ETV Bharat / state

শেওড়াফুলির রাজপরিবার থেকে রুপোর ছাতা এলেই মাহেশে শুরু হয় জগন্নাথের স্নানযাত্রা - Mahesh Snana Yatra

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 5:32 PM IST

Updated : Jun 22, 2024, 6:51 PM IST

Jagannath Snana Yatra 2024: জগন্নাথের স্নানযাত্রার দিন রুপোর ছাতা ও রাজদণ্ড আসে শেওড়াফুলি রাজপরিবার থেকে । কুল পুরোহিত ও পরিবারের সদস্যরা সেই বিশাল ছাতা নিয়ে আসেন । তারপরেই শুরু হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা ।

MAHESH JAGANNATH
শেওড়াফুলির রাজপরিবার থেকে আসে রুপোর ছাতা (ইটিভি ভারত)

শ্রীরামপুর, 22 জুন: শেওড়াফুলি রাজ পরিবার থেকে রুপোর ছাতা আসার পরই শুরু হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা । প্রায় 600 বছরের বেশি সময় ধরে চলে আসছে এই প্রথা ৷ তৎকালীন সময়ে জগন্নাথের সেবার জন্য জগন্নাথ পুর মৌজা দান করেন শেওড়াফুলির রাজা মনোহর রায় । সেবার ছত্রধরের ভূমিকা পালন করেছিলেন শেওড়াফুলি রাজারা । জগন্নাথ মহাপ্রভুর প্রতি সেবা ও শ্রদ্ধা জানাতে এই রাজকীয় সেবার আয়োজন । স্নানযাত্রার সময় মাহেশের জগন্নাথ দেবের মাথায় রুপোর ছাতা ধরা হত । ছাতা না-ধরলে স্নানযাত্রা শুরু হত না । এই প্রথা চলে আসছে আজও ।

জগন্নাথের স্নানযাত্রার আগে শেওড়াফুলি রাজবাড়ির সদস্যদের আমন্ত্রণ জানান সেবাইতরা । সেইমতো স্নানযাত্রার দিন শেওড়াফুলি রাজবাড়ি থেকে সুবিশাল রুপোর ছাতা ও রাজদণ্ড আসে । রাজবাড়ির পুরোহিত ও পরিবারের সদস্যের উপস্থিতিতে স্নানযাত্রা সম্পন্ন হয় ৷ সেই সময় থেকে জগন্নাথের স্নানযাত্রায় রাজদণ্ডটি ব্যবহার করা হয় ৷

MAHESH JAGANNATH MANDIR
রুপোর ছাতা আসার পরই শুরু হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা (ইটিভি ভারত)

ষোড়শ শতাব্দীতে রাজা মনোহর রায় জগন্নাথ মন্দির তৈরি করে দিয়েছিলেন ৷ কালের স্রোতে তা নষ্ট হয়ে গেলেও নতুন জগন্নাথ মন্দিরের জায়গা অর্থাৎ পুরো জগন্নাথপুর মৌজাকে দেবসেবার জন্য দান করে যান রাজা ৷ সেই সময় থেকে স্নানযাত্রার সময় ছত্রধারীর অনুমতি পান ৷

রাজ পরিবারের বর্তমান সদস্য আশিস ঘোষ, বাসবী পাল ও নতুন প্রজন্মের সৌরদীপ ঘোষের কথায়, সেই আমলে রাজা তাঁর পাইক-বরকন্দাজ ও অনুগামী নিয়ে মাহেশ জগন্নাথের স্নানযাত্রায় অংশ নিতেন । তাঁর সঙ্গে থাকতেন 40 জন ঢাল-তরোয়ালধারী অশ্বারোহী সৈন্য ৷ বাজনা সহযোগে জগন্নাথ-বলরাম-সুভদ্রার মাথায় ছাতা ধরার পরই স্নানযাত্রা শুরু হত ৷

1830 সালে রাজা হরিশচন্দ্র রায়ের আমলে স্নানযাত্রায় একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে ৷ ওই বছর শ্রীরামপুরের এক ব্যবসায়ী পরিবার সেবাইতদের সঙ্গে যুক্তি-পরামর্শ করে অর্থবলে ছাতা ধরেন ৷ রাজা ওই ঘটনায় দুই পুরোহিতকে রাজবাড়িতে আটক করে রেখে দেন । পরে তাঁদের চুক্তিসাপেক্ষে মুক্তি দেন । তারপর থেকে এর কোনও অন্যথা হয়নি । আজও পরিবারের পুরোহিতরা এই রুপোর ছাতা ও রাজদণ্ডটি নিয়ে যান । তাঁরাই জগন্নাথের দুধ ও গঙ্গাজলের স্নানের সময় ছাতা ধরে থাকেন ৷ পরিবারের অন্যান্য সদস্যরা পাশে উপস্থিত ছিলেন ।

