ETV Bharat / state

হাজরা থেকে পার্ক সার্কাস মমতার সংহতি যাত্রা, কড়া নিরাপত্তার ব্যবস্থা লালবাজারের - মমতা বন্দ্যোপাধ্য়ায়

TMC Rally Security: আজ কলকাতার হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি যাত্রায় হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই মিছিলের রুট জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করল কলকাতা পুলিশ ৷

TMC Rally Security
TMC Rally Security
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 3:42 PM IST

কলকাতা, 22 জানুয়ারি: রামমন্দিরের উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে ৷ এর পর দুপুরে কলকাতায় সংহতি যাত্রায় সামিল হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা শহরে ৷

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল শুরু হয় কলকাতার হাজরা মোড় থেকে ৷ তবে তার আগে তিনি যান কালীঘাট মন্দিরে পুজো দিতে হবে ৷ এছাড়াও একাধিক ধর্মস্থানে তিনি যাওয়ার কথা তাঁর ৷ তৃণমূল কংগ্রেসের এই সংহতি মিছিল শেষ হবে পার্ক সার্কাসে ৷ এর পর সেখানে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিনের মিছিলে মমতার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা ৷

সেই কারণে এ দিন সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় পুরো এলাকা ৷ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সকাল থেকে কলকাতা পুলিশের উচ্চতা আধিকারিকরা রাস্তায় নামেন । কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়-সহ প্রচুর পুলিশকর্মী দক্ষিণ কলকাতায় হাজরা মোড়ে হাজির হন। পাশাপাশি হাজরায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা পৌঁছে যান । মিছিলের শুরুর জায়গার পুরো নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন ৷

লালবাজার সূত্রে জানা গিয়েছে, হাজরা থেকে শুরু হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল শরৎ বোস রোড হয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাসের দিকে যাবে ৷ পুরো রুটেই কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ প্রতিটি মোড়েই যান নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ বেশ কয়েকটি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে ৷ সেই কারণে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷ নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টিও খেয়াল রাখা হচ্ছে বলে কলকাতা পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. জল্পনার অবসান ! সংহতি মিছিলে মমতার পাশেই হাঁটবেন অভিষেক
  2. তবে কি রাজ্যে ইন্ডিয়া জোটে জলাঞ্জলি! দলকে 42 আসনেই প্রস্তুত থাকতে বললেন মমতা
  3. লক্ষ্য 150, এবারও কলকাতা বইমেলায় 7টি নতুন বই প্রকাশিত হল মমতার

কলকাতা, 22 জানুয়ারি: রামমন্দিরের উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে ৷ এর পর দুপুরে কলকাতায় সংহতি যাত্রায় সামিল হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা শহরে ৷

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল শুরু হয় কলকাতার হাজরা মোড় থেকে ৷ তবে তার আগে তিনি যান কালীঘাট মন্দিরে পুজো দিতে হবে ৷ এছাড়াও একাধিক ধর্মস্থানে তিনি যাওয়ার কথা তাঁর ৷ তৃণমূল কংগ্রেসের এই সংহতি মিছিল শেষ হবে পার্ক সার্কাসে ৷ এর পর সেখানে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিনের মিছিলে মমতার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা ৷

সেই কারণে এ দিন সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় পুরো এলাকা ৷ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সকাল থেকে কলকাতা পুলিশের উচ্চতা আধিকারিকরা রাস্তায় নামেন । কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়-সহ প্রচুর পুলিশকর্মী দক্ষিণ কলকাতায় হাজরা মোড়ে হাজির হন। পাশাপাশি হাজরায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা পৌঁছে যান । মিছিলের শুরুর জায়গার পুরো নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন ৷

লালবাজার সূত্রে জানা গিয়েছে, হাজরা থেকে শুরু হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল শরৎ বোস রোড হয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাসের দিকে যাবে ৷ পুরো রুটেই কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ প্রতিটি মোড়েই যান নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ বেশ কয়েকটি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে ৷ সেই কারণে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷ নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টিও খেয়াল রাখা হচ্ছে বলে কলকাতা পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. জল্পনার অবসান ! সংহতি মিছিলে মমতার পাশেই হাঁটবেন অভিষেক
  2. তবে কি রাজ্যে ইন্ডিয়া জোটে জলাঞ্জলি! দলকে 42 আসনেই প্রস্তুত থাকতে বললেন মমতা
  3. লক্ষ্য 150, এবারও কলকাতা বইমেলায় 7টি নতুন বই প্রকাশিত হল মমতার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.