ETV Bharat / state

নির্বাচনী আবহে দোল, শহরকে কড়া নিরাপত্তায় মুড়ছে লালবাজার - Security in Kolkata on Holi - SECURITY IN KOLKATA ON HOLI

Holi 2024: নির্বাচনকে কেন্দ্র করে এমনিতেই শহরজুড়ে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ৷ তার মধ্য়েই সোমবার রয়েছে হোলি ৷ এই অবস্থায় শহরে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হোলির দিন শহরজুড়ে মোতায়েন থাকছে পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 7:03 AM IST

কলকাতা, 24 মার্চ: সামনেই লোকসভা নির্বাচন ৷ আর তার মধ্যে আবার দোল এবং হোলি । রাজ্যে ইতিমধ্যেই এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী ৷ মহানগরের রাস্তায় টহল দিচ্ছে তারা । রাত পোহালেই হোলি ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গায়ে যাতে কেউ রং বা জল যাতে না ছোড়ে তার দিকে বিষয় খেয়াল রাখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । এছাড়াও হোলির দিন শহরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ । লালবাজার সূত্রের খবর, দোল বা হোলির দিন শহরজুড়ে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে ৷

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল পদমর্যাদার এক আধিকারিক জানান, শহরজুড়ে থাকবে মোট 58টি পিসিআর ভ্যান । 44টি মোটর সাইকেল পেট্রোলিং বাহিনী । সকালে 27টি ও রাতে 19টি এইচআরএফএস থাকছে । এছাড়াও মহিলাদের নিরাপত্তার জন্য শহর উইনার্স বাহিনী মোতায়েন থাকছে । এদিন শহরের বিভিন্ন পার্কগুলিতে বিশেষ নজর রাখবে লালবাজার ।

এছাড়াও শহরের 70টি ঘাটে প্রস্তুত করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে । প্রতিটি ঘাটে বিশেষভাবে নজর রাখবে সংশ্লিষ্ট থানার অফিসাররা । 25 ও 26 মার্চ রাস্তায় থাকছেন 26 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার । এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার-সহ সাব ইনস্পেকটর পদমর্যাদার অফিসার ৷ 350টি পিকেট তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায় । সুতরাং, নির্বাচনের আবহে দোলে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর লালবাজার ৷

আরও পড়ুন :

  1. ফুলের স্পর্শে-গন্ধে-বর্ণে এ এক অন্যরকম দোলযাত্রা
  2. দোলের দিন গ্রিন লাইনে কমছে মেট্রোর সংখ্যা, রইল টাইম টেবিল
  3. শান্তিনিকেতনে এবারও হচ্ছে না বসন্তোৎসব, মনখারাপ বিশ্বভারতীর পড়ুয়াদের

কলকাতা, 24 মার্চ: সামনেই লোকসভা নির্বাচন ৷ আর তার মধ্যে আবার দোল এবং হোলি । রাজ্যে ইতিমধ্যেই এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী ৷ মহানগরের রাস্তায় টহল দিচ্ছে তারা । রাত পোহালেই হোলি ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গায়ে যাতে কেউ রং বা জল যাতে না ছোড়ে তার দিকে বিষয় খেয়াল রাখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । এছাড়াও হোলির দিন শহরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ । লালবাজার সূত্রের খবর, দোল বা হোলির দিন শহরজুড়ে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে ৷

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল পদমর্যাদার এক আধিকারিক জানান, শহরজুড়ে থাকবে মোট 58টি পিসিআর ভ্যান । 44টি মোটর সাইকেল পেট্রোলিং বাহিনী । সকালে 27টি ও রাতে 19টি এইচআরএফএস থাকছে । এছাড়াও মহিলাদের নিরাপত্তার জন্য শহর উইনার্স বাহিনী মোতায়েন থাকছে । এদিন শহরের বিভিন্ন পার্কগুলিতে বিশেষ নজর রাখবে লালবাজার ।

এছাড়াও শহরের 70টি ঘাটে প্রস্তুত করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে । প্রতিটি ঘাটে বিশেষভাবে নজর রাখবে সংশ্লিষ্ট থানার অফিসাররা । 25 ও 26 মার্চ রাস্তায় থাকছেন 26 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার । এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার-সহ সাব ইনস্পেকটর পদমর্যাদার অফিসার ৷ 350টি পিকেট তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায় । সুতরাং, নির্বাচনের আবহে দোলে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর লালবাজার ৷

আরও পড়ুন :

  1. ফুলের স্পর্শে-গন্ধে-বর্ণে এ এক অন্যরকম দোলযাত্রা
  2. দোলের দিন গ্রিন লাইনে কমছে মেট্রোর সংখ্যা, রইল টাইম টেবিল
  3. শান্তিনিকেতনে এবারও হচ্ছে না বসন্তোৎসব, মনখারাপ বিশ্বভারতীর পড়ুয়াদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.