ETV Bharat / state

রাজ্যে বর্তমানে একটিও শিশু শ্রমিক নেই, পরিসংখ্যান দিয়ে বিধানসভায় দাবি শ্রমমন্ত্রীর - CHILD LABOUR

রাজ্যে এই মুহূর্তে শিশু শ্রমিকের সংখ্যা শূন্য ৷ পরিসংখ্যান দিয়ে বিধানসভায় এমনটাই দাবি করলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক ৷

ETV BHARAT
রাজ্যে বর্তমানে একটিও শিশু শ্রমিক নেই বলে দাবি শ্রমমন্ত্রীর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2024, 8:09 PM IST

কলকাতা, 29 নভেম্বর: বই-খেলাধুলো ছেড়ে দিয়ে পেটের তাগিদে শিশুদের কাজ করতে দেখলে উদ্বিগ্ন হয় সকলেই । দারিদ্রতা, বেঁচে থাকার লড়াই, এসব কারণে অনিচ্ছা সত্ত্বেও অনেক শিশুকে শৈশবেই কর্মজীবনে প্রবেশ করতে হয় । কিন্তু সোমবার রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক যে সুখবর দিলেন, তা রাজ্যবাসীর জন্য বেশ সন্তোষজনক ৷ তাঁর দাবি, এই মুহূর্তে রাজ্যে শিশু শ্রমিকের সংখ্যা শূন্য । এই তথ্য সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব । অর্থাৎ রাজ্য শ্রমদফতরের তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে ।

এদিন রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়কদের তরফ থেকে প্রশ্ন তোলা হয় যে, রাজ্যে এই মুহূর্তে শিশু শ্রমিকের সংখ্যা কত ? তারই জবাব দিতে গিয়ে মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে বাংলায় শিশু শ্রমিকের সংখ্যা শূন্য । অন্তত তাঁর দফতর যে খোঁজখবর রেখেছে, তাতে 2024 সালে কোনও শিশু শ্রমিকের খোঁজ রাজ্যে পাওয়া যায়নি ।

এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, "রাজ্যে শিশু শ্রমিক নিয়ে সচেতনতা তৈরির জন্য সারা বছর ধরেই সচেতনতা শিবির চালানো হয় । এক্ষেত্রে রাজ্য সরকারের পাশাপাশি শ্রমিক সংগঠনগুলিরও সাহায্য নেওয়া হয় । রাজ্যে প্রত্যেক বছর 12 জুন শিশু শ্রমিক রোধ দিবস পালন করা হয় । শুধু তাই নয়, শিশু শ্রমিকদের পুনর্বাসন ও অন্যান্য বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে মোটা অর্থ খরচ করা হয় ।"

এদিন মন্ত্রী জানিয়েছেন, 2021 সালের আগে পর্যন্ত এই শিশু শ্রমিকদের পুনর্বাসন, উন্নয়ন এবং পড়াশোনার খরচ চালাতে কেন্দ্রীয় একটি প্রকল্প চালু ছিল । কিন্তু 2021 সালে এই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর থেকে রাজ্য সরকারকেই সবটার দায়িত্ব নিতে হচ্ছে । মলয় ঘটক তথ্য দিয়েছেন, বিগত বছরগুলিতে শ্রম দফতরেরে আধিকারিকরা কয়েকজন শিশু শ্রমিক খুঁজে পেলেও চলতি বছরে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে কোনও শিশু শ্রমিক পাওয়া যায়নি ।

এদিন শিশু শ্রমিকদের নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি পরিসংখ্যান বিধানসভায় পেশ করা হয় । এই পরিসংখ্যানে মন্ত্রী জানান, 2020 সালে উদ্ধার হয় 14টি শিশু শ্রমিক, 2021 সাল 6 জন, 2022 সালে 3 জন, 2023 সালে একজন আর 2024 সালের অক্টোবরের 31 তারিখ পর্যন্ত একজনও শিশু শ্রমিক উদ্ধার হয়নি ।

প্রতিনিয়ত আধিকারিকদের নজরদারি চালানো, সচেতনতা প্রচার, শ্রমিক সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠন ও মালিকদের মিলিত প্রয়াসে এটা সম্ভব হয়েছে বলে জানান শ্রমমন্ত্রী । এবিষয়ে বিধয়কদের আরও সক্রিয় হওয়ার আবেদন জানান‌ মলয় ঘটক । প্রতিবছর 12 জুন রাজ্যে শিশু শ্রমিক প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয় । এপ্রসঙ্গে মন্ত্রী বলেন, 14 বছরের নীচে সকলের যে কোনও ধরনের কাজ আইনবিরোধী ৷ এক্ষেত্রে কেবলমাত্র পারিবারিক ব্যবসা ও অভিনয় থেকে আয়ে ছাড় আছে ।

