LIVE FEED
6:37 PM, 28 Aug 2024 (IST)
'অ্যাকশন নিতে পারতাম', হুঁশিয়ারির সুরেই জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার আহ্বান মমতার
চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানালেও কাজে যোগ দিতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি চিকিৎসকদের বিরুদ্ধে তিনি যে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে চাইলে ব্যবস্থা নিতে পারতেন তাও জানান মমতা। শুধু মানবিক কারণে এমন কোনও পদক্ষেপ নেননি।
পড়ুন: 'অ্যাকশন নিতে পারতাম', হুঁশিয়ারির সুরেই জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার আহ্বান মমতার
6:27 PM, 28 Aug 2024 (IST)
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের আইএমএ সদস্যপদ খারিজ
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সদস্য়পদ বাতিল করে দিল আইএমএ । দীর্ঘ কয়েকদিন ধরে সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে এবং সিবিআই লাগাতার তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। শুধু তাই নয়, আরজি করে আর্থিক দুর্নীতি নিয়েও সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন সন্দীপ।
4:54 PM, 28 Aug 2024 (IST)
দুর্নীতির তদন্ত, আরজি করে সিবিআই
দুর্নীতির তদন্ত করতে আরজি কর হাসপাতালে পৌঁছলেন সিবিআইয়ের আধিকারিকরা। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের পাশাপাশি দুর্নীতির তদন্ত করছে সিবিআই। সেই ঘটনার তদন্তেই বুধবার এলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ।
4:24 PM, 28 Aug 2024 (IST)
ধর্ষণের শাস্তি 10 দিনেই ফাঁসি ! আইন তৈরিতে বিধানসভার অধিবেশন ডাকছেন মমতা
ধর্ষণ রুখতে কড়া আইন তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে তিনি এই বার্তা দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘রাজ্যের হাতে ক্ষমতা নেই । ক্ষমতা থাকলে আমি আইন করে দিতাম । দশদিনের মধ্যে ফাঁসি । পরের সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব ৷ আমরা ফাঁসির সংস্থান রেখে আইন করব । রাজ্যপালকে সই করতে হবে । রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দায় সারলে হবে না ।’’
3:51 PM, 28 Aug 2024 (IST)
দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন রাষ্ট্রপতির
পিটিআইকে তিনি আরও জানান, সমাজে এক দুঃখজনক মানসিকতার জন্ম হয়েছে। সেই মানসিকতা নারীকে পুরুষের থেকে কম শক্তিশালী, কম সক্ষম এবং কম বুদ্ধিমান হিসেবে দেখে ।
3:08 PM, 28 Aug 2024 (IST)
নারী নির্যাতন নিয়ে উদ্বেগ রাষ্ট্রপতির
নারী নির্যাতনের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবাদাসংস্থা পিটিআইকে তিনি বলেন যথেষ্ট হয়েছে।
পড়ুন: 'ইনাফ ইজ ইনাফ', আরজি কর কাণ্ডে সরব রাষ্ট্রপতি
2:07 PM, 28 Aug 2024 (IST)
বাগুইআটি মোড়ে পথ অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের
বাংলা বনধের সমর্থনে বাগুইআটি মোড়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। বাগুইআটি চালপট্টি থেকে মিছিল বের হয়। শতাধিক বিজেপি কর্মী-সমর্থক ছিলেন মিছিলে। মিছিলে হাঁটেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং অনান্য বিজেপি নেতা। এর আগে সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকরা ভিআইপি রোডে জড়ো হয়ে স্লোগান করতে থাকেন।
12:52 PM, 28 Aug 2024 (IST)
রামপুরহাট স্টেশনে রেল অবরোধ বিজেপির
