ETV Bharat / state

মুম্বইয়ের ধাঁচে রাজ্যে মহিলাদের জন্য ফার্স্ট ক্লাস লোকাল ট্রেন, মিলবে এই সুবিধাগুলি

First Class Coaches in Local Train: এবার রাজ্যের লোকাল ট্রেনে মহিলাদের জন্য চালু হল ফার্স্ট ক্লাস পরিষেবা ৷ শিয়ালদা শাখার এই লাইনেই কেবল মিলবে এই ফার্স্ট ক্লাস লোকাল ট্রেন ৷ কবে কবে চলবে, কত ভাড়া জেনে নিন ৷

First Class Coaches
ফার্স্ট ক্লাস লোকাল ট্রেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 2:28 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: মুম্বইয়ের ধাঁচে এই প্রথমবার বাংলার লোকাল ট্রেনে চালু হল ফার্স্ট ক্লাস পরিষেবা । পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের রানাঘাট-শিয়ালদা মাতৃভূমি লেডিজ স্পেশাল ট্রেনের দুটি বগিকে ফার্স্ট ও সেকেন্ড ক্লাসে রূপান্তরিত করা হয়েছে । তবে সম্প্রতি ট্রেনটির পরিষেবা শুরু হলেও ফার্স্ট ও সেকেন্ড ক্লাসের টিকিট ব্যবস্থা এখনও সেই অনুপাতে চালু হয়নি ।

আগামী অর্থবর্ষে প্রায় 40 হাজার সাধারণ ট্রেনের বগিকে বন্দে ভারত কোচে রূপান্তরিত করা হবে । সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ ট্রেনের যাত্রী পরিষেবা আরও উন্নত করা থেকে পিছিয়ে নেই বাংলাও । রাজ্যের লোকাল ট্রেনে উন্নত পরিষেবা দেওয়ার পাশাপাশি সৌন্দর্যায়নের লক্ষ্যে আগেই একাধিক উদ্যোগ নিয়েছিল রেল কর্তৃপক্ষ । লেডিস স্পেশাল ট্রেনের বেশ কয়েকটি বগিকে শিল্পকর্ম দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল ৷ হাতে আঁকা ছবি ও আলপনা শোভা পেয়েছে ট্রেনের কামরাগুলিতে । এমনকী ট্রেনে গোলাপি এবং বেগুনি রংয়ের সিট করা হয়েছে । দেওয়াল আকার মধ্যেও ব্যবহার করা হয়েছে গোলাপি ও বেগুনি রং । পাখা থেকে শুরু করে সিট সবেতেই শিল্পের ছোঁয়া ।

মাতৃভূমি লোকালে ফার্স্ট ক্লাস পরিষেবা

এ বার মাতৃভূমি লোকাল ট্রেনের রেকগুলিকে অত্যাধুনিক করে তোলা হয়েছে । শিয়ালদা-রানাঘাট রুটের মাতৃভূমি লোকালে দুটি ফার্স্ট ক্লাস কোচ সংযুক্ত করা হয়েছে । পূর্ব রেলের পরিকল্পনামাফিক এই পরিষেবা যদি বজায় থেকে তাহলে স্বাভাবিকভাবেই মহিলা যাত্রীদের জন্য প্রতিদিনের লোকাল ট্রেনের যাতায়াত অনেকটাই সুগম এবং আরামদায়ক হবে । রেলের পক্ষ থেকে এটিকে একটি পাইলট প্রজেক্ট হিসেবে ধরা হয়েছে । শিয়ালদা -রানাঘাট রুটে মহিলা যাত্রীদের মধ্যে ভালো প্রতিক্রিয়া মিললে অন্যান্য রুটের লোকাল ট্রেনেও এই পরিষেবা চালু হবে বলে জানা যাচ্ছে ।

12 কোচের মাতৃভূমি লোকালে দু'দিকেই থাকছে একটি করে মহিলা কোচ । মোটরম্যানের ঠিক পরেই কোচটিকে ফার্স্ট ক্লাস মহিলা বগিতে রূপান্তরিত করা হয়েছে । এছাড়াও দু'দিকের তৃতীয় কোচের অর্ধেক ভেন্ডার বা বিক্রেতাদের জন্য ও বাকি অর্ধেক মহিলা যাত্রীদের জন্য রাখা হয়েছে । এই কোচে সেকেন্ড ক্লাসের সাধারণ টিকিট কেটেই মহিলা যাত্রীরা যাতায়াত করতে পারবেন ।

