কলকাতা, 22 অক্টোবর: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা' । এই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত ৷ গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবারেই তা আছড়ে পড়ার আশঙ্কা স্থলভাগে ৷ ইতিমধ্যে উপকূলে এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বাড়তি সর্তকতা গ্রহণ করা হয়েছে । ঘূর্ণিঝড় 'দানা'র ফলে শহরে যাতে কোনও রকমের সমস্যা না-হয়, তার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করল কলকাতা পুলিশও ।
সোমবারই নগরপাল মনোজ কুমার ভার্মার সঙ্গে লালবাজারে বৈঠক করেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা । সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা । পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট বৈঠক থেকে যেই বিষয়গুলি উঠে এসেছে তা হল, ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবের ফলে শহরে সামান্য ক্ষয়ক্ষতি হলেও হতে পারে ৷ তার জন্য শহরের বুকে যত্রতত্র গাড়ি পার্কিং বা গাড়ি রাখার বিষয় থেকে বিরত থাকতে হবে ।
মূলত উত্তর ও মধ্য কলকাতায় বিভিন্ন জায়গায় মঙ্গলবার সকাল থেকেই ট্রাফিক বিভাগের তরফে গাছের তলায় ও পুরনো বাড়ির নীচে গাড়ি পার্কিং দেখলে তা সরিয়ে নেওয়া হচ্ছে । পাশাপাশি এই বিষয়ে কলকাতা পুরনিগমের সঙ্গেও সমন্নয় সাধন করে কাজ করবে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী । দক্ষিণ কলকাতার ময়দান এলাকায় এর আগে একাধিকবার দেখা গিয়েছে, ঝড় কিংবা প্রবল বৃষ্টির ফলে সেখানে গাছ ভেঙে একাধিক জনের মৃত্যু হয়েছে । সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না-হয়, তার জন্য সেখানে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ ।
এছাড়াও ঘূর্ণিঝড়ের ফলে শহরের কোনও জায়গায় কোনও পুরনো বাড়ির একাংশ, কিংবা বাড়ি ভেঙে পড়লে, তা সরাসরি পুরনিগমকে জানাতে হয় ৷ পুরনিগমকে জানিয়ে সেই ঘটনাস্থলে তড়িঘড়ি যেতে হবে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । পাশাপাশি ঝড়ের ফলে অনেকসময় গাছের ডাল ভেঙে যান চলাচলে বিঘ্ন ঘটে, সেক্ষেত্রেও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের একাধিক যন্ত্রপাতির সঙ্গে প্রস্তুত থাকতে বলা হয়েছে । যাতে সেই উন্নত যন্ত্রপাতির মাধ্যমে অতি সহজেই সামান্য সময়ের মধ্যেই রাস্তার উপর পড়ে থাকা গাছের গুঁড়ি কিংবা ডালপালা কেটে, সেখান থেকে সরিয়ে ট্রাফিক ব্যবস্থাকে সচল করা যায় ।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের তরফে 24 ঘণ্টা মনিটারিং করা হবে পরিস্থিতিকে । এর তত্ত্বাবধানে থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক । এছাড়াও গঙ্গাবক্ষে বিশেষভাবে নজরদারি চালাবে কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশ । হাওড়া-সহ অন্যান্য জলপথগুলিতে লঞ্চ চলাচলের উপরেও বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হয়েছে বলে খবর ।