বীরভূমের রামপুরহাট স্টেশনে রেল অবরোধ বিজেপি নেতা-কর্মীদের। চরম ভোগান্তিতে যাত্রীরা ৷ প্রায় 3 ঘণ্টা পর রেল পুলিশ এসে অবরোধ তুলে দেয় ৷ রেল পুলিশের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয় ৷ অন্যদিকে, সিউড়িতে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। ভোগান্তিতে পথ চলতি মানুষজন। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ বিজেপি নেতাদের। পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি। সকাল থেকে কয়েকঘণ্টা অপরাধ। স্তব্ধ যান চলাচল।
12:17 PM, 28 Aug 2024 (IST)
গড়িয়াহাটে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ
জেলার পাশাপাশি শহর কলকাতেও বনধ সমর্থনে পথে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ গড়িয়াহাটে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে ৷ পুলিশ অগ্নিমিত্রা পাল-সহ বেশে কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকদেরকে আটক করে ৷
12:15 PM, 28 Aug 2024 (IST)
বিজেপির বনধে অফিস টাইমে মোটের উপর স্বাভাবিক শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা
ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে প্রতিবাদীদের উপর পুলিশের অত্যাচারে বিরুদ্ধে আজ 12 ঘণ্টার ধর্মঘট ডাক দিয়েছিল বিজেপি। সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও শহরের ব্যস্ত সময় অফিস টাইমে ধর্মতলার ছবিটা অন্যদিনের মতোই রইল। কলকাতায় বিক্ষিপ্তভাবে বিজেপির কর্মী সমর্থকরা তারা ধর্মঘটের পক্ষে রাস্তায় নেমেছেন।
11:56 AM, 28 Aug 2024 (IST)
বনধের বিরোধিতা করে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের
বিজেপি'র ডাকা বাংলা বনধের বিরোধিতা করে জনস্বার্থ মামলা খারিজ করলেন প্রধান বিচারপতি । মামলা শুনলেনই না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ৷ শুধু তাই নয়, মামলাকারী সঞ্জয় দাসকে 50 হাজার টাকা জরিমান করা হয়েছে । একই সঙ্গে ভবিষ্যতে তিনি আর কোন জনস্বার্থ মামলা দায়ের করতে পারবেন না, বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি ।
11:35 AM, 28 Aug 2024 (IST)
মানকুন্ডু স্টেশনে রেল অবরোধ তুলতে পুলিশের টিয়ার গ্যাস
বিজেপি'র 12 ঘণ্টা বন্ধের ডাকে বিভিন্ন জায়গার সঙ্গেও মানকুন্ডু স্টেশনেও অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা । দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে । এর জেরে আটকে পরে বহু ট্রেন ৷ পুলিশ বিক্ষোভকারীদের আবেদন-নিবেদন করে অবরোধ তুলে নিতে বলে ৷ কিন্তু তাতে কর্ণপাত করেননি তাঁরা ৷ ফলে পুলিশ লাঠিচার্জ করে ৷ পালটা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুটতে শুরু করেন বিক্ষোপকারীরা ৷ তখন পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায় ৷ একইসঙ্গে একাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
11:23 AM, 28 Aug 2024 (IST)
আসানসোলে বনধ ঘিরে উত্তেজনা, পুলিশ-বিজেপির খণ্ডযুদ্ধ
বিজেপির ডাকা বাংলা বনধ ঘিরে উত্তেজনা ছড়াল আসানসোল উত্তর থানার নুনি মোড়ে। বনধ সমর্থকদের সরাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের। বিজেপি নেতা অরিজিৎ রায়ের নেতৃত্বে বনধ সমর্থনে পথে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। পথ অবরোধ করার চেষ্টা হতেই খবর পেয়ে সেখানে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ। এরপর বিজেপি নেতা অরিজিৎ রায়কে রাস্তা থেকে তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়।
11:02 AM, 28 Aug 2024 (IST)
শিলিগুড়িতে উত্তেজনা, সরকারি বাস ভাঙচুর; আটক 13
শিলিগুড়িতে বিজেপির বনধ ঘিরে জায়গায় জায়গায় উত্তেজনা ৷ ভাঙচুর করা হল সরকারি বাস ৷ এই ঘটনায় দু'জায়গা থেকে মোট 13 জনকে আটক করেছে পুলিশ ৷ প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা ৷