শ্রীরামপুর, 22 জুন: শেওড়াফুলি রাজ পরিবার থেকে রুপোর ছাতা আসার পরই শুরু হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা । প্রায় 600 বছরের বেশি সময় ধরে চলে আসছে এই প্রথা ৷ তৎকালীন সময়ে জগন্নাথের সেবার জন্য জগন্নাথ পুর মৌজা দান করেন শেওড়াফুলির রাজা মনোহর রায় । সেবার ছত্রধরের ভূমিকা পালন করেছিলেন শেওড়াফুলি রাজারা । জগন্নাথ মহাপ্রভুর প্রতি সেবা ও শ্রদ্ধা জানাতে এই রাজকীয় সেবার আয়োজন । স্নানযাত্রার সময় মাহেশের জগন্নাথ দেবের মাথায় রুপোর ছাতা ধরা হত । ছাতা না-ধরলে স্নানযাত্রা শুরু হত না । এই প্রথা চলে আসছে আজও ।

জগন্নাথের স্নানযাত্রার আগে শেওড়াফুলি রাজবাড়ির সদস্যদের আমন্ত্রণ জানান সেবাইতরা । সেইমতো স্নানযাত্রার দিন শেওড়াফুলি রাজবাড়ি থেকে সুবিশাল রুপোর ছাতা ও রাজদণ্ড আসে । রাজবাড়ির পুরোহিত ও পরিবারের সদস্যের উপস্থিতিতে স্নানযাত্রা সম্পন্ন হয় ৷ সেই সময় থেকে জগন্নাথের স্নানযাত্রায় রাজদণ্ডটি ব্যবহার করা হয় ৷

MAHESH JAGANNATH MANDIR
রুপোর ছাতা আসার পরই শুরু হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা (ইটিভি ভারত)

ষোড়শ শতাব্দীতে রাজা মনোহর রায় জগন্নাথ মন্দির তৈরি করে দিয়েছিলেন ৷ কালের স্রোতে তা নষ্ট হয়ে গেলেও নতুন জগন্নাথ মন্দিরের জায়গা অর্থাৎ পুরো জগন্নাথপুর মৌজাকে দেবসেবার জন্য দান করে যান রাজা ৷ সেই সময় থেকে স্নানযাত্রার সময় ছত্রধারীর অনুমতি পান ৷

রাজ পরিবারের বর্তমান সদস্য আশিস ঘোষ, বাসবী পাল ও নতুন প্রজন্মের সৌরদীপ ঘোষের কথায়, সেই আমলে রাজা তাঁর পাইক-বরকন্দাজ ও অনুগামী নিয়ে মাহেশ জগন্নাথের স্নানযাত্রায় অংশ নিতেন । তাঁর সঙ্গে থাকতেন 40 জন ঢাল-তরোয়ালধারী অশ্বারোহী সৈন্য ৷ বাজনা সহযোগে জগন্নাথ-বলরাম-সুভদ্রার মাথায় ছাতা ধরার পরই স্নানযাত্রা শুরু হত ৷

1830 সালে রাজা হরিশচন্দ্র রায়ের আমলে স্নানযাত্রায় একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে ৷ ওই বছর শ্রীরামপুরের এক ব্যবসায়ী পরিবার সেবাইতদের সঙ্গে যুক্তি-পরামর্শ করে অর্থবলে ছাতা ধরেন ৷ রাজা ওই ঘটনায় দুই পুরোহিতকে রাজবাড়িতে আটক করে রেখে দেন । পরে তাঁদের চুক্তিসাপেক্ষে মুক্তি দেন । তারপর থেকে এর কোনও অন্যথা হয়নি । আজও পরিবারের পুরোহিতরা এই রুপোর ছাতা ও রাজদণ্ডটি নিয়ে যান । তাঁরাই জগন্নাথের দুধ ও গঙ্গাজলের স্নানের সময় ছাতা ধরে থাকেন ৷ পরিবারের অন্যান্য সদস্যরা পাশে উপস্থিত ছিলেন ।

Last Updated : Jun 22, 2024, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.