ETV Bharat / state

বেআইনি অংশ ভাঙার পরেও ফের নির্মাণ করলে গ্রেফতার, কঠোর সিদ্ধান্ত কেএমসি-র - KMC on illegal construction

KMC Warning over illegal construction: বেআইনি অংশ ভেঙে দেওয়ার পরেও কেউ সেখানে ফের নির্মাণ করলে তাঁকে গ্রেফতার করা হবে ৷ এমনই কঠোর সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ৷

ETV BHARAT
বেআইনি নির্মাণ নিয়ে কড়া সিদ্ধান্ত কেএমসি-র (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 6:03 PM IST

কলকাতা, 18 জুন: গার্ডেনরিচ কাণ্ডের পর থেকেই বেআইনি নির্মাণ নিয়ে সক্রিয় মনোভাব দেখাচ্ছে কলকাতা পৌরনিগম । জারি হয়েছে একের পর এক নির্দেশিকা । লাগাতার ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণ । তবে বিভিন্ন জায়গায় নির্মাণ ভেঙে দেওয়ার পর, ফের সেখানে নির্মাণ গড়ে তোলার ঘটনা ঘটছে । এবার সেই সব বেপরোয়া নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে কলকাতা পৌরনিগম । প্রয়োজনে প্রোমোটারকে গ্রেফতার করার নিদানও দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । তাঁর দাবি, অবৈধ নির্মাণের ক্ষেত্রে প্রোমোটারকে গ্রেফতার না-করলে সমস্যার সমাধান হবে না ।

সম্প্রতি কলকাতা পৌরনিগমে এমনই কয়েকটি অভিযোগ আসে । পৌরনিগমের ডেমোলিশন স্কোয়াড গিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দিয়ে আসার পরেও ফের সেখানে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে । সেই ঘটনা কানে আসতেই বিরক্তি প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি বিল্ডিং বিভাগের ডিজিকে বলেন, "অভিযুক্ত নির্মাণকারীদের গ্রেফতার করান । আপনার হাতে ক্ষমতা আছে । আইন আছে, সেটা প্রয়োগ করুন ।"

এর পরেই কলকাতা পৌরনিগমের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বেআইনি হওয়ার কারণে যে নির্মাণ ভাঙা হচ্ছে, সেখানে পুনরায় নির্মাণ করা হলে নির্মাণকারীর বিরুদ্ধে এফআইআর দাখিল করবে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ।

এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "যাঁরা এই ধরনের কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গ্রেফতার করাব । নাগরিকদের কাছে আবেদন, সহযোগিতা করুন ৷ আইন মেনে বাড়ি করুন । আপনারা অনুমোদন নিয়ে মাথা উঁচু করে বাড়ি করুন । প্রোমোটাররাও অনুমতির বাইরে কিছু করবেন না । শুধু লাভ করবেন, এমনটা হবে না । বেআইনি হলে ভাঙবই ।"

ডিজি বিল্ডিংকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে । তাঁর এই নির্দেশের পর বিল্ডিং বিভাগ এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নেবে বলে মনে করছেন পৌরনিগমের আধিকারিকরা ।

কলকাতা, 18 জুন: গার্ডেনরিচ কাণ্ডের পর থেকেই বেআইনি নির্মাণ নিয়ে সক্রিয় মনোভাব দেখাচ্ছে কলকাতা পৌরনিগম । জারি হয়েছে একের পর এক নির্দেশিকা । লাগাতার ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণ । তবে বিভিন্ন জায়গায় নির্মাণ ভেঙে দেওয়ার পর, ফের সেখানে নির্মাণ গড়ে তোলার ঘটনা ঘটছে । এবার সেই সব বেপরোয়া নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে কলকাতা পৌরনিগম । প্রয়োজনে প্রোমোটারকে গ্রেফতার করার নিদানও দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । তাঁর দাবি, অবৈধ নির্মাণের ক্ষেত্রে প্রোমোটারকে গ্রেফতার না-করলে সমস্যার সমাধান হবে না ।

সম্প্রতি কলকাতা পৌরনিগমে এমনই কয়েকটি অভিযোগ আসে । পৌরনিগমের ডেমোলিশন স্কোয়াড গিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দিয়ে আসার পরেও ফের সেখানে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে । সেই ঘটনা কানে আসতেই বিরক্তি প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি বিল্ডিং বিভাগের ডিজিকে বলেন, "অভিযুক্ত নির্মাণকারীদের গ্রেফতার করান । আপনার হাতে ক্ষমতা আছে । আইন আছে, সেটা প্রয়োগ করুন ।"

এর পরেই কলকাতা পৌরনিগমের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বেআইনি হওয়ার কারণে যে নির্মাণ ভাঙা হচ্ছে, সেখানে পুনরায় নির্মাণ করা হলে নির্মাণকারীর বিরুদ্ধে এফআইআর দাখিল করবে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ।

এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "যাঁরা এই ধরনের কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গ্রেফতার করাব । নাগরিকদের কাছে আবেদন, সহযোগিতা করুন ৷ আইন মেনে বাড়ি করুন । আপনারা অনুমোদন নিয়ে মাথা উঁচু করে বাড়ি করুন । প্রোমোটাররাও অনুমতির বাইরে কিছু করবেন না । শুধু লাভ করবেন, এমনটা হবে না । বেআইনি হলে ভাঙবই ।"

ডিজি বিল্ডিংকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে । তাঁর এই নির্দেশের পর বিল্ডিং বিভাগ এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নেবে বলে মনে করছেন পৌরনিগমের আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.