ট্রেনের পরিষেবা মিলবে এই দিনগুলি

ডাউন লাইনে ট্রেন নম্বর 31602 রানাঘাট থেকে সকাল 7টা 45মিনিটে ছেড়ে শিয়ালদা স্টেশনে পৌঁছবে 9 টা 28 মিনিটে । অন্যদিকে আপ লাইনে 31601 শিয়ালদা-রানাঘাট মাতৃভূমি স্পেশাল শিয়ালদা থেকে বিকেল 5 টা 45 মিনিটে রওনা হয়ে রানাঘাট পৌঁছবে সন্ধে 7 টা 40 মিনিটে । এই ট্রেনটির পরিষেবা মিলবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ।

ফার্স্ট ক্লাস মাতৃভূমি মহিলা কোচে থাকছে এই সুবিধাগুলি

ফার্স্ট ক্লাস মাতৃভূমি লোকালের কোচে থাকছে জিপিএস যুক্ত প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম বা পিআইএস ব্যবস্থা । 12টি কোচেই এয়ার সাসপেনশন ব্যবস্থা রয়েছে । সহজ কথায় বলতে গেলে অন্যান্য রেকের তুলনায় এই রেকগুলিতে ঝাকুনি বা দুলুনি অনুভূত হবে অনেক কম । কামরাগুলিকে সুন্দর ও মনোরম ছবি এবং আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে । এখানে মহিলা শশক্তিকরণের বিষয় থেকে শুরু করে খেলাধুলা দেশের সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, বাংলার সংস্কৃতির বিষয় নিয়ে ছবি বা পেন্টিং দিয়ে কামরার দেওয়ালগুলো সাজিয়ে তোলা হয়েছে । আরামদায়ক কুষান-সহ বসার সিট ।

এছাড়াও প্রতিটি কোচের দু'দিকে দুটি করে মোবাইল চার্জিং পয়েন্ট থাকছে । মাথার উপর মালপত্র রাখার জায়গাটিকে আরও বেশি সুরক্ষিত করা হয়েছে । প্রতিটি কোচে একটি করে টক ব্যাক ব্যবস্থা রাখা হয়েছে । এমনকী ফার্স্ট ক্লাসের প্রতিটি লেডিজ কোচে ছ'টি করে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে । প্রতিটি ফার্স্ট ক্লাস কোচের মেঝেতে পিভিসি ফ্লোর ম্যাট বসানো হয়েছে । বলাই বাহুল্য যে এহেন সুবিধাযুক্ত ট্রেনটির কোচের ভাড়া জেনারেল কামরার চেয়ে কিছুটা বেশি ।

ফার্স্ট ক্লাস মাতৃভূমি কোচের ভাড়া

শিয়ালদা থেকে বিধাননগর ও দমদম স্টেশন পর্যন্ত ভাড়া হল 25 টাকা । শিয়ালদা থেকে বেলঘরিয়া স্টেশন পর্যন্ত ভাড়া হল 35 টাকা । শিয়ালদা থেকে সোদপুর, টিটাগড় এবং পলতা পর্যন্ত যাত্রী ভাড়া হল 55 টাকা । শিয়ালদা থেকে ইছাপুর ও জগদ্দল পর্যন্ত যাত্রী ভাড়া হল 80 টাকা । শিয়ালদা থেকে নৈহাটি ও হালিশহর পর্যন্ত ভাড়া হল 85 টাকা । শিয়ালদা থেকে কাঁচরাপাড়া ও কল্যাণী পর্যন্ত ভাড়া হল 90 টাকা । শিয়ালদা থেকে চাকদহ পর্যন্ত ভাড়া ধার্য করা হয়েছে 95 টাকা । শিয়ালদা থেকে পায়রাডাঙা পর্যন্ত ভাড়া হল 100 টাকা । শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ভাড়া 110 টাকা বেঁধে দেওয়া হয়েছে । স্টেশনের কাউন্টারের পাশাপাশি ইউটিএস অ্যাপের মাধ্যমেও ট্রেনের ফার্স্ট ক্লাস কোচের টিকিট কাটা যাবে ।

আরও পড়ুন:

