ETV Bharat / state

ধাপায় জমি পুনরুদ্ধার কেএমসির, মৎস্যজীবী-কৃষকদের বড়সড় ক্ষতিপূরণ - KMC Waste Management

KMC Land Recovery for Waste Management: ধাপায় মৎস্যজীবী ও কৃষকদের থেকে জমি পুনরুদ্ধারে জন্য 54 কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে কলকাতা পৌরনিগম ৷ মূলত, ধাপায় জমা হওয়া বর্জ্য প্রক্রিয়াকরণের মাত্রা বাড়াতে জবর দখল হয়ে থাকা 180 একর জমি পুনরুদ্ধার করা হচ্ছে ৷ যার জন্য এই বিপুল পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে সেখানে জীবিকা নির্বাহ করা কৃষক ও মৎস্যজীবীদের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 3:15 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: পরিবেশ আদালতের নির্দেশ মেনে কঠিন ও তরল, দু’রকমের বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাকে আরও তরান্বিত করছে কলকাতা পৌরনিগম ৷ এর জন্য বর্জ্য প্রক্রিয়াকরণের আরও একটি নতুন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে ৷ আর তার জন্য ধাপায় কলকাতা পৌরনিগমের দখল হয়ে থাকা 180 একর জমি পুনরুদ্ধার করা হচ্ছে ৷ তবে, এর জন্য দেওয়া হবে মোট 54 কোটি টাকার ক্ষতিপূরণ ৷

জানা গিয়েছে, বর্তমান বর্জ্য জমা হওয়া ও প্রক্রিয়াকরণের যে অনুপাত, তার মধ্যে আকাশ-পাতাল ফারাক রয়েছে ৷ পুনরুদ্ধার করা জমিতে নয়া প্ল্যান্ট তৈরি হলে, সেই ফারাকটা অনেকটাই কমবে বলে জানাচ্ছে কলকাতা পৌরনিগম ৷ কেএমসি সূত্রে খবর, ধাপায় তাদের বিপুল পরিমাণ জমিতে বহু বছর ধরে অনেকে মাছ ও শাক-সবজি চাষ করছে ৷ এমন সব মৎস্যজীবী ও চাষীদের তালিকা তৈরি করেছে পৌরনিগম ৷ কমবেশি প্রায় সাড়ে আটশো জনের নামের তালিকা তৈরি হয়েছে ৷ তবে, আরও কিছুদিন সময় দেওয়া হয়েছে ৷ যদি কারও নাম বাদ পরে, তাহলে নথিভুক্ত করার জন্য ৷ 7 নম্বর বরো তরফে পুরো বিষয়টি দেখা হচ্ছে ৷

প্রত্যেক চাষী ও মৎস্যজীবী পিছু 50 হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ ইতিমধ্যে জমির জরিপের কাজও প্রায় শেষ ৷ তবে, কবে থেকে সেই জমির পুনর্দখল প্রক্রিয়া শুরু করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া হয়নি কলকাতা পৌরনিগমের তরফে ৷ বর্তমানে 4000 টন জঞ্জাল পড়ে ধাপায় ৷ যার মধ্যে মাত্র 500 টন জঞ্জাল প্রক্রিয়াকরণ হয় ৷ ফলে যত পরিমাণ জঞ্জাল জমছে আর যা প্রক্রিয়াকরণ হচ্ছে, তার মধ্যে অনেকটাই ফারাক থেকে যাচ্ছে ৷ নয়া প্ল্যান্ট তৈরি হলে সেই ফারাকটা অনেকটাই কমবে ৷ এই মুহূর্তে গ্যাস ও সার তৈরির যে প্ল্যান্ট রয়েছে, তার ক্ষমতা বৃদ্ধি করা হবে ৷ গড়ে উঠবে একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পও ৷

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "আমাদের কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে হচ্ছে ৷ জমি সংক্রান্ত সমস্যার জেরে আটকে ছিল ৷ তবে, ধাপার আশপাশেই 180 একর জমি আমরা পুনরুদ্ধার করতে চলেছি ৷ সেখানে অনেকেই বহু বছর ধরে চাষ করেন ৷ কেউ কেউ মাছ চাষ করেন ৷ তাঁরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার পদক্ষেপ নিচ্ছি ৷ প্রাথমিকভাবে একটি তালিকা করা হয়েছে ৷ তারপর বেশ কিছুদিন সময় দেওয়া হচ্ছে, কেউ যদি বাদ পড়ে তাদের নাম তোলার জন্য ৷"

আরও পড়ুন:

