চাকদহ, 23 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে রাস্তায় একাধিক ভোটার কার্ড পড়ে থাকা নিয়ে চাঞ্চল্য ৷ আধার কার্ড বাতিলের নোটিশের মধ্যেই ঝোপের মধ্য থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার পাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্র পুকুর এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগভর্তি ভোটার কার্ড উদ্ধার করেছে ৷
এলাকার স্থানীয় বাসিন্দা মিনাল বিশ্বাস বলেন, "আমরা প্রথমে ওই বস্তাগুলো দেখতে পাই। সেখানে এত ভোটার কার্ড দেখে অবাক হয়ে যাই ৷ তারপরেই খবর দেওয়া হয় স্থানীয় থানা এবং স্থানীয় নেতাদের ৷ তারপর পুলিশ এসে ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ভোটার কার্ডগুলো উদ্ধারের পর সেগুলো পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি এই ভোটার কার্ডগুলি কোথা থেকে এসেছে, কে কোন উদ্দেশ্যে ফেলে দিয়ে গিয়েছে তারও তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্রপুকুর এলাকার রাজ্য সড়কের পাশে ঝোপের মধ্যে দুটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর বস্তাগুলি খুলতেই চক্ষু চরক গাছ। ভেতরে রয়েছে হাজার হাজার ভোটার কার্ড৷ খবর পেয়ে ঘটনাস্থলায় আসে চাকদহ থানার পুলিশ। ঝোপ থেকে ভোটার কার্ডগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ উল্লেখ্য দিন কয়েক আগে রাজ্যের বেশ কয়েকটি জায়গা-সহ নদিয়ার সীমান্তবর্তী এলাকায় একাধিক পরিবারের কাছে আধার কার্ড বাতিলের নোটিশ আছে পোস্ট অফিসের মাধ্যমে।
সেই নোটিশে বিবরণ দেওয়া হয়, সঠিক নথিপত্র না থাকার কারণে আধার কার্ডগুলি ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। এরপর চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্য জুড়ে। প্রশ্ন ওঠে তাহলে কি সিএএ কিংবা এনআরসির প্রথম ধাপ শুরু করে দিল কেন্দ্র সরকার? যা নিয়ে শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তরজা। সেই রেশ কাটতে না কাটতেই ঝোপের মধ্যে বস্তা বস্তা ভোটার কার্ড উদ্ধার ঘিরে আবারো নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
আরও পড়ুন:
1. মালদাতেও আধার কার্ড বাতিলের চিঠি, পাশে থাকার আশ্বাস দিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব
2. একদিনে আধার কার্ড বাতিল সংক্রান্ত দেড়শোর বেশি অভিযোগ জমা পড়ল গ্রিভান্স পোর্টালে