কলকাতা, 31 জুলাই: রাজ্যে আরও বাড়বে বৃষ্টি ৷ বুধবার ভারী বৃষ্টি না-হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ তৈরি হওয়ার কারণে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷ এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, জুনের মতো জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি থাকবে দক্ষিণবঙ্গে। জুলাইয়ে উত্তরবঙ্গে অতিবৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ নিম্নচাপের সম্ভাবনা তৈরি হওয়ার কারণে অগস্টের শুরুতেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে ওড়িশার বালাসোর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খন্ড ও বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
আজ দিনের আকাশ মেঘলা থাকতে পারে ৷ বজ্রবিদুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ৷ আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়।
উত্তরবঙ্গে আগের মতো বৃষ্টির দাপট নেই। তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলাতে। উপরের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য দুই জেলাতে। দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।
মঙ্গলবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ ও সর্বনিম্ন 76 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 44.2 মিলিমিটার।