ETV Bharat / state

গার্ডেনরিচকাণ্ডে 'সিন্ডিকেটের মাথা' শেরু কোথায়? হন্যে হয়ে খুঁজছে লালবাজার - Garden Reach Building Collapse - GARDEN REACH BUILDING COLLAPSE

Building Collapse in Kolkata: গার্ডেনরিচে প্রমোটার সিন্ডিকেটের মাথা আব্দুল রউফ নিজামি ওরফে শেরু । এবার হন্যে হয়ে তাঁর খোঁজ চালাচ্ছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ এই শেরু ভেঙে পড়া নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার মহম্মদ ওয়াসিমের 'সেনাপতি' ছিলেন ৷

Building Collapse in Kolkata
গার্ডেনরিচকাণ্ডে 'সিন্ডিকেটের মাথা' শেরু কোথায়?
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 2:11 PM IST

কলকাতা, 21 মার্চ: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় এবার এলাকার সিন্ডিকেটের মাথার নাম পেল কলকাতা পুলিশ । কিন্তু তিনি আদৌ বেঁচে রয়েছেন নাকি অন্যত্র আত্মগোপন করে আছেন, সেই বিষয় নিশ্চিত নন লালবাজারের গোয়েন্দারা । কারণ রবিবার রাতে যখন বহুতলটি ভেঙে পড়ে তার মধ্যেই ছিলেন শেরু । জানা গিয়েছে, তাঁর ভালো নাম আব্দুল রউফ নিজামি ওরফে শেরু ।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার এক আধিকারিক বলেন, "শেরু সবার মাথায় বিরাজ করে । কিন্তু এই শেরুর অধীনে ছিল পরভেজ আহমেদ, শামিম শেখ এবং গুড্ডু নামের কয়েকজন ।" তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন যে এই শেরুর অধীনে রয়েছেন কয়েকশো যুবক । এই সিন্ডিকেটে প্রোমোটার মহম্মদ ওয়াসিমের 'সেনাপতি' ছিলেন শেরু ৷ তবে ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ।

শেরুর পরিবারের দাবি, বাড়ি ভেঙে পড়ার সময় তিনি সেখানেই সিন্ডিকেটের ঘরে ছিলেন । হয়তো ধ্বংসস্তূপের তলায় আটকে আছেন । তাঁর দেহ হয়তো এখনো খুঁজে পাইনি উদ্ধারকারী দল । আবার এটিও হতে পারে যে ঘটনার পর কোনক্রমে পরিত্রাণ পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছেন শেরু । গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনো পর্যন্ত দশজনের দেহ উদ্ধার হয়েছে ৷ পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে একজন প্রোমোটার এবং সেই প্রোমোটারের সহযোগীকেও গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

এই ঘটনার তদন্ত নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জানতে পেরেছে শেরু মূলত এলাকার ত্রাস ছিলেন । কোন প্রোমোটার কোন এলাকায় কাজ করবেন, তা দেখভালের দায়িত্ব ছিল শেরুর উপর । কিন্তু শেরুকে কে এই দায়িত্ব দিয়েছিল এবং শেরুর মাথার উপর কোন কোন প্রভাবশালীর হাত রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন:

  1. টিনের বাক্স বসিয়ে পিলার তৈরি, নিম্নমানের সামগ্রী ব্যবহার, গার্ডেনরিচে বহুতল ভাঙার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
  2. কেএমসি অ্যাক্টে স্বতঃপ্রণোদিত মামলা করেনি গার্ডেনরিচ থানা, লালবাজারের নজরে ওসি
  3. গার্ডেনরিচের ঘটনায় অভিযুক্ত প্রোমোটারের পর গ্রেফতার সহযোগী পাপ্পু

কলকাতা, 21 মার্চ: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় এবার এলাকার সিন্ডিকেটের মাথার নাম পেল কলকাতা পুলিশ । কিন্তু তিনি আদৌ বেঁচে রয়েছেন নাকি অন্যত্র আত্মগোপন করে আছেন, সেই বিষয় নিশ্চিত নন লালবাজারের গোয়েন্দারা । কারণ রবিবার রাতে যখন বহুতলটি ভেঙে পড়ে তার মধ্যেই ছিলেন শেরু । জানা গিয়েছে, তাঁর ভালো নাম আব্দুল রউফ নিজামি ওরফে শেরু ।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার এক আধিকারিক বলেন, "শেরু সবার মাথায় বিরাজ করে । কিন্তু এই শেরুর অধীনে ছিল পরভেজ আহমেদ, শামিম শেখ এবং গুড্ডু নামের কয়েকজন ।" তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন যে এই শেরুর অধীনে রয়েছেন কয়েকশো যুবক । এই সিন্ডিকেটে প্রোমোটার মহম্মদ ওয়াসিমের 'সেনাপতি' ছিলেন শেরু ৷ তবে ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ।

শেরুর পরিবারের দাবি, বাড়ি ভেঙে পড়ার সময় তিনি সেখানেই সিন্ডিকেটের ঘরে ছিলেন । হয়তো ধ্বংসস্তূপের তলায় আটকে আছেন । তাঁর দেহ হয়তো এখনো খুঁজে পাইনি উদ্ধারকারী দল । আবার এটিও হতে পারে যে ঘটনার পর কোনক্রমে পরিত্রাণ পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছেন শেরু । গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনো পর্যন্ত দশজনের দেহ উদ্ধার হয়েছে ৷ পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে একজন প্রোমোটার এবং সেই প্রোমোটারের সহযোগীকেও গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

এই ঘটনার তদন্ত নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জানতে পেরেছে শেরু মূলত এলাকার ত্রাস ছিলেন । কোন প্রোমোটার কোন এলাকায় কাজ করবেন, তা দেখভালের দায়িত্ব ছিল শেরুর উপর । কিন্তু শেরুকে কে এই দায়িত্ব দিয়েছিল এবং শেরুর মাথার উপর কোন কোন প্রভাবশালীর হাত রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন:

  1. টিনের বাক্স বসিয়ে পিলার তৈরি, নিম্নমানের সামগ্রী ব্যবহার, গার্ডেনরিচে বহুতল ভাঙার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
  2. কেএমসি অ্যাক্টে স্বতঃপ্রণোদিত মামলা করেনি গার্ডেনরিচ থানা, লালবাজারের নজরে ওসি
  3. গার্ডেনরিচের ঘটনায় অভিযুক্ত প্রোমোটারের পর গ্রেফতার সহযোগী পাপ্পু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.