বনধে সরকারি বাসে হামলা (নিজস্ব চিত্র) 10:18 AM, 28 Aug 2024 (IST)
কল্যাণী স্টেশনে দীর্ঘক্ষণ আটকে হাজারদুয়ারি এক্সপ্রেস
বনধ ঘিরে বিজেপির বিক্ষোভ ৷ এর ফলে নদীয়ার কল্যাণী স্টেশনে আটকে রয়েছে হাজারদুয়ারি এক্সপ্রেস। রেল লাইনের উপর বসে পড়েন বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর অবশেষে রেললাইন ওপর থেকে সরে যায় তাঁরা। তারপর কল্যাণী স্টেশন থেকে রওনা দেয় হাজারদুয়ারি এক্সপ্রেস-সহ অনান্য ট্রেন ৷
9:43 AM, 28 Aug 2024 (IST)
ভাটপাড়ায় চলল গুলি, আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি
বিজেপির বাংলা বনধ ঘিরে অশান্ত হয়ে উঠল ভাটপাড়া ৷ চলল গুলি ৷ আহত ব্যক্তি দলীয় কর্মী বলে দাবি বিজেপির ৷ ওই ব্যক্তির কানে গুলি লাগে বলে জানা গিয়েছে ৷ তাঁকে হাসপাতালেে ভর্তি করা হয়েছে ৷ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর দাবি, সাত রাউন্ড গুলি চলেছে ৷
9:35 AM, 28 Aug 2024 (IST)
বনগাঁয় রেল অবরোধ বিজেপির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিধায়কের
বিজেপির বাংলা বনধ ঘিরে বনগাঁয় উত্তেজনা । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া । প্রায় 2 ঘণ্টা পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় ৷ শুরু হয় ট্রেন চলাচল ৷
9:21 AM, 28 Aug 2024 (IST)
বিজেপির বনধে উত্তেজনা কোচবিহারে, আটক 2 বিজেপি বিধায়ক
বিজেপির ডাকা 12 ঘণ্টার বাংলা বনধে দফায় দফায় উত্তেজনা কোচবিহারে ৷ মাথাভাঙায় সরকারি বাস ভাঙচুর বনধ সমর্থনকারীদের। কোচবিহারে আটক বিজেপির 2 বিধায়ক মালতি রাভা ও নিখিল রঞ্জন দে। এদিন সকালে NBSTC কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনে বাস আটকাতে গেলে পুলিশ তাঁদের আটক করে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ বিজেপির তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায় বলেন, "গতকাল ছাত্রদের আন্দোলনে পুলিশ যেভাবে হামলা চালিয়েছে তার বিরুদ্ধে এদিনের বাংলা বনধ।"
9:12 AM, 28 Aug 2024 (IST)
বনধকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পুরাতন মালদা
বিজেপির ডাকা 12 ঘণ্টার বাংলা বনধে সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল পুরাতন মালদা ৷ বনধের সমর্থনে উত্তর মালদার বিজেপি সাংসদ-সহ দলের নেতা-কর্মীরা স্থানীয় বুলবুলচণ্ডী মোড়ে 12 নম্বর জাতীয় সড়কে পিকেটিং শুরু করলে তৃণমূলের নেতা-কর্মীরা তাঁদের উপর চড়াও হন ৷ একসময় দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়৷ ৷ যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ তবে, ঘটনার প্রতিবাদে পথে বসে বিক্ষোভ দেখান সাংসদ-সহ বিজেপি নেতা-কর্মীরা ৷
বনধ ঘিরে বিজেপি-তৃণমূল সমর্থকদের হাতাহাতি (নিজস্ব চিত্র) 9:03 AM, 28 Aug 2024 (IST)
শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল
বিজেপি সমর্থকরা সকাল থেকে রেল অবরোধ করে শিয়ালদা দক্ষিণ শাখায়। এর ফলে ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলেন বনধ সমর্থকেরা। যার জেরে রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷ শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ ও নামখানাগামী ট্রেন চলাচল বন্ধ।
8:36 AM, 28 Aug 2024 (IST)
হাওড়ায় বনধের মিশ্র প্রভাব, যান চলাচল ও যাত্রীসংখ্যা কম