  1. আজ ও আগামিকাল বাতিল থাকবে পূর্ব রেলের একাধিক ট্রেন, রইল তালিকা
  2. প্রজাতন্ত্র দিবসে ছুটল নেতাজির ছবিতে সুসজ্জিত লোকাল ট্রেন, মহিলা কামরায় প্যানিক বটন
  3. লোকাল ট্রেনের ভোলবদল, রূপান্তরিত মাতৃভূমি লেডিস স্পেশালের যাত্রা শুরু

কলকাতা, 10 ফেব্রুয়ারি: মুম্বইয়ের ধাঁচে এই প্রথমবার বাংলার লোকাল ট্রেনে চালু হল ফার্স্ট ক্লাস পরিষেবা । পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের রানাঘাট-শিয়ালদা মাতৃভূমি লেডিজ স্পেশাল ট্রেনের দুটি বগিকে ফার্স্ট ও সেকেন্ড ক্লাসে রূপান্তরিত করা হয়েছে । তবে সম্প্রতি ট্রেনটির পরিষেবা শুরু হলেও ফার্স্ট ও সেকেন্ড ক্লাসের টিকিট ব্যবস্থা এখনও সেই অনুপাতে চালু হয়নি ।

আগামী অর্থবর্ষে প্রায় 40 হাজার সাধারণ ট্রেনের বগিকে বন্দে ভারত কোচে রূপান্তরিত করা হবে । সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ ট্রেনের যাত্রী পরিষেবা আরও উন্নত করা থেকে পিছিয়ে নেই বাংলাও । রাজ্যের লোকাল ট্রেনে উন্নত পরিষেবা দেওয়ার পাশাপাশি সৌন্দর্যায়নের লক্ষ্যে আগেই একাধিক উদ্যোগ নিয়েছিল রেল কর্তৃপক্ষ । লেডিস স্পেশাল ট্রেনের বেশ কয়েকটি বগিকে শিল্পকর্ম দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল ৷ হাতে আঁকা ছবি ও আলপনা শোভা পেয়েছে ট্রেনের কামরাগুলিতে । এমনকী ট্রেনে গোলাপি এবং বেগুনি রংয়ের সিট করা হয়েছে । দেওয়াল আকার মধ্যেও ব্যবহার করা হয়েছে গোলাপি ও বেগুনি রং । পাখা থেকে শুরু করে সিট সবেতেই শিল্পের ছোঁয়া ।

মাতৃভূমি লোকালে ফার্স্ট ক্লাস পরিষেবা

এ বার মাতৃভূমি লোকাল ট্রেনের রেকগুলিকে অত্যাধুনিক করে তোলা হয়েছে । শিয়ালদা-রানাঘাট রুটের মাতৃভূমি লোকালে দুটি ফার্স্ট ক্লাস কোচ সংযুক্ত করা হয়েছে । পূর্ব রেলের পরিকল্পনামাফিক এই পরিষেবা যদি বজায় থেকে তাহলে স্বাভাবিকভাবেই মহিলা যাত্রীদের জন্য প্রতিদিনের লোকাল ট্রেনের যাতায়াত অনেকটাই সুগম এবং আরামদায়ক হবে । রেলের পক্ষ থেকে এটিকে একটি পাইলট প্রজেক্ট হিসেবে ধরা হয়েছে । শিয়ালদা -রানাঘাট রুটে মহিলা যাত্রীদের মধ্যে ভালো প্রতিক্রিয়া মিললে অন্যান্য রুটের লোকাল ট্রেনেও এই পরিষেবা চালু হবে বলে জানা যাচ্ছে ।

12 কোচের মাতৃভূমি লোকালে দু'দিকেই থাকছে একটি করে মহিলা কোচ । মোটরম্যানের ঠিক পরেই কোচটিকে ফার্স্ট ক্লাস মহিলা বগিতে রূপান্তরিত করা হয়েছে । এছাড়াও দু'দিকের তৃতীয় কোচের অর্ধেক ভেন্ডার বা বিক্রেতাদের জন্য ও বাকি অর্ধেক মহিলা যাত্রীদের জন্য রাখা হয়েছে । এই কোচে সেকেন্ড ক্লাসের সাধারণ টিকিট কেটেই মহিলা যাত্রীরা যাতায়াত করতে পারবেন ।