  1. আর মিলবে না ছাড়, মার্চ মাসেই বন্ধ হচ্ছে কলকাতা পৌরনিগমের চলতি ওয়েভার স্কিম
  2. পুজোয় ধাপায় অতিরিক্ত 50 হাজার মেট্রিক টন জঞ্জাল, দূষণের আশংকায় কর্তৃপক্ষ
  3. দূষণ থেকে মিলবে রক্ষা, 73 হেক্টর জমিতে কলকাতার নতুন 'ধাপা' বানাচ্ছে পৌরনিগম

কলকাতা, 16 ফেব্রুয়ারি: পরিবেশ আদালতের নির্দেশ মেনে কঠিন ও তরল, দু’রকমের বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাকে আরও তরান্বিত করছে কলকাতা পৌরনিগম ৷ এর জন্য বর্জ্য প্রক্রিয়াকরণের আরও একটি নতুন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে ৷ আর তার জন্য ধাপায় কলকাতা পৌরনিগমের দখল হয়ে থাকা 180 একর জমি পুনরুদ্ধার করা হচ্ছে ৷ তবে, এর জন্য দেওয়া হবে মোট 54 কোটি টাকার ক্ষতিপূরণ ৷

জানা গিয়েছে, বর্তমান বর্জ্য জমা হওয়া ও প্রক্রিয়াকরণের যে অনুপাত, তার মধ্যে আকাশ-পাতাল ফারাক রয়েছে ৷ পুনরুদ্ধার করা জমিতে নয়া প্ল্যান্ট তৈরি হলে, সেই ফারাকটা অনেকটাই কমবে বলে জানাচ্ছে কলকাতা পৌরনিগম ৷ কেএমসি সূত্রে খবর, ধাপায় তাদের বিপুল পরিমাণ জমিতে বহু বছর ধরে অনেকে মাছ ও শাক-সবজি চাষ করছে ৷ এমন সব মৎস্যজীবী ও চাষীদের তালিকা তৈরি করেছে পৌরনিগম ৷ কমবেশি প্রায় সাড়ে আটশো জনের নামের তালিকা তৈরি হয়েছে ৷ তবে, আরও কিছুদিন সময় দেওয়া হয়েছে ৷ যদি কারও নাম বাদ পরে, তাহলে নথিভুক্ত করার জন্য ৷ 7 নম্বর বরো তরফে পুরো বিষয়টি দেখা হচ্ছে ৷

প্রত্যেক চাষী ও মৎস্যজীবী পিছু 50 হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ ইতিমধ্যে জমির জরিপের কাজও প্রায় শেষ ৷ তবে, কবে থেকে সেই জমির পুনর্দখল প্রক্রিয়া শুরু করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া হয়নি কলকাতা পৌরনিগমের তরফে ৷ বর্তমানে 4000 টন জঞ্জাল পড়ে ধাপায় ৷ যার মধ্যে মাত্র 500 টন জঞ্জাল প্রক্রিয়াকরণ হয় ৷ ফলে যত পরিমাণ জঞ্জাল জমছে আর যা প্রক্রিয়াকরণ হচ্ছে, তার মধ্যে অনেকটাই ফারাক থেকে যাচ্ছে ৷ নয়া প্ল্যান্ট তৈরি হলে সেই ফারাকটা অনেকটাই কমবে ৷ এই মুহূর্তে গ্যাস ও সার তৈরির যে প্ল্যান্ট রয়েছে, তার ক্ষমতা বৃদ্ধি করা হবে ৷ গড়ে উঠবে একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পও ৷

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "আমাদের কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে হচ্ছে ৷ জমি সংক্রান্ত সমস্যার জেরে আটকে ছিল ৷ তবে, ধাপার আশপাশেই 180 একর জমি আমরা পুনরুদ্ধার করতে চলেছি ৷ সেখানে অনেকেই বহু বছর ধরে চাষ করেন ৷ কেউ কেউ মাছ চাষ করেন ৷ তাঁরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার পদক্ষেপ নিচ্ছি ৷ প্রাথমিকভাবে একটি তালিকা করা হয়েছে ৷ তারপর বেশ কিছুদিন সময় দেওয়া হচ্ছে, কেউ যদি বাদ পড়ে তাদের নাম তোলার জন্য ৷"

আরও পড়ুন:

  1. আর মিলবে না ছাড়, মার্চ মাসেই বন্ধ হচ্ছে কলকাতা পৌরনিগমের চলতি ওয়েভার স্কিম
  2. পুজোয় ধাপায় অতিরিক্ত 50 হাজার মেট্রিক টন জঞ্জাল, দূষণের আশংকায় কর্তৃপক্ষ
  3. দূষণ থেকে মিলবে রক্ষা, 73 হেক্টর জমিতে কলকাতার নতুন 'ধাপা' বানাচ্ছে পৌরনিগম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.