বিজেপির ডাকা 12 ঘণ্টার বনধে হাওড়াজুড়ে মিশ্র প্রভাব ৷ হাওড়া স্টেশন চত্বর অন্যান্য দিনের মতই স্বাভাবিক। স্টেশন সংলগ্ন ফেরিঘাট, বাসস্ট্যান্ডে সেভাবে বনধের সাড়া পড়েনি। সকালে হাওড়া ব্রিজে যান চলাচল অন্যান্য দিনের মতই স্বাভাবিক রয়েছে। পাশাপাশি, সাঁতরাগাছি এলাকাযতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে ৷ শহরের সবক'টি বাজার ও হাট খোলা রয়েছে ৷ তবে এদিন দ্বিতীয় হুগলি সেতুতে আর পাঁচটা দিনের মতো গাড়ির দেখা মেলেনি ৷
বনধের সকালে হাওড়া ব্রিজ (নিজস্ব চিত্র) 8:22 AM, 28 Aug 2024 (IST)
আসানসোলে তৃণমূলের বনধ বিরোধী মিছিল
বিজেপি'র ডাকা বাংলা বনধকে ব্যর্থ করতে আসানসোলে মিছিল তৃণমূল কংগ্রেসের মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ৷ ইউনিয়নের নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে বাস চালকদের বনধ ব্যর্থ করতে ডাক দেয় ৷ যদিও সকাল থেকে এখনও আসানসোল শহরে বিজেপির ডাকা বনধের চিহ্ন দেখা যায়নি। সকাল থেকে সমস্ত কিছু স্বাভাবিক ৷ মিনিবাস চলাচল করছে, অন্যান্য যাত্রীবাহী যান চলাচল করছে ৷ দোকানপাট ধীরে ধীরে খুলছে ৷
8:04 AM, 28 Aug 2024 (IST)
জেলা থেকে শহর বনধ সমর্থনে পথে নামলেন বিজেপি সমর্থকরা
জেলা থেকে শহর, বনধ সফল করতে পথে নামলেন বিজেপি সমর্থকরা ৷ কোথাও পথ অবরোধ ৷ কোথাও আবার রেল অবরোধ ৷ বনধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা হয় ৷ কোথাও আবার বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ঝামেলা দেখা যায় ৷
7:39 AM, 28 Aug 2024 (IST)
হুগলির বিভিন্ন স্টেশনে রেল অবরোধ বিজেপি কর্মীদের
হুগলি স্টেশনে ব্যান্ডেল-হাওড়া লোকাল অবরোধ করলেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপির ডাকা 12 ঘন্টা বনধে সকাল থেকেই জায়গায় জায়গায় পথ ও রেল অবরোধে নামেন বিজেপি কর্মীরা ৷ হুগলি জেলা বিজেপি কর্মীরা রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান ৷ এছাড়াও উত্তরপাড়া ও হিন্দমোটর স্টেশনের মাঝখানে কলাপাতা ফেলে রেল আটকে দেওয়া হয় ৷ এর ফলে ট্রেন দাঁড়িয়ে পড়ে হিন্দমোটর স্টেশনে ৷ বনধের সমর্থনে জনগণকে আজ রাস্তায় না-বেরোনোর আবেদন করা হয় বিজেপি-র তরফে।
হুগলিতে বিজেপি কর্মীদের রেল অবরোধ (নিজস্ব চিত্র) 8:06 PM, 27 Aug 2024 (IST)
ধর্মঘট রুখতে ছুটি বাতিল কলকাতা কর্পোরেশনে
কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর বিমল সিং প্রয়াত হয়েছেন সম্প্রতি। কোনও কাউন্সিলরের মৃত্যু হলে পুর-নিয়ম অনুসারে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়। আগামিকাল সেই অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। তবে বিজেপি ধর্মঘট ডাকায় নোটিশ জারি হয়ে সেই ছুটি বাতিল হল। নতুন নির্দেশিকা অনুযায়ী বুধবারের বদলে ছুটি থাকবে বৃহস্পতিবার
7:20 PM, 27 Aug 2024 (IST)
সেন্ট্রাল মেট্রো স্টেশনে উত্তেজনা
নবান্ন অভিযানের দিন সন্ধ্যায় সেন্ট্রাল মেট্রো স্টেশনে উত্তেডনা তৈরি হল । বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে । আর তার জেরে একজন অসুস্থ হয়ে পড়েন । বিজেপির যুবনেতা ইন্দ্রনীল খান-সহ কয়েকজন তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যান ।
6:53 PM, 27 Aug 2024 (IST)
বিজেপির ডাকা বাংলা বনধ বেআইনি, তথ্য তুলে ধরে দাবি সুপ্রতিমের
বিজেপির ডাকা বাংলা বনধকে বেআইনি বলল পুলিশ । নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রিতম সরকার বম্বে , কেরালা-সহ কয়েকটি হাইকোর্টের রায় তুলে ধরে জানান, এখন বনধ ডাকা বেআইনি
6:44 PM, 27 Aug 2024 (IST)
আরও বড় গোলমাল হতে পারত দাবি পুলিশের
গতকাল থেকে 25 জনকে গ্রেফতার না করা হলে আরও বেশি পরিামাণে ক্ষতি হতে পারত ৷ এমনকী প্রাণহানির ঘটনাও ঘটতে পারত বলে দাবি করলেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রিতম সরকার ৷