কলকাতা, 29 নভেম্বর: বই-খেলাধুলো ছেড়ে দিয়ে পেটের তাগিদে শিশুদের কাজ করতে দেখলে উদ্বিগ্ন হয় সকলেই । দারিদ্রতা, বেঁচে থাকার লড়াই, এসব কারণে অনিচ্ছা সত্ত্বেও অনেক শিশুকে শৈশবেই কর্মজীবনে প্রবেশ করতে হয় । কিন্তু সোমবার রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক যে সুখবর দিলেন, তা রাজ্যবাসীর জন্য বেশ সন্তোষজনক ৷ তাঁর দাবি, এই মুহূর্তে রাজ্যে শিশু শ্রমিকের সংখ্যা শূন্য । এই তথ্য সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব । অর্থাৎ রাজ্য শ্রমদফতরের তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে ।

এদিন রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়কদের তরফ থেকে প্রশ্ন তোলা হয় যে, রাজ্যে এই মুহূর্তে শিশু শ্রমিকের সংখ্যা কত ? তারই জবাব দিতে গিয়ে মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে বাংলায় শিশু শ্রমিকের সংখ্যা শূন্য । অন্তত তাঁর দফতর যে খোঁজখবর রেখেছে, তাতে 2024 সালে কোনও শিশু শ্রমিকের খোঁজ রাজ্যে পাওয়া যায়নি ।

এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, "রাজ্যে শিশু শ্রমিক নিয়ে সচেতনতা তৈরির জন্য সারা বছর ধরেই সচেতনতা শিবির চালানো হয় । এক্ষেত্রে রাজ্য সরকারের পাশাপাশি শ্রমিক সংগঠনগুলিরও সাহায্য নেওয়া হয় । রাজ্যে প্রত্যেক বছর 12 জুন শিশু শ্রমিক রোধ দিবস পালন করা হয় । শুধু তাই নয়, শিশু শ্রমিকদের পুনর্বাসন ও অন্যান্য বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে মোটা অর্থ খরচ করা হয় ।"

এদিন মন্ত্রী জানিয়েছেন, 2021 সালের আগে পর্যন্ত এই শিশু শ্রমিকদের পুনর্বাসন, উন্নয়ন এবং পড়াশোনার খরচ চালাতে কেন্দ্রীয় একটি প্রকল্প চালু ছিল । কিন্তু 2021 সালে এই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর থেকে রাজ্য সরকারকেই সবটার দায়িত্ব নিতে হচ্ছে । মলয় ঘটক তথ্য দিয়েছেন, বিগত বছরগুলিতে শ্রম দফতরেরে আধিকারিকরা কয়েকজন শিশু শ্রমিক খুঁজে পেলেও চলতি বছরে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে কোনও শিশু শ্রমিক পাওয়া যায়নি ।

এদিন শিশু শ্রমিকদের নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি পরিসংখ্যান বিধানসভায় পেশ করা হয় । এই পরিসংখ্যানে মন্ত্রী জানান, 2020 সালে উদ্ধার হয় 14টি শিশু শ্রমিক, 2021 সাল 6 জন, 2022 সালে 3 জন, 2023 সালে একজন আর 2024 সালের অক্টোবরের 31 তারিখ পর্যন্ত একজনও শিশু শ্রমিক উদ্ধার হয়নি ।

প্রতিনিয়ত আধিকারিকদের নজরদারি চালানো, সচেতনতা প্রচার, শ্রমিক সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠন ও মালিকদের মিলিত প্রয়াসে এটা সম্ভব হয়েছে বলে জানান শ্রমমন্ত্রী । এবিষয়ে বিধয়কদের আরও সক্রিয় হওয়ার আবেদন জানান‌ মলয় ঘটক । প্রতিবছর 12 জুন রাজ্যে শিশু শ্রমিক প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয় । এপ্রসঙ্গে মন্ত্রী বলেন, 14 বছরের নীচে সকলের যে কোনও ধরনের কাজ আইনবিরোধী ৷ এক্ষেত্রে কেবলমাত্র পারিবারিক ব্যবসা ও অভিনয় থেকে আয়ে ছাড় আছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.