কলকাতা, 24 অগস্ট: উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে। যার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 এবং 5.8 কিলোমিটার উপরে । এর প্রভাবে আগামী 48 ঘণ্টায় একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে। যার ফলে আগামী তিন থেকে চারদিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণ থেকে উত্তরবঙ্গ ৷
জোড়া মৌসুমী অক্ষরেখা-
- সমুদ্রপৃষ্ঠের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা । বর্তমানে জয়সলমীর, কোটা, খাজুরাহোরের উপর রয়েছে। এর মধ্যভাগ দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ, তৎপার্শ্ববর্তী উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, রাঁচি এবং কাঁথিতে রয়েছে । তা দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে চলে যাবে। এর পাশাপাশি আরও একটি মৌসুমী অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে গিয়েছে এবং তা দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ ও তার আশপাশের উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মিশেছে ৷ যা সমুদ্রপৃষ্ঠের ওপরে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই নিম্নচাপ ক্ষেত্র, চক্রবৎ ঘূর্ণাবর্তের প্রভাবেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি পরিস্থিতি।
আগামী কয়েকদিনের পূর্বাভাস-
- আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল রাজ্যের সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের সব জায়গায়।
শনিতে জলযন্ত্রণা-
- শনিবার, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হয়েছে। উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া ও হুগলিতে গত 24 ঘণ্টায় ভারী বৃষ্টি হয়েছে। পূর্বাভাস মতোই আজ কলকাতায় ভারী বৃষ্টিপাত হয়েছে। ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতে জনজীবন স্তব্ধ হয়ে যায়। কলকাতা ময়দানে লিগের সব খেলা বাতিল হয়ে যায় মাঠে জল জমে যাওয়ার কারণে। রাস্তায় বেরনোও মানুষজন প্রবল সমস্যায় পড়েন। 38.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের প্রভাব-
- সমুদ্রপৃষ্ঠের উপর সৃষ্ট নিম্নচাপ ক্ষেত্রের প্রভাবে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইবে। গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হবে। সর্বোচ্চ হাওয়ার বেগ ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের আগামিকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
শনিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রির নীচে। বৃষ্টি পরিস্থিতির কারণেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রির নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 84 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 38.5 মিলিমিটার।