্রেস জোট ৷ শাসক-শিবিরকে তুলোধনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ বুধবার ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার থেকে মিছিলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় দুষলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ৷ তিনি বলেন, "চুরি-জোচ্চুরিতে যাঁরা হাত পাকিয়েছেন, তাঁরা নবান্নে বসে আছেন। রাজ্যে একাধিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তৃণমূল ৷ ব্যাপম কেলেঙ্কারিকে হারিয়ে দিয়েছে। এই সরকারটা অজ্ঞ। সরকার চালাতে জানে না। সিএম বলছেন আমি কিছু দেখি না। অযোগ্যদের যখন চাকরি হচ্ছিল না, শূন্যপদ তৈরি করা হয়েছিল ৷ আগে ছবির নীচে সততার প্রতীক লেখা হতো ৷ মুখ্যমন্ত্রীকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না? এই সরকার আটা, চাল, গরু কেলেঙ্কারি-সহ একাধিক কাণ্ডে জড়িয়ে ৷ এক সময় কয়লামন্ত্রী ছিলেন। কারবার শিখে এসেছেন। চোর-জোচ্চররা নবান্নে বসে আছেন। ধিক্কার। আরও আন্দোলন হবে। লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে। চোর-জোচ্চরদের একটা ভোটও নয় ।"

নিয়োগ দুর্নীতির রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে প্রতিবাদ মিছিলে নামে বাম-কংগ্রেস ৷ সিপিএম কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার-সহ অন্যান্য শরিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন রায় চৌধুরী, অমিতাভ চক্রবর্তী, সিপিআই নেতা প্রবীর দেব, আরএসপির মনোজ ভট্টাচার্য প্রমুখ ।

কিছুদিন আগেই 2016 সালে এসএসসি নিয়োগে যুক্ত থাকা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট ৷ চাকরি হারিয়েছেন 25 হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মী ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ চাকরি হারা ও যোগ্য চাকরিপ্রার্থীদের হয়ে দাবি তুলে সরব বাম-কংগ্রেস ৷ হাইকোর্টের রায়ের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার দাবিও তোলা হয়েছে এই মিছিল থেকে ।

আরও পড়ুন

1. দেবাংশুকে ঘিরে 'চোর চোর' স্লোগান বিজেপির, উত্তেজনা নন্দীগ্রামে

2. প্রাণহানীর আশঙ্কা, বর্ধমানে মমতার সভায় ‘বজ্র আঁটুনি’

3. শাহি শো’য়ে ব্রাত্য শ্যামাপ্রসাদ, স্রষ্টাকে উপেক্ষা করেই এগিয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো

কলকাতা, 24 এপ্রিল: দুর্নীতির বিরুদ্ধে পথে বামফ্রন্ট-কংগ্রেস জোট ৷ শাসক-শিবিরকে তুলোধনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ বুধবার ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার থেকে মিছিলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় দুষলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ৷ তিনি বলেন, "চুরি-জোচ্চুরিতে যাঁরা হাত পাকিয়েছেন, তাঁরা নবান্নে বসে আছেন। রাজ্যে একাধিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তৃণমূল ৷ ব্যাপম কেলেঙ্কারিকে হারিয়ে দিয়েছে। এই সরকারটা অজ্ঞ। সরকার চালাতে জানে না। সিএম বলছেন আমি কিছু দেখি না। অযোগ্যদের যখন চাকরি হচ্ছিল না, শূন্যপদ তৈরি করা হয়েছিল ৷ আগে ছবির নীচে সততার প্রতীক লেখা হতো ৷ মুখ্যমন্ত্রীকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না? এই সরকার আটা, চাল, গরু কেলেঙ্কারি-সহ একাধিক কাণ্ডে জড়িয়ে ৷ এক সময় কয়লামন্ত্রী ছিলেন। কারবার শিখে এসেছেন। চোর-জোচ্চররা নবান্নে বসে আছেন। ধিক্কার। আরও আন্দোলন হবে। লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে। চোর-জোচ্চরদের একটা ভোটও নয় ।"

নিয়োগ দুর্নীতির রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে প্রতিবাদ মিছিলে নামে বাম-কংগ্রেস ৷ সিপিএম কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার-সহ অন্যান্য শরিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন রায় চৌধুরী, অমিতাভ চক্রবর্তী, সিপিআই নেতা প্রবীর দেব, আরএসপির মনোজ ভট্টাচার্য প্রমুখ ।

কিছুদিন আগেই 2016 সালে এসএসসি নিয়োগে যুক্ত থাকা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট ৷ চাকরি হারিয়েছেন 25 হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মী ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ চাকরি হারা ও যোগ্য চাকরিপ্রার্থীদের হয়ে দাবি তুলে সরব বাম-কংগ্রেস ৷ হাইকোর্টের রায়ের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার দাবিও তোলা হয়েছে এই মিছিল থেকে ।

আরও পড়ুন

1. দেবাংশুকে ঘিরে 'চোর চোর' স্লোগান বিজেপির, উত্তেজনা নন্দীগ্রামে

2. প্রাণহানীর আশঙ্কা, বর্ধমানে মমতার সভায় ‘বজ্র আঁটুনি’

3. শাহি শো’য়ে ব্রাত্য শ্যামাপ্রসাদ, স্রষ্টাকে উপেক্ষা করেই এগিয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.