কলকাতা, 22 জানুয়ারি: রামমন্দিরের উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে ৷ এর পর দুপুরে কলকাতায় সংহতি যাত্রায় সামিল হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা শহরে ৷
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল শুরু হয় কলকাতার হাজরা মোড় থেকে ৷ তবে তার আগে তিনি যান কালীঘাট মন্দিরে পুজো দিতে হবে ৷ এছাড়াও একাধিক ধর্মস্থানে তিনি যাওয়ার কথা তাঁর ৷ তৃণমূল কংগ্রেসের এই সংহতি মিছিল শেষ হবে পার্ক সার্কাসে ৷ এর পর সেখানে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিনের মিছিলে মমতার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা ৷
সেই কারণে এ দিন সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় পুরো এলাকা ৷ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সকাল থেকে কলকাতা পুলিশের উচ্চতা আধিকারিকরা রাস্তায় নামেন । কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়-সহ প্রচুর পুলিশকর্মী দক্ষিণ কলকাতায় হাজরা মোড়ে হাজির হন। পাশাপাশি হাজরায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা পৌঁছে যান । মিছিলের শুরুর জায়গার পুরো নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন ৷
লালবাজার সূত্রে জানা গিয়েছে, হাজরা থেকে শুরু হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল শরৎ বোস রোড হয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাসের দিকে যাবে ৷ পুরো রুটেই কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ প্রতিটি মোড়েই যান নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ বেশ কয়েকটি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে ৷ সেই কারণে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷ নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টিও খেয়াল রাখা হচ্ছে বলে কলকাতা পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: