কলকাতা, 29 মার্চ: আজ 'গুড ফ্রাইডে'। দেশের অন্যান্য জায়গার মত রাজ্যেও খ্রিষ্ট ধর্মের মানুষ এই দিনটিকে সাড়ম্বরে পালন করেন। আর গুড ফ্রাইডে উপলক্ষ্যে রাজ্যেও সরকারি ছুটি রয়েছে। বন্ধ থাকবে স্কুল, কলেজ-সহ অফিস-কাছারিও ৷ এই কারণে কলকাতা মেট্রো নেটওর্য়াকের ব্লু লাইনের মতো গ্রিন লাইনেও কম থাকবে মেট্রোর সংখ্যা। এই সিদ্ধান্তের কথা কথা জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আজ গ্রিন লাইনে 130টির পরিবর্তে সারাদিনে চলবে 122টি মেট্রো। 61টি এসপ্ল্যানেডের দিক থেকে এবং 61টি হাওড়া ময়দানের দিক থেকে চলবে। এই রুটে দিনে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল সাতটা থেকে। প্রতিবার 12, 15 ও 20 মিনিট অন্তর পাওয়া যাবে একটি মেট্রো।
অন্যদিকে, গ্রিন লাইনের আরও একটি অংশে অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত এদিন মোট 90টি মেট্রো চলবে ৷ 45টি মেট্রো পাওয়া যাবে শিয়ালদার দিক থেকে এবং 45টি মেট্রো চলবে সল্টলেক সেক্টর ফাইভের দিক থেকে। এই লাইনে সকালের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায় ৷ এক্ষেত্রেও প্রতি 20 মিনিট অন্তর চলবে একটি মেট্রো। ঠিক একইভাবে ব্লু লাইনে মোট 234টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। মোট মেট্রোর মধ্যে 117টি আপ ও 117টি ডাউন মেট্রো চলবে বলে জানা গিয়েছে।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7 টার সময়। সময় অপরিবর্তিত থাকছে। এই রুটে দিনের শেষ মেট্রো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড আসবে রাত 9:45 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7 টায় ৷ এক্ষেত্রেও সময় অপরিবর্তিত থাকছে। এই লাইনে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ দিনের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন'টায় ৷ এক্ষেত্রেও সময়ের কোনও বদল হচ্ছে না ৷ গুড ফ্রাইডের দিন পার্পেল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকছে না বলেও জানানো হয়েছে ৷
আরও পড়ুন
কাজ প্রায় শেষ, চালু হচ্ছে নোয়াপাড়া-দমদম ক্যান্টনমেন্ট মেট্রো পরিষেবা !
এক টিকিটেই গ্রিন, ব্লু ও অরেঞ্জ লাইনে যাওয়ার সুবিধা; আরও সহজ মেট্রো পরিষেবা