পুরুলিয়া, 7 মার্চ: পুরুলিয়ায় হতে চলেছে কুড়মিদের মহাসমাবেশ ৷ আগামী আট মার্চ থেকে 10 মার্চ পুরুলিয়া জেলার ছড়রা এরোড্রাম এলাকায় আয়োজিত হতে চলেছে তিনদিন ব্যাপী কুড়মি সমাজের মহাসমাবেশ । লক্ষ লক্ষ মানুষ সেই সমাবেশে যোগ দেবেন বলে আশা করছেন কুড়মিদের নেতা-কর্মীরা ৷
কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত আজ বলেন, "এই তিনদিনের সভায় লাখে লাখে কুড়মি সমাজের মানুষ যোগ দেবেন । এই তিন দিনের সভার প্রথম দু'দিনে হবে কুড়মি সমাজের নিজস্ব কর্মসূচি নিয়ে ঘরোয়া আলোচনা । যাতে কুড়মি সমাজের দাবি-দাওয়া নিয়ে ভবিষৎ পরিকল্পনা ঠিক করা হবে । এবং শেষ দিন হবে খোলা মাঠে জনসভা ।"
আজ ছড়রা গ্রামের এরোড্রোম এলাকায় মহা সমাবেশের প্রস্তুতি ঘুরে দেখেন অজিত প্রসাদ মাহাত ও কুড়মি সমাজের অন্যান্য নেতা-কর্মীরা ৷ ইতিমধ্যেই সমাবেশের জন্য বাঁশের ছাউনির কাঠামো তৈরি হয়ে গিয়েছে ৷
যদিও লোকসভা নির্বাচনের আগে কুড়মি সমাজের এই কর্মসূচিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা । কারণ জেলার কুড়মি সমাজের ভোট কোন দিকে যাবে তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা । সেই চর্চা আরও বেড়ে গিয়েছে কারণ কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত এই মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়ে এসেছেন ।
নিজেদের দাবিদাওয়া পূরণে তাঁদের তীব্র বিক্ষোভের স্মৃতিও এখনও তাজা ৷ লোকসভা নির্বাচনের আগে কুড়মি সমাজের সব নেতা-কর্মীকে এক ছাতার তলায় এনে এই মহাসমাবেশ থেকে কী বার্তা দিতে চলেছে এই সম্প্রদায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের ৷
আরও পড়ুন: