কলকাতা, 1 অগস্ট: দীর্ঘ চেষ্টার পর অবশেষে কলকাতা পুলিশের জালে ধরা পড়ল 'টাইগার'। কিন্তু কে এই টাইগার ? কেনই বা তাকে গ্রেফতার করল পুলিশ ?
জানা গিয়েছে, টাইগারের ভালো নাম বিশ্বজিৎ মণ্ডল। তবে এই বিশ্বজিৎ মণ্ডলকে এলাকায় প্রত্যেকেরই 'টাইগার দাদা' বলেই সমীহ করে। এলাকায় ব্যাপক প্রভাব তাঁর। ঘটনাটি ইটিভি ভারতকে জানিয়েছেন, কলকাতা পুলিশের ডিসি (ইডি) আরিশ বিলাল। জানা গিয়েছে, টাইগারকে আজ, বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটা নাগাদ আনন্দপুর এলাকার মুণ্ডাপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত টাইগারের নামে এর আগেও কলকাতা পুলিশের বিভিন্ন থানায় একাধিক ঘটনার অভিযোগ রয়েছে ৷
জানা গিয়েছে, গত সোমবার গভীর রাতে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর একটি পানশালায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। পানশালার বাইরে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধভাবে পরেও ভাঙচুর চালায় টাইগার এবং তার দলবল। মূলত এলাকায় তোলাবাজি এবং সংশ্লিষ্ট পানশালায় বিভিন্ন টাকা তোলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে টাইগার এবং তার অনুগামীদের সঙ্গে সংশ্লিষ্ট পানশালা কর্তৃপক্ষের বচসা চলছিল। অভিযোগ, গভীর রাতে টাইগারের নেতৃত্বে দলবল এসে সংশ্লিষ্ট পানশালার এবং ম্যানেজারকে হুমকি দেয়।
পরে পানশালার বাইরে দাঁড়িয়ে থাকা একাধিক অভিজাত গাড়ি ভাঙচুর শুরু করে টাইগার এবং তার অনুগামীরা। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। জানা গিয়েছে, প্রত্যেক দিন রাতে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর যে সকল থানাগুলি রয়েছে যেমন প্রগতি ময়দান আনন্দপুর তিলজালা, এই সকল থানার নাইট ভ্যান প্রতিনিয়তই সেখানে পেট্রোলিং করে। তবে এত বড় ভাঙচুরের ঘটনা ঘটলেও, সেটি কীভাবে পুলিশের নজর এড়াল।
এই ঘটনায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা এবং স্থানীয় আনন্দপুর থানা সমান্তরাল তদন্ত শুরু করে। এর আগেও মোট তিনজনকে যুক্ত থাকা সন্দেহে পুলিশ গ্রেফতার করেছে। টাইগারকে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটে নাগাদ গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার এক গোয়েন্দা কর্তার বক্তব্য হল, এই টাইগার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে। টাইগারের বিরুদ্ধে ইন্দপুর থানা-সহ তিলজালা, তপসিয়া এবং পতিন ময়দান থানায় একাধিক গণ্ডগোলের অভিযোগ এর আগেও হয়েছে। তবে টাইগারের মাথার উপর কোনও প্রভাবশালী ব্যক্তিত্বের কি না, তা জানা সম্ভব যায়নি।
নিউটাউনে রেস্তোরাঁর মালিককে চড়! আগাম জামিন পেলেন তৃণমূল বিধায়ক সোহম