ETV Bharat / state

শহরে বেআইনি পার্কিং জোনের রমরমা, চিহ্নিত করতে পুরনিগমকে চিঠি লালবাজারের - Illegal Car Parking - ILLEGAL CAR PARKING

Illegal Car Parking Zone in Kolkata: শহরের বুকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি গাড়ি পার্কিং জোন ৷ এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী ৷ এবার বেআইনি পার্কিং জোন চিহ্নিত করতে পুরনিগমকে চিঠি দিল লালবাজার ৷

Kolkata Police
বেআইনি গাড়ি পার্কিং নিয়ে পুরনিগমকে চিঠি লালবাজারে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 4:11 PM IST

কলকাতা, 14 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরই শহরে বেআইনি গাড়ি পার্কিং নিয়ে নড়েচড়ে বসল লালবাজার । ইতিমধ্যেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে কলকাতা পুরনিগমকে একটি লিখিত চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, মহানগরে বৈধ পার্কিং জোনগুলি চিহ্নিত করতে হবে পুরনিগমকে ৷ পাশাপাশি গাড়ি পার্কিংয়ের সঙ্গে যুক্ত থাকা কর্মীদের যাতে সহজেই চেনা যায় তার জন্য তাঁদের নির্দিষ্ট পোশাক এবং আইডি কার্ড বরাদ্দ করার কথা বলা হয়েছে লালবাজারের তরফে ।

জানা গিয়েছে, ইতিমধ্যে শহরের একাধিক জায়গায় বেআইনি পার্কিং জোন চিন্তিত করার কাজে নেমেছে লালবাজার ৷ আর তারপরেই গাড়ি রাখা হয় শহরের এমন মোট 2200টি জায়গাকে বেআইনি গাড়ি পার্কিং জোন হিসাবে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। লালবাজার সূত্রে খবর, শহরের বেআইনি পার্কিং জোনে তল্লাশি চালিয়ে পুলিশ মোট 6 হাজার জরিমানা করে ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "বেআইনি পার্কিং জোনের উপর এই সমীক্ষা চালানোর জন্য কলকাতা পুলিশের 25টি ট্রাফিক গার্ডের ওসি ও অতিরিক্ত ওসিদের নির্দেশ দিয়েছেন নগরপাল বিনীত গোয়েল ।" জানা গিয়েছে, এখনও পর্যন্ত মধ্য কলকাতার পোস্তা, বড়বাজার, দেশপ্রিয় পার্ক ও গড়িয়াহাটেই শুধুমাত্র বেআইনি পার্কিং জোন চিহ্নিত করার কাজে নেমেছে কলকাতা পুলিশ । সময়ের সঙ্গে সঙ্গে শহরের আরও বেশিরভাগ জায়গাতেও এই কাজ করা হবে ৷ এরপরেই সঠিক জানা যাবে কলকাতার কোথায় কত বেআইনি পার্কিং জোন রয়েছে ।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত দখল করে ব্যবসা এবং শহরের রাস্তায় বেআইনি গাড়ি পার্কিং নিয়ে সরব হয়েছিলেন। এই বিষয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগকে তিনি সতর্ক করেছিলেন। সেই ঘটনার পর পর দেখা যায় যে, কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযানে নেমে ফুটপাত থেকে বেআইনি জবরদখল সরিয়ে দেয় পুরসভা ও পুরনিগম। জবরদখল মুক্ত হওয়ার পর এবার কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ নেমেছে বেআইনি গাড়ি পার্কিং চক্রকে চিহ্নিতকরণের জন্য ।

কলকাতা, 14 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরই শহরে বেআইনি গাড়ি পার্কিং নিয়ে নড়েচড়ে বসল লালবাজার । ইতিমধ্যেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে কলকাতা পুরনিগমকে একটি লিখিত চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, মহানগরে বৈধ পার্কিং জোনগুলি চিহ্নিত করতে হবে পুরনিগমকে ৷ পাশাপাশি গাড়ি পার্কিংয়ের সঙ্গে যুক্ত থাকা কর্মীদের যাতে সহজেই চেনা যায় তার জন্য তাঁদের নির্দিষ্ট পোশাক এবং আইডি কার্ড বরাদ্দ করার কথা বলা হয়েছে লালবাজারের তরফে ।

জানা গিয়েছে, ইতিমধ্যে শহরের একাধিক জায়গায় বেআইনি পার্কিং জোন চিন্তিত করার কাজে নেমেছে লালবাজার ৷ আর তারপরেই গাড়ি রাখা হয় শহরের এমন মোট 2200টি জায়গাকে বেআইনি গাড়ি পার্কিং জোন হিসাবে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। লালবাজার সূত্রে খবর, শহরের বেআইনি পার্কিং জোনে তল্লাশি চালিয়ে পুলিশ মোট 6 হাজার জরিমানা করে ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "বেআইনি পার্কিং জোনের উপর এই সমীক্ষা চালানোর জন্য কলকাতা পুলিশের 25টি ট্রাফিক গার্ডের ওসি ও অতিরিক্ত ওসিদের নির্দেশ দিয়েছেন নগরপাল বিনীত গোয়েল ।" জানা গিয়েছে, এখনও পর্যন্ত মধ্য কলকাতার পোস্তা, বড়বাজার, দেশপ্রিয় পার্ক ও গড়িয়াহাটেই শুধুমাত্র বেআইনি পার্কিং জোন চিহ্নিত করার কাজে নেমেছে কলকাতা পুলিশ । সময়ের সঙ্গে সঙ্গে শহরের আরও বেশিরভাগ জায়গাতেও এই কাজ করা হবে ৷ এরপরেই সঠিক জানা যাবে কলকাতার কোথায় কত বেআইনি পার্কিং জোন রয়েছে ।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত দখল করে ব্যবসা এবং শহরের রাস্তায় বেআইনি গাড়ি পার্কিং নিয়ে সরব হয়েছিলেন। এই বিষয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগকে তিনি সতর্ক করেছিলেন। সেই ঘটনার পর পর দেখা যায় যে, কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযানে নেমে ফুটপাত থেকে বেআইনি জবরদখল সরিয়ে দেয় পুরসভা ও পুরনিগম। জবরদখল মুক্ত হওয়ার পর এবার কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ নেমেছে বেআইনি গাড়ি পার্কিং চক্রকে চিহ্নিতকরণের জন্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.