6:35 PM, 27 Aug 2024 (IST)
নবান্ন অভিযানে গ্রেফতার 94
নবান্ন অভিযানে গোলমাল পাকানোর জন্য এখনও পর্যন্ত 94 জন গ্রেফতার হয়েছে বলে জানালেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার ৷
5:59 PM, 27 Aug 2024 (IST)
অসুস্থ সুকান্ত মজুমদার
লালবাজারে পথে বিজেপির মিছিলে কাঁদানে গ্যাসের সেল ফাটাল পুলিশ। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
5:52 PM, 27 Aug 2024 (IST)
ফিয়ার্স লেনে বিজেপিকে আটকে দিল পুলিশ
লালবাজডার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির নেতা-কর্মীরা। ফিয়ার্স লেনে তাঁদের আটক করে পুলিশ । গার্ডরেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপি । তখন কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ
5:38 PM, 27 Aug 2024 (IST)
আহতদের চিকিৎসার ভার নিল বিজেপি
আন্দোলনকরীদের ধন্যবাদ দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিজেপির পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷ আজ যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার দায়িত্ব নেবে বিজেপি ৷
5:35 PM, 27 Aug 2024 (IST)
ধর্মতলায় জ্বলছে টায়ার, অবরুদ্ধ হাওড়া ব্রিজ
ধর্মতলায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারীরা। অবরোধ করে রেখেছেন ধর্মতলা। নবান্ন অভিযানে পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে বিজেপি হাওড়া ব্রিজ অবরোধ করেছে।
ধর্মতলার দখল নিল আন্দোলনকারীরা (ইটিভি ভারত) 5:00 PM, 27 Aug 2024 (IST)
ধর্মতলার দখল নিল আন্দোলনকারীরা
নবান্নে অভিযানের প্রভাব পড়ল ধর্মতলায়। কলকাতার রাজপথের দখল নিল আন্দোলনকারীরা ।
4:48 PM, 27 Aug 2024 (IST)
বিজেপির বনধের কোনও প্রভাব পড়বে না, দাবি আলাপনের
নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামিকাল রাজ্যে সবকিছু চালু থাকবে ৷ কর্মীরা অফিস আসবেন। স্বাভাবিকভাবেই কাজকর্ম হবে ৷ দোকানপাট খোলা থাকবে ৷ কারও কোনওক্ষতি হলে সরকার বিষয়টি দেখবে৷ বাস মিনিবাস সব চলবে ৷ সর্বতোভাবে সচল রাখতে হবে বাংলাকে ৷"
4:45 PM, 27 Aug 2024 (IST)
গায়ের জোরে বনধ সফলের চেষ্টা, অভিযোগ আলাপনের
বনধও আন্দোলনের নামে গায়ের জোর খাটানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন তিনি ।
4:25 PM, 27 Aug 2024 (IST)
লালবাজার অভিযানে বিজেপি
মুরলীধর সেন লেন থেকে লালবাজার অভিযান শুরু করল গেরুয়া শিবির । রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী মিছিল করেন ।
4:00 PM, 27 Aug 2024 (IST)
মেডিক্যাল ক্যাম্পে লাঠি চার্জ ও আটক একাধিক
নবান্ন অভিযানের দিনে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা দেখিয়ে 'সনাতন প্রহরী' নামের একটি সংগঠন হাওড়ার সাঁতরাগাছিতে মেডিক্যাল ক্যাম্প ও পানীয় জলের ব্যবস্থা করে। সংগঠকদের অভিযোগ কোনও প্ররোচনা ছাড়াই ক্যাম্পে লাঠি চার্জ করে ও তাদের কয়েকজন সদস্যকে আটক করে নিয়ে যায়। তাঁরা আন্দোলনে অংশ নেননি। যদিও আন্দোলনকারীদের জন্য পানীয় জলের ব্যবস্থাও করেন। আর তাই তাঁদের উপর এমন আচরণে ক্ষুব্ধ আয়োজকরা ।
বিজেপির সাংবাদিক সম্মেলন (ইটিভি ভারত) 3:49 PM, 27 Aug 2024 (IST)
কাল 12 ঘণ্টার বাংলা বনধ
আগামিকাল 12 ঘণ্টার বাংলা বনধ ডাকল বিজেপি ।
3:18 PM, 27 Aug 2024 (IST)
নবান্নের কাছে চলে গেলেন বিক্ষোভকারীরা
নবান্নের খুব কাছে পৌঁছে গেল বিক্ষোভ ।
1:48 PM, 27 Aug 2024 (IST)
নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র, পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস; হাওড়া ব্রিজে জলকামান