ট্রেনের পরিষেবা মিলবে এই দিনগুলি

ডাউন লাইনে ট্রেন নম্বর 31602 রানাঘাট থেকে সকাল 7টা 45মিনিটে ছেড়ে শিয়ালদা স্টেশনে পৌঁছবে 9 টা 28 মিনিটে । অন্যদিকে আপ লাইনে 31601 শিয়ালদা-রানাঘাট মাতৃভূমি স্পেশাল শিয়ালদা থেকে বিকেল 5 টা 45 মিনিটে রওনা হয়ে রানাঘাট পৌঁছবে সন্ধে 7 টা 40 মিনিটে । এই ট্রেনটির পরিষেবা মিলবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ।

ফার্স্ট ক্লাস মাতৃভূমি মহিলা কোচে থাকছে এই সুবিধাগুলি

ফার্স্ট ক্লাস মাতৃভূমি লোকালের কোচে থাকছে জিপিএস যুক্ত প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম বা পিআইএস ব্যবস্থা । 12টি কোচেই এয়ার সাসপেনশন ব্যবস্থা রয়েছে । সহজ কথায় বলতে গেলে অন্যান্য রেকের তুলনায় এই রেকগুলিতে ঝাকুনি বা দুলুনি অনুভূত হবে অনেক কম । কামরাগুলিকে সুন্দর ও মনোরম ছবি এবং আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে । এখানে মহিলা শশক্তিকরণের বিষয় থেকে শুরু করে খেলাধুলা দেশের সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, বাংলার সংস্কৃতির বিষয় নিয়ে ছবি বা পেন্টিং দিয়ে কামরার দেওয়ালগুলো সাজিয়ে তোলা হয়েছে । আরামদায়ক কুষান-সহ বসার সিট ।

এছাড়াও প্রতিটি কোচের দু'দিকে দুটি করে মোবাইল চার্জিং পয়েন্ট থাকছে । মাথার উপর মালপত্র রাখার জায়গাটিকে আরও বেশি সুরক্ষিত করা হয়েছে । প্রতিটি কোচে একটি করে টক ব্যাক ব্যবস্থা রাখা হয়েছে । এমনকী ফার্স্ট ক্লাসের প্রতিটি লেডিজ কোচে ছ'টি করে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে । প্রতিটি ফার্স্ট ক্লাস কোচের মেঝেতে পিভিসি ফ্লোর ম্যাট বসানো হয়েছে । বলাই বাহুল্য যে এহেন সুবিধাযুক্ত ট্রেনটির কোচের ভাড়া জেনারেল কামরার চেয়ে কিছুটা বেশি ।

ফার্স্ট ক্লাস মাতৃভূমি কোচের ভাড়া

শিয়ালদা থেকে বিধাননগর ও দমদম স্টেশন পর্যন্ত ভাড়া হল 25 টাকা । শিয়ালদা থেকে বেলঘরিয়া স্টেশন পর্যন্ত ভাড়া হল 35 টাকা । শিয়ালদা থেকে সোদপুর, টিটাগড় এবং পলতা পর্যন্ত যাত্রী ভাড়া হল 55 টাকা । শিয়ালদা থেকে ইছাপুর ও জগদ্দল পর্যন্ত যাত্রী ভাড়া হল 80 টাকা । শিয়ালদা থেকে নৈহাটি ও হালিশহর পর্যন্ত ভাড়া হল 85 টাকা । শিয়ালদা থেকে কাঁচরাপাড়া ও কল্যাণী পর্যন্ত ভাড়া হল 90 টাকা । শিয়ালদা থেকে চাকদহ পর্যন্ত ভাড়া ধার্য করা হয়েছে 95 টাকা । শিয়ালদা থেকে পায়রাডাঙা পর্যন্ত ভাড়া হল 100 টাকা । শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ভাড়া 110 টাকা বেঁধে দেওয়া হয়েছে । স্টেশনের কাউন্টারের পাশাপাশি ইউটিএস অ্যাপের মাধ্যমেও ট্রেনের ফার্স্ট ক্লাস কোচের টিকিট কাটা যাবে ।

আরও পড়ুন:

  1. আজ ও আগামিকাল বাতিল থাকবে পূর্ব রেলের একাধিক ট্রেন, রইল তালিকা
  2. প্রজাতন্ত্র দিবসে ছুটল নেতাজির ছবিতে সুসজ্জিত লোকাল ট্রেন, মহিলা কামরায় প্যানিক বটন
  3. লোকাল ট্রেনের ভোলবদল, রূপান্তরিত মাতৃভূমি লেডিস স্পেশালের যাত্রা শুরু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.