নবান্ন অভিযানকে কেন্দ্র করে মিছিল পৌঁছতেই হাওড়ার সাঁতরাগাছিতে নবান্নের রাস্তায় ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা। এরপর তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও তাদের পিছনে ছুটতে শুরু করে। আন্দোলনকারীদের বিক্ষোভ ও ধস্তাধস্তিতে ভাঙল পুলিশের ব্যারিকেড ৷ চলল লাঠি, কাঁদানে গ্যাস ৷ জাতীয় পতাকা হাতে করে এগোতে যান আন্দোলনকারীরা।
নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রে (ইটিভি ভারত) 1:36 PM, 27 Aug 2024 (IST)
নবান্ন অভিযানে ব্যারিকেড দিতে প্রথমবার কন্টেনার ব্যবহার কলকাতা
নবান্ন অভিযান রুখতে পুলিশের হাতিয়ার কন্টেনার ৷ কলকাতা থেকে হুগলি সেতুতে ওঠার সব রাস্তায় ব্যারিকেডে হিসেবে কন্টেনার ব্যবহার করেছে কলকাতা পুলিশ ৷ হেস্টিংস মোড়, ফোর্ট উইলিয়াম ও আলিপুরের দিক থেকে আসা রাস্তাগুলিতে এই কন্টেনার ব্যবহার করা হয়েছে ৷
1:08 PM, 27 Aug 2024 (IST)
নবান্ন অভিযান ঘিরে সাঁতরাগাছিতে পুলিশের লাঠি, হাওড়া ব্রিজে জলকামান
সাঁতরাগাছিতে আন্দোলনকারীরা জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের ৷ হাওড়া ব্রিজে পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের উপর জলকামান ব্যবহার করল পুলিশ ৷ নবান্ন অভিযান রুখতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে রাস্তা জুড়ে ব্যারিকেড করে রাখা হয়েছে ৷ মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। ড্রোনের মাধ্যমে গোটা পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে ৷ নির্ধারিত সময়ের আগে থেকেই জমায়েত শুরু হয়েছে হাওড়া ময়দান সংলগ্ন মল্লিক ফটকের দিকেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান মুখর বিক্ষোভকারীরা ৷
12:48 PM, 27 Aug 2024 (IST)
নবান্ন অভিযানে 'লাশ ফেলে দেওয়ার ছক', গ্রেফতার ৪
গত রাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ, এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন । সত্যিটা হল, কেউ নিখোঁজ নন । ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে । খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা । শান্তিরক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওঁদের গ্রেফতার করা হয়েছে, এবং ওঁদের পরিবারের সদস্যদের সেটা জানিয়েও দেওয়া হয়েছে।
12:07 PM, 27 Aug 2024 (IST)
হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতুতে যানচলাচল বন্ধ
নবান্ন অভিযান ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ৷ বন্ধ করে দেওয়া হল হাওড়া ব্রিজের উপর যান চলাচল ৷ এছাড়াও সম্পুর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে দ্বিতীয় হুগলি সেতুর উপর যান চলাচলও ৷ পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশকা ৷ হাওড়া স্টেশনের মধ্যে উপস্থিত বিক্ষোভকারীদের স্লোগান ও হাতে জাতীয় পতাকা ৷
12:03 PM, 27 Aug 2024 (IST)
কোনা এক্সপ্রেসওয়ে থেকে সাঁতরাগাছি পর্যন্ত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা
কোনা এক্সপ্রেসওয়ে থেকে সাঁতরাগাছি পর্যন্ত পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ রয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ৷ ওড়ানো হচ্ছে ড্রোন ৷ সম্পূর্ণভাবে কোনা এক্সপ্রেসওয়ে-তে যান চলাচল বন্ধ করে দেওয়া হল ৷ গার্ড রেলিং দিয়ে আটকে দিল পুলিশ ৷ সাঁতরাগাছিতে প্রশাসনের পক্ষ থেকে ড্রোন ক্যামেরায় বিশেষ নজরদারি । এখানে উপস্থিত আন্দোলনকারীদের হাতে জাতীয় পতাকা । পরিস্থিতি সরেজমিনে দেখতে উপস্থিত রয়েছেন ডিজি রাজীব কুমার ৷
11:31 AM, 27 Aug 2024 (IST)
নবান্ন অভিযানের তৎপরতার মাঝে অভিষেকের টুইট
আরজি কর-কাণ্ডে বিচার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপায়ের পদত্যাগ চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ৷ এদিন আরজি কর নিয়ে ফের সোশাল মিডিয়ায় ফের সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আরজি ঘটনা নিয়ে দোষীদের ফের কঠোর শাস্তির দাবি জানালেন তৃণমূল নেতা ৷
11:04 AM, 27 Aug 2024 (IST)
সন্দীপ ঘোযের বিরুদ্ধে তদন্তে নতুন এফআইআরের তোড়জোড় ইডি'র
আরজি কর-কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার তদন্তে নামতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় নতুন করে এবার এফআইআর দায়ের করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । এ ব্যাপারে সিবিআই-এর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করেছেন ইডি গোয়েন্দারা । কেস ডায়েরি এবং নথিপত্র ভালোভাবে খতিয়ে দেখার পর, আর্থিক দুর্নীতির-কান্ডে সন্দীপের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে ইডি ৷
10:39 AM, 27 Aug 2024 (IST)
নবান্ন অভিযানে যোগ দেওয়ার আগে হাওড়া স্টেশন থেকে নিখোঁজ 4 ছাত্রকর্মী, দাবি শুভেন্দুর
নবান্ন অভিযানে যোগ দেওয়ার আগে হাওড়া স্টেশন থেকে নিখোঁজ 4 ছাত্রকর্মী, এদিন সোশাল মিডিয়া পোস্টে দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করতে হাওড়া স্টেশনে পৌঁছেছিলেন এই ছাত্রকর্মীরা ৷ কিন্তু মধ্যরাতের পরে হঠাৎ নিখোঁজ হয়ে যান ৷ এরা হলেন শুভোজিৎ ঘোষ, পুলোকেশ পন্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার ৷ এই চার জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ফোনও রিসিভ করছে না ৷ আমরা অনুমান করছি যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাঁদের গ্রেফতার বা আটক করেছে ৷ তাঁদের কিছু হলে পুলিশকে জবাবদিহি করতে হবে ৷
10:34 AM, 27 Aug 2024 (IST)
নবান্ন অভিযান রুখতে প্রশাসনের তৎপরতা তুঙ্গে
মঙ্গলবার সকালের বৃষ্টিকে উপেক্ষা করেই জেলা প্রশাসনের পক্ষ থেকে হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই বৃষ্টির মধ্যেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন স্থানে এসে সরেজমিনে প্রস্তুতি পরিদর্শন করছেন । পুলিশ সূত্রে খবর একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হয়েছে পুলিশ, ব়্যাফ এবং কমব্যাট ফোর্স । সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড এবং লক্ষীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে। এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখ গুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে । পাশাপাশি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান এবং ড্রোনের ব্যবস্থা তৈরি রাখা হয়েছে।
10:08 AM, 27 Aug 2024 (IST)
নবান্ন অভিযানের আগে পুলিশি বাধা, দুর্গাপুর স্টেশনে উত্তেজনা
আরজি কর হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ছাত্রদের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ৷ এদিন সকালে দুর্গাপুর স্টেশনে নবান্ন অভিযানে আসা ব্যক্তিদের আটকানোর চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ পুলিশ কর্মীরা নবান্ন ঘেরাও আন্দোলনের যোগদান করতে যাওয়া বিজেপির নেতাকর্মীদের আটকানোর চেষ্টা করে ৷ এর ফলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাঁরা ৷ দুর্গাপুর স্টেশনেই প্রতিবাদ মিছিল মহিলা ও বিজেপি কর্মীদের।